কুনকি হাতি 

Animal Attack: খাবার না পেয়ে মাথা গরম কুনকির! হাতের কাছে বনকর্মীকে পেয়ে ‌যা করল!

আলিপুরদুয়ার: সঠিক সময়ে খাবার না মেলায় রাগ, পাতাওয়ালাকে আক্রমণ জলদাপাড়ার এক কুনকির। মৃত্যু হল পাতাওয়ালার। কুনকি হাতির হামলায় মৃত্যু হল পাতাওয়ালা সুরেশ টিজ্ঞার। তার বয়স ৩৫ বছর। তিনি জলদাপাড়া বনবিভাগের কোদালবস্তির রেঞ্জের অধীন সিসি লাইন বীটে কর্মরত ছিলেন।

বনদফতর সূত্রে খবর, সোমবার বিকেলে কুনকি হাতিটি নদীর দিকে নিয়ে এলে, সে আচমকা হামলা করে পাতাওয়ালার ওপর। এরপর আহত পাতাওয়ালা সুরেশ টিজ্ঞাকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনদফতর।

আরও পড়ুন: বলুন তো কোন সালে অক্টোবর মাস ৩১ নয়, ২১ দিনে হয়েছিল? কেন বাদ দেওয়া হয়েছিল ১০ দিন? সত‍্যিটা জানলে মাথা ঘুরে যাবে

অপরদিকে, এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বনকর্তারা। মৃত পাতাওয়ালা এক বছর ধরে এই কাজে কর্মরত ছিলেন বলেও দাবি বনদফতর সূত্রে খবর। এ বিষয়ে জলদাপাড়া বনবিভাগের ডিএফও পারভীন কশোয়ান জানান, ‘এখনই কিছু বলা যাবে না, তদন্ত চলছে।’

Annanya Dey