কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স। যমে-মানুষে টানাটানি চলে। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, ‘ক্লিনিকালি ডেড ছিলাম’। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

Shreyas Talpade: ‘শরীরে কী ঢুকিয়ে দিয়েছে জানি না…!’, হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শ্রেয়স তলপড়ে

কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স। যমে-মানুষে টানাটানি চলে। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, ‘ক্লিনিকালি ডেড ছিলাম’। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিনেতা শ্রেয়স তলপড়ে। গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স। যমে-মানুষে টানাটানি চলে। একটি সাক্ষাৎকারে তিনি বলেওছিলেন, ‘ক্লিনিকালি ডেড ছিলাম’। যদিও এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
সম্প্রতি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। শ্রেয়সের অনুমান, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গেও করোনা ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে।
সম্প্রতি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। শ্রেয়সের অনুমান, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গেও করোনা ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে।
লেহরে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স তলপাড়ে বলেন, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই, এ কথা বুক ঠুকে বলতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, “আমি মাসে একবার কী বড়জোর দু’বার মদ্যপান করি। গুটখা বা সিগারেট খাই না। অন্য কোনও নেশাও নেই। হ্যাঁ কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে আমাকে বলা হয়েছিল, আজকের দিনে এটা খুবই স্বাভাবিক”।
লেহরে রেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স তলপাড়ে বলেন, তাঁর হার্ট অ্যাটাকের সঙ্গে করোনা ভ্যাকসিনের কোনও সম্পর্ক নেই, এ কথা বুক ঠুকে বলতে পারবেন না তিনি। অভিনেতার কথায়, “আমি মাসে একবার কী বড়জোর দু’বার মদ্যপান করি। গুটখা বা সিগারেট খাই না। অন্য কোনও নেশাও নেই। হ্যাঁ কোলেস্টেরল একটু বেশি ছিল। তবে আমাকে বলা হয়েছিল, আজকের দিনে এটা খুবই স্বাভাবিক”।
এরপর ‘গোলমাল’ খ্যাত শ্রেয়স প্রশ্ন তোলেন, “আমার বিপি বা সুগার নেই। তাহলে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার কারণ কী’? অভিনেতার কথায়, “শরীরের এত যত্ন নেওয়ার পরেও যখন হার্ট অ্যাটাক হল, তখন বুঝতে হবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে। তাই এই তত্ত্বকে আমি উড়িয়ে দিতে পারছি না”।
এরপর ‘গোলমাল’ খ্যাত শ্রেয়স প্রশ্ন তোলেন, “আমার বিপি বা সুগার নেই। তাহলে হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার কারণ কী’? অভিনেতার কথায়, “শরীরের এত যত্ন নেওয়ার পরেও যখন হার্ট অ্যাটাক হল, তখন বুঝতে হবে, এর পিছনে অন্য কোনও কারণ আছে। তাই এই তত্ত্বকে আমি উড়িয়ে দিতে পারছি না”।
করোনা ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করতে হবে: অভিনেতা বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে, তাই তাঁর সন্দেহ হচ্ছে যে ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। এই কারণে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
করোনা ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করতে হবে: অভিনেতা বলেন, যেহেতু করোনা ভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে, তাই তাঁর সন্দেহ হচ্ছে যে ভ্যাকসিনের কারণেই হার্ট অ্যাটাক হয়েছে। এই কারণে ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেতা।
অকাট্য প্রমাণ খুঁজে বের করতে চান শ্রেয়স: করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। সে কথা গোপনও করেননি তিনি। অভিনেতার স্পষ্ট কথা, “ভ্যাকসিনের নামে আমাদের শরীরে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানে না। ভ্যাকসিন কোম্পানির উপর আমাদের সবার বিশ্বাস রয়েছে। কিন্তু ভ্যাকসিন শরীরে কীভাবে প্রতিক্রিয়া করছে সে সম্পর্কে আমার কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই এখনই কিছু বলা উচিত হবে না। তবে করোনার ভ্যাকসিন আমার শরীরে কী প্রভাব ফেলেছিল, সেই সম্পর্কে আমি বিশদে জানতে চাই”।
অকাট্য প্রমাণ খুঁজে বের করতে চান শ্রেয়স: করোনা ভ্যাকসিন নিয়ে সন্দেহ রয়েছে অভিনেতা শ্রেয়স তলপড়ের। সে কথা গোপনও করেননি তিনি। অভিনেতার স্পষ্ট কথা, “ভ্যাকসিনের নামে আমাদের শরীরে কী ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেউ জানে না। ভ্যাকসিন কোম্পানির উপর আমাদের সবার বিশ্বাস রয়েছে। কিন্তু ভ্যাকসিন শরীরে কীভাবে প্রতিক্রিয়া করছে সে সম্পর্কে আমার কাছে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই। তাই এখনই কিছু বলা উচিত হবে না। তবে করোনার ভ্যাকসিন আমার শরীরে কী প্রভাব ফেলেছিল, সেই সম্পর্কে আমি বিশদে জানতে চাই”।