৩৫ বছর বয়সে SIP শুরু করছেন? কোটি টাকা জমাতে চাইলে প্রতি মাসে কত বিনিয়োগ করতে হবে দেখুন

কোটিপতি বললে মনে হয়, অনেক টাকার মালিক বুঝি। কিন্তু আদতে তা মোটেই নয়। মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ থেকে ২৫ বছর পর সবার কাছেই অন্তত এক কোটি টাকা থাকা উচিত। নাহলে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে।
কোটিপতি বললে মনে হয়, অনেক টাকার মালিক বুঝি। কিন্তু আদতে তা মোটেই নয়। মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ থেকে ২৫ বছর পর সবার কাছেই অন্তত এক কোটি টাকা থাকা উচিত। নাহলে সংসার চালানোই মুশকিল হয়ে যাবে।
চাকরিতে ঢোকার পর থেকেই অবসর পরিকল্পনা শুরু করতে হয়। তবেই মোটা টাকা জমবে। এর জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি আদর্শ। বাজারের সঙ্গে যুক্ত থাকায় ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন পাওয়া যায়। যা অন্য যে কোনও ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় অনেক বেশি।
চাকরিতে ঢোকার পর থেকেই অবসর পরিকল্পনা শুরু করতে হয়। তবেই মোটা টাকা জমবে। এর জন্য মিউচুয়াল ফান্ড এসআইপি আদর্শ। বাজারের সঙ্গে যুক্ত থাকায় ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন পাওয়া যায়। যা অন্য যে কোনও ক্ষুদ্র সঞ্চয় স্কিমের তুলনায় অনেক বেশি।
বলে রাখা ভাল, মিচুয়াল ফান্ডে এসআইপি-এর মাধ্যমে বিনিয়োগ করা হয়। সরাসরি স্টকে বিনিয়োগের চেয়ে এতে ঝুঁকি কম। বছরে ১২ শতাংশ হারে গড় রিটার্ন পাওয়া যায়। কমপাউন্ডিংয়ের কারণে টাকা বাড়ে দ্রুত।
বলে রাখা ভাল, মিচুয়াল ফান্ডে এসআইপি-এর মাধ্যমে বিনিয়োগ করা হয়। সরাসরি স্টকে বিনিয়োগের চেয়ে এতে ঝুঁকি কম। বছরে ১২ শতাংশ হারে গড় রিটার্ন পাওয়া যায়। কমপাউন্ডিংয়ের কারণে টাকা বাড়ে দ্রুত।
২৫ বছর বয়স থেকেই বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। এর কারণ হল, হাতে অনেকটা সময় পাওয়া যায়। কিন্তু যদি কেউ ৩৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন, তাহলে তিনি ২৫ বছর সময় পাবেন। এর মধ্যেই তাঁকে অবসরের জন্য যথেষ্ট সঞ্চয় করতে হবে।
২৫ বছর বয়স থেকেই বিনিয়োগ শুরু করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। এর কারণ হল, হাতে অনেকটা সময় পাওয়া যায়। কিন্তু যদি কেউ ৩৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন, তাহলে তিনি ২৫ বছর সময় পাবেন। এর মধ্যেই তাঁকে অবসরের জন্য যথেষ্ট সঞ্চয় করতে হবে।
এখন প্রশ্ন হল, ৩৫ বছর বয়সে যদি কেউ এসআইপি শুরু করেন, তাহলে কোটিপতি হওয়ার জন্য তাঁকে কত টাকা বিনিয়োগ করতে হবে? এসআইপি ক্যালকুলেটর বলছে, প্রতি মাসে ৬ হাজার টাকার এসআইপি করা প্রয়োজন। ২৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। এ থেকে সুদ হিসাবে মিলবে ৯৫,৮৫,৮১১ টাকা। অর্থাৎ ৬০ বছর বয়সে সুদ এবং আসল মিলিয়ে তিনি ১,১৩,৮৫, ৮১১ টাকা রিটার্ন পাবেন।
এখন প্রশ্ন হল, ৩৫ বছর বয়সে যদি কেউ এসআইপি শুরু করেন, তাহলে কোটিপতি হওয়ার জন্য তাঁকে কত টাকা বিনিয়োগ করতে হবে? এসআইপি ক্যালকুলেটর বলছে, প্রতি মাসে ৬ হাজার টাকার এসআইপি করা প্রয়োজন। ২৫ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১,৮০,০০০ টাকা। এ থেকে সুদ হিসাবে মিলবে ৯৫,৮৫,৮১১ টাকা। অর্থাৎ ৬০ বছর বয়সে সুদ এবং আসল মিলিয়ে তিনি ১,১৩,৮৫, ৮১১ টাকা রিটার্ন পাবেন।
কেউ যদি ৩০ বছর বয়সে এসআইপি শুরু করেন তাহলে অবসরের আগে তিনি ৩০ বছর হাতে পাচ্ছেন। এক্ষেত্রে কোটিপতি হওয়ার জন্য তাঁকে প্রতি মাসে ৩ হাজার টাকার এসআইপি করতে হবে। তাহলে ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। এর উপর ১২ শতাংশ হারে রিটার্ন ধরে নিলে সুদ হিসাবে মিলবে ৯৫,০৯,৭৪১ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে ৬০ বছর বয়সে তিনি ১,০৫,৮৯, ৭৪১ টাকার মালিক হবেন।
কেউ যদি ৩০ বছর বয়সে এসআইপি শুরু করেন তাহলে অবসরের আগে তিনি ৩০ বছর হাতে পাচ্ছেন। এক্ষেত্রে কোটিপতি হওয়ার জন্য তাঁকে প্রতি মাসে ৩ হাজার টাকার এসআইপি করতে হবে। তাহলে ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৮০,০০০ টাকা। এর উপর ১২ শতাংশ হারে রিটার্ন ধরে নিলে সুদ হিসাবে মিলবে ৯৫,০৯,৭৪১ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে ৬০ বছর বয়সে তিনি ১,০৫,৮৯, ৭৪১ টাকার মালিক হবেন।