মমতার মুখে ‘হাম্মা হাম্বা, রাম্বা রাম্বা’ ভাইরাল, মিম বন্যায় ভাসল ট্যুইটার

#মালদহ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর অভিনব স্লোগানে বরাবরই নজর কাড়েন৷ সেটা প্রাক নির্বাচনী প্রচারে হোক বা বিরোধী দলকে কটাক্ষ৷ গতবছর বিতর্কিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) বিরোধিতা মমতা সরব হয়েছিলেন৷ সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) তীব্র বিরোধিতায় তাঁর স্লোগান ছিল “ক্যা, ক্যা, ছিঃ ছিঃ!”(CAA CAA Chhi Chhi) যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল৷

এবার মুর্শিদাবাদের জনসভায় দাঁড়িয়ে দল ত্যাগী নেতাদের উদ্দেশ্যে ফের এক অভিনব স্লোগানের আমদানি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা৷ মুর্শিদাবাদের সভা মঞ্চে দাঁড়িয়ে মমতা বললেন, “কয়েক’টা দুষ্টু গরু তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছে৷ পলাশীর যুদ্ধে যেমন মীরজাফর করেছিল৷ এখন এরা খুব চিৎকার-চেঁচামেচি করছে৷ হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা, কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বুম্বা বুম্বা৷”

 

মমতার মুখে এই সাত সেকেন্ডের ‘হাম্মা হাম্বা, রাম্বা রাম্বা’ এখন ভাইরাল হয়ে গিয়েছে৷ বেশ মজা পেয়েছেন নেটিজেনরা৷ মিম বন্যায় ভাসছে ট্যুইটার৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকেই তৈরি হয়েছে মিম৷