খেলা কেকেআর ছাড়ছেন, শ্রেয়স আইয়ার এবার কোন দলের ক্যাপ্টেন? জানাজানি হয়ে গেল! Gallery October 29, 2024 Bangla Digital Desk আইপিএল ২০২৫-এর রিটেনশন তালিকার দিন এগিয়ে আসতেই কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে সামনে আসছে সবথেকে বড় ওলট-পালটের খবর। যা আইপিএল নিলামের আগে সবথেকে বড় খবর হতে পারে। কেকেআর যে এবারও বড় চমক দেবে, তা এখন থেকেই বলা যেতে পারে। ভারতীয় বোর্ড জানিয়েছে, সব আইপিএল টিমকেই যে প্লেয়ার ধরে রাখতে হবে তাদের লিস্ট জানাতে হবে ৩১ অক্টোবরের মধ্যে৷ বিসিসিআই জানিয়েছে, এক একটি ফ্রাঞ্চাইজি সর্বাধিক ৬ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে৷ এদিকে প্লেয়ার ধরে রাখার ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিদের ক্যাপড প্লেয়ারের ক্ষেত্রে ৫ জন প্লেয়ার এবং আনক্যাপড প্লেয়ার ধরে রাখার সর্বাধিক সংখ্যা ২ জন ক্রিকেটার ধরে রাখার সুযোগ আছে৷ আইপিএল ২০২৫ নতুন অধিনায়কের অধীনে খেলতে দেখা যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে। শ্রেয়স আইয়ার কেকেআর ছাড়তে পারেন, শুরু হয়েছে তেমনই জল্পনা। কারণ দলের রিটেনশন তালিকায় প্রথম পছন্দ হিসেবে না থাকা। একাধিক টিমের অফারও শ্রেয়সের কাছে রয়েছে বলে জোর চর্চা চলছে। আইপিএল জয়ী ক্যাপ্টেন তিনি। ফলে শ্রেয়স আইয়ার যে দলেই যাবেন, মোটা টাকা পাবেন। শোনা যাচ্ছে, শ্রেয়সের কাছে অন্য দলের অফার রয়েছে। মূলত ২টি দলের নাম শোনা যাচ্ছে। দিল্লি ঋষভ পন্থকে ছেড়ে দিলে তাদের ক্যাপ্টেন কে হবে! এক্ষেত্রে শ্রেয়সের নাম শোনা যাচ্ছে। দিল্লি তাঁর পুরনো দল। সেখানে তিনি ফিরলে অবাক হওয়ার কিছু থাকবে না। দিল্লির কোচের পদ থেকে সরানো হয়েছে রিকি পন্টিংকে। তিনি এখন পঞ্জাব কিংসে। আর তাদেরও অধিনায়ক বদল হতে পারে। ফলে সেখানেও দেখা যেতে পারে শ্রেয়সকে।