প্রোফাইল পিক বদলালেন শোয়েব, ‘তেরে নাম’-এর সলমনকে দেখল ট্যুইটার!

#রাওয়ালপিণ্ডি: বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) ডাই-হার্ড ফ্যান কিংবদন্তি স্পিডস্টার শোয়েব আখতার (Shoaib Akhtar)৷ বাইশ গজ কাঁপানো পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার একবার বলেছিলেন যে, যদি কখনও তাঁর বায়োপিক করা হয়, তাহলে তিনি চাইবেন, সলমনই যেন তাঁর চরিত্রে অভিনয় করেন৷

সোশ্যাল মিডিয়ায় মারাত্মক সক্রিয় শোয়েব৷ খেলোয়াড় জীবনে মাঠে যে গতির ঝড় তুলতেন তিনি, এখন সেই ঝড়ই তোলেন বিতর্কিত মন্তব্যে৷ ইউটিউবে তাঁর এক একটা ভিডিও খবরের শিরোনামে চলে আসে৷ তাঁর চ্যানেলে রয়েছে ২.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার্স৷ ট্যুইটারে তাঁর রয়েছে ৩.৫ মিলিয়ন ফলোয়ার্স৷ খেলা ছাড়ার পরেও শোয়েবের ফ্যানবেসে কোনও ফারাক পড়েনি, উল্টে বেড়েছে৷

শোয়েব ট্যুইটারে নতুন একটি প্রোফাইল পিকচার আপলোড করেছেন৷ কালো জামা ও কালো সানগ্লাসে একেবারে নায়কের মতোই দেখাচ্ছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে৷ শোয়েবের পোশাকের থেকেও নেটাগরিকদের অনেক বেশি নজর কেড়েছে তাঁর হেয়ারস্টাইল৷ ছবিতে দেখা যাচ্ছে শোয়েব মাঝ খানে সিঁথি করে দু’দিক দিয়ে লকসগুলো ঝুলিয়ে দিয়েছেন৷ যা দেখে অনেকেরই মনে হয়েছে শোয়েব নয়, তাঁরা যেন ‘তেরে নাম’ (Tere Naam)-এর সলমনকে দেখছেন৷  সেরকমই কয়েক’টি ট্যুইট রইল এখানে:

 

২০০৩ সালে সতীশ কৌশিকের পরিচালনায় ‘তেরে নাম’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল৷ সলমনের চরিত্রের নাম ছিল ‘রাধে’৷ সেখানে সলমনের চুলের স্টাইলের সঙ্গেই শোয়েবের চুলের মিল পাওয়া গেল৷ ‘তেরে নাম’ মুক্তি পাওয়ার পর সলমনের মতো চুল কাটার হিড়িক পড়ে গিয়েছিল দেশ জুড়ে৷ শোয়েবের ছবি দেখে কারোর মনে হয়েছে যে, ‘তেরে নাম’-এর সিকোয়েল দেখছেন তিনি!