শ্রেয়সের চোট গুরুতর, বিশাল চিন্তায় কেকেআর! অধিনায়ক হিসেবে ভাসছে তিনজনের নাম

মুম্বই: শ্রেয়সে আইয়ার যেভাবে ছিটকে গিয়েছেন এবং যা শোনা যাচ্ছে তাতে শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ কেন, শ্রেয়সের আইপিএল খেলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশাল চিন্তায় পড়েছে কেকেআর ম্যানেজমেন্ট। সেটাই স্বাভাবিক। শ্রেয়স আইপিএল থেকে ছিটকে গেছেন এখনই নিশ্চিত হয়ে বলা না গেলেও সেটা হওয়াটা অসম্ভব নয়। তাই ব্যাক আপ হিসেবে প্ল্যান বি ভেবে রাখতে হচ্ছে শাহরুখ খানের দলকে।

শ্রেয়স যদি শেষ পর্যন্ত কলকাতার জার্সিতে আইপিএল খেলতে না পারেন তার জায়গায় অধিনায়ক করা হতে পারে আন্দ্রে রাসেলকে। কেউ কেউ আবার সুনীল নারিনকেও এই দায়িত্ব দিতে চান। কেউ চান টিম সাউদিকে। তবে কেকেআর দলের ফিজিও এবং ডাক্তার নিজেরাও শ্রেয়সের চোট খতিয়ে দেখবেন। তারপর হবে সিদ্ধান্ত।

আরও পড়ুন – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠেও মেজাজ ঠিক নেই কোচ দ্রাবিড়ের ! কারণ জানেন?

সম্প্রতি যেভাবে একাধিক ভারতীয় তারকা চোট সমস্যায় ভুগছেন, তাতে এনসিএয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সদ্যই চোট সারিয়ে মাঠে ফিরেছিলেন শ্রেয়স। দুটি টেস্টে খেলে তৃতীয় টেস্টে ছিটকে গেলেন। তাও যে দুটি টেস্ট খেলেন শ্রেয়স, তা পুরো পাঁচদিনও হয়নি।

অন্যদিকে, জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণার চোট নিয়েও প্রশ্নের মুখে পড়েছে এনসিএ। শ্রেয়সের চোটের যা অবস্থা, তাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না। যে সিরিজ আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে। সোমবার আমদাবাদে চতুর্থ টেস্টের শেষে শ্রেয়সের চোটের বিষয়ে কথা বলার সময় রোহিত যা জানিয়েছেন, তাতে আইপিএলেও কেকেআর অধিনায়ক খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।

রোহিতের গলা থেকে রীতিমতো হতাশাও ঝরে পড়ে। আমদাবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, বেচারা…ওটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ব্যাট করার জন্য ওকে দিনভর অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু দিন শেষ হওয়ার ফলে ওর (শ্রেয়স) পিঠে সমস্যা হয়েছিল।

ওকে দেখে ভাল লাগছে না। আর সেই কারণেই ও এখানে নেই। দীর্ঘদিন বাদে দেশের মাটিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে আইপিএল। সেখানে শেষ পর্যন্ত যদি ইডেনে শ্রেয়স খেলতে না পারেন নাইট রাইডার্স দলের কাছে বিরাট ধাক্কা বলার অপেক্ষা রাখে না।