মোদীর কাছে বিশেষ অনুরোধ আফ্রিদির, কী বললেন প্রাক্তন পাক অধিনায়ক

করাচি: চলতি বছরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। সেই কথা আগেই সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারত বেঁকে বসায় পাকিস্তানের মাটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে এশিয়া কাপ। আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। কিন্তু এত বড় প্রতিযোগিতা ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ঠান্ডা লড়াই লেগেই রয়েছে পিসিবির। এবার দুই দেশের মধ্যে ক্রিকেট হত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

শাহিদ আফ্রিদি মনে করেন, দুই দেশের মধ্যে ক্রিকেটে হতে দেওয়া উচিৎ ও ক্রিকেট পারে দুই দেশের সম্পর্ককে ভালো করতে। এক সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে কথা উঠলে শাহিদ আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে বলেন,“আমি মোদী শাহাবের কাছে আবেদন করব যাতে ক্রিকেট হতে পারে দুই দলের মধ্যে।” পাকিস্তানে সাম্প্রতিক সময়ে একাধিক দল এসে সিরিজ খেলে গিয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। দুই দেশের সরকার চাইলেই ক্রিকেট হতে পারে বলেও মনে করেন শাহিদ আফ্রিদি। এছাড়াও শাহিদ আফ্রিদি বলেন, ‘আমরা যদি কারও সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং সে আমাদের সঙ্গে কথা না বলে, তাহলে আমরা কী করতে পারি?’ বিসিসিআই পিসিবির থেকে অনেক বেশি শক্তিশালী বলেও জানান আফ্রিদি। তাই বিসিসিআইয়ের দায়িত্বও বেশি বলে জানান প্রাক্তন পাক অধিনায়ক।

প্রসঙ্গত, লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়ে ভারতীয় পতাকায় সই করে সকলের মন জয় করে নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা।