হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে তোলপাড় করা ঘটনা

Viral News: ট্রেনের এসি কামরায় বসেছিল দুই যুবক… তোমরা কারা? জিআরপি প্রশ্ন করতেই ‘বিরাট’ কেলেঙ্কারি ফাঁস! যা চলছিল ভাবতে পারবেন না

আম্বালা: এসি কামরায় বসেছিল দুই যুবক। তাদের ভিতরে যে এত বড় রহস্য লুকিয়ে তা আর কে জানত! হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে তোলপাড় করা এক ঘটনা। সূত্র মারফত জানা গিয়েছে, ওই দুই যাত্রীর মধ্যে একজনের ব্যাগ থেকে দুই কেজি সোনা এবং অন্য আরেক যাত্রীর কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। দুই যাত্রীই অমৃতসরের বাসিন্দা।  জুয়েলারি এবং টেক্সটাইলের ব্যবসা রয়েছে।

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রেল পুলিশের কড়া নজরদারি রয়েছে হরিয়ানায়। স্টেশন ও ট্রেনে চেকিং অভিযান চালানো হচ্ছে। গতকাল, আম্বালা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে চেকিং অভিযান চালায় RPF। তখনই  এক যাত্রীর কাছ থেকে দুই কেজি সোনা এবং নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। দুই কিলো সোনার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে অনুমান করেছে আরপিএফ।

আরও পড়ুন: আরজি করে কি সত্যিই গণধর্ষণ, নাকি কুকীর্তি একা সঞ্জয়ের? জবাব মিলল ডিএনএ রিপোর্টে

আরপিএফ ইনচার্জ জাভেদ খান জানান, হরিয়ানা নির্বাচনের কথা মাথায় রেখে সদর দফতর থেকে একটি আদেশ পাওয়া গিয়েছে। বলা হয়েছে নির্বাচনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘচে সেদিকে কড়া নজর রাখতে হবে। নির্বাচনের সময় সীমান্ত সিল করে দেওয়া হয়। যার কারণে অপরাধীরা মূলত ট্রেনে যাতায়াত করে। কারণ ট্রেন সহজেই প্রতিটি রাজ্য অতিক্রম করে।

আরও পড়ুন: পুষ্টির ভাণ্ডার, ভিটামিনে ঠাসা, করে হজম, কমায় বাড়তি ওজন, তবু কাদের খাওয়া বারণ পেঁপে? ভুল করবেন না, এখনই জানুন

এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কাগজপত্র পাওয়া যায়নি। আরপিএফ ব্যবস্থা নিয়েছে এবং আয়করকে জানিয়েছে। ধৃত ব্যক্তি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। চলতি বছরেই বিধানসভা নির্বাচন হবে হরিয়ানায়। সেই নিয়ে তৎপরতা বাড়ছে ক্রমশ। রেলওয়ে স্টেশনগুলিতে চলছে জোরকদমে নাকা তল্লাশি।