SIP Investments: ৩০ লক্ষ টাকা জমাতে চাইলে , প্রতি মাসে কত টাকার SIP করতে হবে? রইল হিসেব

SIP-র মাধ্যমে প্রতি মাসে টাকা জমিয়ে মোটা টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে কত টাকার SIP করতে হবে।
SIP-র মাধ্যমে প্রতি মাসে টাকা জমিয়ে মোটা টাকার ফান্ড গড়ে তোলা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে কত টাকার SIP করতে হবে।
কেউ যদি ৩০ লক্ষ টাকার একটি ফান্ড গড়ে তুলতে চায়, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে? মাথায় রাখা দরকার যে এর জন্য প্রতি মাসেই নিয়ম করে SIP স্কিমে টাকা জমা করতে হবে, না হলে তহবিল গড়া সম্ভব হবে না। জেনে নেওয়া যাক সহজ হিসেব।
কেউ যদি ৩০ লক্ষ টাকার একটি ফান্ড গড়ে তুলতে চায়, তাহলে তাকে প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে? মাথায় রাখা দরকার যে এর জন্য প্রতি মাসেই নিয়ম করে SIP স্কিমে টাকা জমা করতে হবে, না হলে তহবিল গড়া সম্ভব হবে না। জেনে নেওয়া যাক সহজ হিসেব।
১০ বছরের মধ্যে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে SIP-তে নির্দিষ্ট হারে টাকা জমা করতে হবে। প্রতি মাসে SIP-তে ১১,০০০ টাকা করে জমা করলেই, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব হবে।
১০ বছরের মধ্যে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে SIP-তে নির্দিষ্ট হারে টাকা জমা করতে হবে। প্রতি মাসে SIP-তে ১১,০০০ টাকা করে জমা করলেই, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব হবে।
প্রতি মাসে SIP-তে ১১,০০০ টাকা করে বিনিয়োগ করলেও, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পেতে হবে। SIP-তে প্রতি বছরে ১০% হারে সুদ পেলেই, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব হবে।
প্রতি মাসে SIP-তে ১১,০০০ টাকা করে বিনিয়োগ করলেও, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পেতে হবে। SIP-তে প্রতি বছরে ১০% হারে সুদ পেলেই, ১০ বছরে ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব হবে।
যদি SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পাওয়া যায়, তাহলে ১১,০০০ টাকার মাসিক SIP স্কিমে বিনিয়োগকারীরা ১০ বছরে ৩০,৬৫,২৩০ টাকার ফান্ড গড়ে তুলতে পারবে।
যদি SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পাওয়া যায়, তাহলে ১১,০০০ টাকার মাসিক SIP স্কিমে বিনিয়োগকারীরা ১০ বছরে ৩০,৬৫,২৩০ টাকার ফান্ড গড়ে তুলতে পারবে।
বিনিয়োগকারীরা প্রতি মাসে ১১,০০০ টাকা করে বিনিয়োগ করলে, ১০ বছরে SIP স্কিমে মোট ১৩,২০,০০০ টাকা জমা করবে। ১০ বছরে এই SIP স্কিমে বিনিয়োগকারীরা মোট ১৭,৪৫,২৩০ টাকা সুদ হিসাবে রিটার্ন পেতে পারে।
বিনিয়োগকারীরা প্রতি মাসে ১১,০০০ টাকা করে বিনিয়োগ করলে, ১০ বছরে SIP স্কিমে মোট ১৩,২০,০০০ টাকা জমা করবে। ১০ বছরে এই SIP স্কিমে বিনিয়োগকারীরা মোট ১৭,৪৫,২৩০ টাকা সুদ হিসাবে রিটার্ন পেতে পারে।
প্রতি মাসে ১৫% হারে সুদ পেলেই এই SIP স্কিমে সুদ হিসাবে রিটার্ন পাওয়া যাবে ১৭,৪৫,২৩০ টাকা। অর্থাৎ ১০ বছরে মোট ৩০,৬৫,২৩০ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব।
প্রতি মাসে ১৫% হারে সুদ পেলেই এই SIP স্কিমে সুদ হিসাবে রিটার্ন পাওয়া যাবে ১৭,৪৫,২৩০ টাকা। অর্থাৎ ১০ বছরে মোট ৩০,৬৫,২৩০ টাকার ফান্ড গড়ে তোলা সম্ভব।
অর্থাৎ ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে ১১,০০০ টাকার SIP করতে হবে এবং সেই SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পেতে হবে।
অর্থাৎ ৩০ লক্ষ টাকার ফান্ড গড়ে তোলার জন্য, প্রতি মাসে ১১,০০০ টাকার SIP করতে হবে এবং সেই SIP স্কিমে প্রতি বছরে ১৫% হারে সুদ পেতে হবে।