সমস্যা হলেও সিকিমযাত্রীদের ঘুরপথে যেতে হবে গন্তব্যে। যে দুটি রুটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, ১) শিলিগুড়ি-সেবক-গরুবাথান-লাভা-আলগাড়া-কালিম্পং-তিস্তা-রংপো-সিকিম। প্রতীকী ছবি।

Sikkim: বেড়াতে যাওয়া এখন আরওই সহজ! অনলাইনে টিকিট কেটে এবার সোজা সিকিম, কীভাবে সম্ভব? জানুন

*বাস ভাড়ার ক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাইজেশনের পথে হাঁটতে চলেছে সিকিম সরকার। বুকিং কাউন্টার থেকে বাস, সর্বত্রই নিষিদ্ধ হতে চলেছে নগদ লেনদেন। সম্প্রতি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন পরিবহণ দফতর। তাতে বলা হয়েছে, আগাম টিকিট বুক করা থেকে বাসে ওঠার পর টিকিট কাটা, সমস্তটাই এখন থেকে অনলাইনে হবে।
*বাস ভাড়ার ক্ষেত্রে সম্পূর্ণ ডিজিটাইজেশনের পথে হাঁটতে চলেছে সিকিম সরকার। বুকিং কাউন্টার থেকে বাস, সর্বত্রই নিষিদ্ধ হতে চলেছে নগদ লেনদেন। সম্প্রতি এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছেন পরিবহণ দফতর। তাতে বলা হয়েছে, আগাম টিকিট বুক করা থেকে বাসে ওঠার পর টিকিট কাটা, সমস্তটাই এখন থেকে অনলাইনে হবে।
*তবে কবে থেকে তা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তবে সরকারি এই সিদ্ধান্তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। কারণ এখনও একটা বড় অংশের মানুষ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত নন। ফলে বিকল্প কোনও বন্দোবস্ত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।
*তবে কবে থেকে তা কার্যকর হবে, তা স্পষ্ট নয়। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ওই নির্দেশিকায় বলা হয়েছে। তবে সরকারি এই সিদ্ধান্তে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ। কারণ এখনও একটা বড় অংশের মানুষ ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত নন। ফলে বিকল্প কোনও বন্দোবস্ত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত হয়নি।
*ইতিমধ্যে সিকিমের পাশাপাশি সমতল শিলিগুড়িতে ‘শেয়ার ক্যাব’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। আরও একধাপ এগিয়ে এবার সরকারি বাসে অনলাইন ব্যবস্থা কার্যকর করতে চাইছে সিকিম। পরিবহণ সচিবের নির্দেশিকা অনুসারে, এসএনটি’র গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপো-সহ সমস্ত কাউন্টারে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
*ইতিমধ্যে সিকিমের পাশাপাশি সমতল শিলিগুড়িতে ‘শেয়ার ক্যাব’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। আরও একধাপ এগিয়ে এবার সরকারি বাসে অনলাইন ব্যবস্থা কার্যকর করতে চাইছে সিকিম। পরিবহণ সচিবের নির্দেশিকা অনুসারে, এসএনটি’র গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপো-সহ সমস্ত কাউন্টারে ইউপিআই পেমেন্টের ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।
*কিউআর কোড স্ক্যান করে টিকিটের দাম চোকাতে হবে। গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপোতে পিওএস মেশিন বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারেন। বাসের টিকিট আগাম বুকিংয়ের জন্য অবশ্য নগদের পাশাপাশি অনলাইন পেমেন্টের ব্যবস্থা অনেকদিন থেকেই কার্যকর ছিল। কিন্তু এবার থেকে নগদের ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে।
*কিউআর কোড স্ক্যান করে টিকিটের দাম চোকাতে হবে। গ্যাংটক এবং শিলিগুড়ি ডিপোতে পিওএস মেশিন বসানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে যাত্রীরা টিকিট কাটতে পারেন। বাসের টিকিট আগাম বুকিংয়ের জন্য অবশ্য নগদের পাশাপাশি অনলাইন পেমেন্টের ব্যবস্থা অনেকদিন থেকেই কার্যকর ছিল। কিন্তু এবার থেকে নগদের ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে।
*এবার অনলাইন চালু হলে অনেকেই ফের বাস বেছে নেবেন বলেন মনে করা হচ্ছে। এসএনটি'র শিলিগুড়ি ডিপোর তরফে জানানো হয়েছে, অনলাইনের বন্দোবস্ত হয়ে গিয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে। প্রথমদিকে কিছুটা যে সমস্যা হলেও তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
*এবার অনলাইন চালু হলে অনেকেই ফের বাস বেছে নেবেন বলেন মনে করা হচ্ছে। এসএনটি’র শিলিগুড়ি ডিপোর তরফে জানানো হয়েছে, অনলাইনের বন্দোবস্ত হয়ে গিয়েছে। দ্রুত তা কার্যকর করা হবে। প্রথমদিকে কিছুটা যে সমস্যা হলেও তা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তাঁরা।