দুর্ঘটনাগ্রস্থ বাসটি

Passenger Bus Accident: কলকাতা ফেরার পথে যাত্রীবোঝাই বাসে বড়সড় দুর্ঘটনা! মুখোমুখি লরির সঙ্গে সংঘর্ষ! তারপর…

নদিয়া: ফের পথদুর্ঘটনা নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাসে। অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক বাস যাত্রী। দিনের পর দিন নদিয়ার শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসে একের পর এক পথদুর্ঘটনার ঘটনা ঘটেই চলেছে। আবারও আজ, বুধবার সাতসকালে লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। আর তাতে অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক বাস যাত্রীরা।

আরও পড়ুন: দুর্যোগের আশঙ্কা! ক্ষণিকের রেহাইয়ের পর ফের বাড়বে ভারী বর্ষণ, উত্তরের জেলায় আবার আবহাওয়া বদল

স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি নাইট সুপার লাক্সারি বাস যাত্রী বোঝাই করে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় একটি পাথর বোঝাই লরি শান্তিপুর শহর থেকে ঘোড়ালিয়া আন্ডার পাসের নীচ দিয়ে রানাঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হলে, বাসটি রাস্তার পাশে ডিভাইডারের ওপর উঠে যায়, এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় চালকের তৎপরতায় প্রাণে বাঁচে বাসে থাকা একাধিক যাত্রীরা।

যদিও ঘাতক লরিটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে শান্তিপুর থানায় নিয়ে যায়। তবে ঘাতক লরির খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে দিনের পর দিন ১২ নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার খবর শিরোনামে উঠে আসে, তবুও বেপরোয়া গতি কমে না, মানা হয় না প্রশাসনিক নিয়ম। এমনটাই মনে করছেন এলাকাবাসীরা। আর তাই দিনের পর দিন এই ঘটনা ঘটে চলেছে জাতীয় সড়কের উপর।

Mainak Debnath