Shah Rukh Khan-Salman Khan: শাহরুখ চিমনির মতো ধোঁয়া ছাড়ে! আর সলমন? দুই খানকে বিস্ফোরক মন্তব্য় সহ-অভিনেতার

প্রবীণ অভিনেতা গোবিন্দ নামদেব শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে বিভিন্ন হিট ছবিতে কাজ করেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দুই বলিউড সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্ট ভাবে জানিয়েছেন অভিনেতা গোবিন্দ। গোবিন্দ ২০০০ সালের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবিতে এসআরকে-এর সঙ্গে শ্যুটিংয়ের কথা স্মরণ করেন।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, যেহেতু শাহরুখও ছবির প্রযোজক ছিলেন, তাই তিনি সেটে দিনরাত কাজ করতেন। ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবি ড্রিমজ আনলিমিটেড প্রযোজনা করেছিল। শাহরুখ এবং তাঁর অভিনেতা বন্ধু জুহি চাওলাকে নিয়ে চলচ্চিত্র নির্মাতা আজিজ মির্জা এই ছবিটির পরিচালনা করেছিলেন।

সেটের অভিনেতাদের নিয়ে জিজ্ঞেস করা হলে গোবিন্দ জানান যে, “আমি ওয়ার্কহোলিক সম্পর্কে অনেক কথাই শুনেছি, যাঁরা সারাদিন শুধু কাজ নিয়েই থাকেন। এমন মানুষের কথা আমি শুধু শুনেছিলাম, কিন্তু শাহরুখ খানের সঙ্গে কাজ করার পর এমনটা প্রথম দেখলাম।”

শাহরুখ সারাদিন কাজ করতেন, তারপর রাতে পুরো ক্রুর সঙ্গে মিশতেন, গল্প করতেন এবং একসঙ্গে খেতেন। যেহেতু তিনি প্রযোজকও ছিলেন, তাই তিনি রাত দুটো পর্যন্ত কাজ করতেন। একবার অনেক রাত পর্যন্ত কাজ করার পর তাঁকে পরের দিন একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খুব ভোরে চেন্নাইয়ের ফ্লাইট ধরতে হয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশে রেকর্ড ব্যবসা! বিদেশেও ঝড় তুলছে ‘তুফান’, বক্স অফিসে উপচে পড়ছে ভাঁড়ার

আরও পড়ুন: ‘ভিক্ষা না চাইলে…’! অজয়, অক্ষয়কে নিয়ে বিস্ফোরক বঙ্গতনয়া রিমি, অবশেষে সব ফাঁস

অবাক করার মতো বিষয় হল তারপরে ফিরে এসেই তিনি আবার শ্যুটিং শুরু করেন শাহরুখ দিনে সর্বোচ্চ সাড়ে তিন বা চার ঘণ্টার বেশি ঘুমোতেন না। তিনি নাকি চিমনির মতো ধোঁয়া ছাড়তেন এবং ধূমপান করতে করতে কাজ করতে থাকতেন। সব সময়েই পরবর্তী ধাপে কী করবেন তা নিয়ে ভাবতে থাকতেন। সুপারস্টারদের সাধারণত নানা অ্যাটিটিউড থাকে, কিন্তু শাহরুখের তা ছিল না বলেই জানিয়েছেন নামদেব।

অন্য দিকে, সলমন খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান, অ্যাকশন অভিনেতার সঙ্গে ‘ওয়ান্টেড’-এ তিনি কাজ করেন। গোবিন্দ জানান যে, সলমন ব্যক্তিত্বের দিক থেকে শাহরুখের একেবারে বিপরীত ছিলেন।

“তিনি খুব বেশি কথাবার্তা বলেন না, শুধু কাজের কথাই বলতেন। কোনও ব্যক্তিগত কথাবার্তা বলতেন না। শুধু মাঝে মাঝে নিজের বাবার কথা বা ছোটবেলায় বাবার কাছে কীভাবে বকুনি খেতেন এই সবই বলতেন”, জানিয়েছেন গোবিন্দ।