বিদেশের মাটিতে ‘আপকি নজরো নে সমঝা’ গানটি গেয়ে প্রশংসিত শ্রেয়া ঘোষাল

#মুম্বই:  শ্রেয়া ঘোষাল শুধু বলিউডের নয় টলিউডেরও প্রথম সারির গায়িকা। ভারতে শুধু নয় শ্রেয়া তার গানের গলার জোরে সারা বিশ্বের কাছে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। শ্রেয়ার গলায় স্বয়ং সরস্বতীর বাস। শ্রেয়া তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বেশ সাবলীল।

সম্প্রতি শ্রেয়া তাঁর ইসন্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি গেয়েছেন, “আপকি আখ নে সমঝা মুঝে পেয়ার কে কাবিল”। এই গানটি তিনি বিদেশের এক কলেজে গিয়ে গেয়েছিলেন। সেখানকার ছাত্ররা বাজনায় সঙ্গ দিয়েছিল শ্রেয়াকে। তাদের জ্যামিং ছিল অসাধারণ। এই ভিডিও শেয়ার করে শ্রেয়া নিজের মনের কথা লেখেন।

 

View this post on Instagram

 

Happy Valentine’s Day! A few years ago, I did an artist-in-residence visit to @berkleecollege and met these wonderful musicians. Had a blast jamming with the @berkleeindiaexchange students on many of my songs which culminated into a memorable concert. One of the songs from that evening was #AapkiNazronNeSamjha which also is one of my most favourite songs of my musical inspiration #LataMangeshkar ji. @laythsidiq (Iraq/Jordan) @vasiliskostasmusic (Greece) @girisubram (India) play with all their heart. Check it out.. A big shoutout to the @berkleeindiaexchange team @annette_philip @clintvalladares @rohithyourboat ♥️ #Repost @berkleeindiaexchange ・・・ New Video Release, perfect for Valentine’s Day! ? Watch full video of “Aap Ki Nazron Ne Samjha” in link in bio! ? — — — In 2017, the Berklee Indian Ensemble presented a landmark collaborative concert with its fifth Artist in Residence, Indian playback singer Shreya Ghoshal. The Ensemble is delighted to share an excerpt from that evening: a reimagining of the 1962 classic, “Aap Ki Nazron Ne Samjha”. Presented here with just four musicians — Ms. Ghoshal, lauto player Vasilis Kostas (Greece), violinist Layth Sidiq (Iraq/Jordan), and tabla player Giri Subramaniam (India) — this simple but soulful interpretation was performed in tribute to one of India’s most iconic voices: Lata Mangeshkar. . . . . . #berkleeindiaexchange #berkleeindianensemble #shreyaghoshal #aapkinazronnesamjha #berklee

A post shared by shreyaghoshal (@shreyaghoshal) on