SIP Calculator: ২৫ হাজার টাকা মাসিক SIP করছেন? ৫,১০,১৫,২০ ও ২৫ বছরে কত রিটার্ন পাবেন দেখুন

প্রতি মাসে কয়েক হাজার টাকা জমিয়েই কোটিপতি! একমাত্র এসআইপিতেই সম্ভব। মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে জমা পরিমাণের উপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। দীর্ঘমেয়াদে লাভবান হন বিনিয়োগকারী।
প্রতি মাসে কয়েক হাজার টাকা জমিয়েই কোটিপতি! একমাত্র এসআইপিতেই সম্ভব। মিউচুয়াল ফান্ডের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে জমা পরিমাণের উপর চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। দীর্ঘমেয়াদে লাভবান হন বিনিয়োগকারী।
এখন প্রশ্ন হল, কেউ যদি ২৫ হাজার টাকা ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর এবং ২৫ বছর মেয়াদে এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে তিনি কত রিটার্ন পেতে পারেন? এর উত্তর জানার আগে সুদের হার হিসেব করা যাক। এসআইপিতে মোটামুটি ১২ শতাংশ হারে রিটার্ন মেলে। দীর্ঘমেয়াদে সেটা ১৪ থেকে ১৮ শতাংশও হতে পারে। তবে ১২ শতাংশ রিটার্ন ধরেই এখানে হিসেব করা হল।
এখন প্রশ্ন হল, কেউ যদি ২৫ হাজার টাকা ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর এবং ২৫ বছর মেয়াদে এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে তিনি কত রিটার্ন পেতে পারেন? এর উত্তর জানার আগে সুদের হার হিসেব করা যাক। এসআইপিতে মোটামুটি ১২ শতাংশ হারে রিটার্ন মেলে। দীর্ঘমেয়াদে সেটা ১৪ থেকে ১৮ শতাংশও হতে পারে। তবে ১২ শতাংশ রিটার্ন ধরেই এখানে হিসেব করা হল।
৫ বছরে ২৫ হাজার টাকা: ৫ বছর মেয়াদে ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫,০০,০০০ টাকা। সুদ হিসেবে মিলবে ৫,৬২,১৫৯.১৬ টাকা। অতএব রিটার্ন হাতে আসবে ২০,৬২,১৫৯.১৬ টাকা।
৫ বছরে ২৫ হাজার টাকা: ৫ বছর মেয়াদে ২৫ হাজার টাকা বিনিয়োগ করলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৫,০০,০০০ টাকা। সুদ হিসেবে মিলবে ৫,৬২,১৫৯.১৬ টাকা। অতএব রিটার্ন হাতে আসবে ২০,৬২,১৫৯.১৬ টাকা।
১০ বছরে ২৫ হাজার টাকা: ১০ বছর মেয়াদে ২৫ হাজার টাকা জমালে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে ১২ শতাংশ হারে সুদ হিসেবে হাতে আসবে ২৮,০৮,৪৭৬.৯১ টাকা। সুদে আসলে রিটার্ন মিলবে ৫৮,০৮,৪৭৬.৯১ টাকা।
১০ বছরে ২৫ হাজার টাকা: ১০ বছর মেয়াদে ২৫ হাজার টাকা জমালে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৩০ লাখ টাকা। এর সঙ্গে ১২ শতাংশ হারে সুদ হিসেবে হাতে আসবে ২৮,০৮,৪৭৬.৯১ টাকা। সুদে আসলে রিটার্ন মিলবে ৫৮,০৮,৪৭৬.৯১ টাকা।
১৫ বছরে ২৫ হাজার টাকা: ১৫ বছর ধরে ২৫ হাজার বিনিয়োগ করলে কোটিপতি হওয়া যায়। রিটার্ন মিলবে ১,২৬,১৪,৩৯৯.৯৯ টাকা। এর মধ্যে মোট জমার পরিমাণ ৪৫ লাখ টাকা। কিন্তু সুদ হিসেবে মিলবে ৮১,১৪,৩৯৯.৯৯ টাকা।
১৫ বছরে ২৫ হাজার টাকা: ১৫ বছর ধরে ২৫ হাজার বিনিয়োগ করলে কোটিপতি হওয়া যায়। রিটার্ন মিলবে ১,২৬,১৪,৩৯৯.৯৯ টাকা। এর মধ্যে মোট জমার পরিমাণ ৪৫ লাখ টাকা। কিন্তু সুদ হিসেবে মিলবে ৮১,১৪,৩৯৯.৯৯ টাকা।
২০ বছরে ২৫ হাজার টাকা: ১৫ বছরে ১ কোটি রিটার্ন হাতে এলেও ২০ বছরে ২,৪৯,৭৮,৬৯৭.৯৮ টাকা হাতে আসবে। মাত্র ৫ বছরে রিটার্ন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাই দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের মজা। যাই হোক, এক্ষেত্রে মোট জমার পরিমাণ ৬০ লাখ টাকা। আর সুদ থেকে মিলছে ১,৮৯,৭৮,৬৯৭.৯৮ টাকা।
২০ বছরে ২৫ হাজার টাকা: ১৫ বছরে ১ কোটি রিটার্ন হাতে এলেও ২০ বছরে ২,৪৯,৭৮,৬৯৭.৯৮ টাকা হাতে আসবে। মাত্র ৫ বছরে রিটার্ন দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটাই দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের মজা। যাই হোক, এক্ষেত্রে মোট জমার পরিমাণ ৬০ লাখ টাকা। আর সুদ থেকে মিলছে ১,৮৯,৭৮,৬৯৭.৯৮ টাকা।
২৫ বছরে ২৫ হাজার টাকা: ২৫ বছর মেয়াদে টাকা দ্বিগুণেরও বেশি বাড়বে। রিটার্ন মিলবে ৪,৭৪,৪০,৮৭৭.৩১ টাকা। ২৫ বছরে ২৫ হাজার টাকায় মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৭৫ লাখ টাকা। কিন্তু সুদ হিসেবে হাতে মিলছে ৩,৯৯,৪০,৮৭৭.৩১ টাকা।
২৫ বছরে ২৫ হাজার টাকা: ২৫ বছর মেয়াদে টাকা দ্বিগুণেরও বেশি বাড়বে। রিটার্ন মিলবে ৪,৭৪,৪০,৮৭৭.৩১ টাকা। ২৫ বছরে ২৫ হাজার টাকায় মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে ৭৫ লাখ টাকা। কিন্তু সুদ হিসেবে হাতে মিলছে ৩,৯৯,৪০,৮৭৭.৩১ টাকা।