বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহরায় জানান, ব্রণ তাড়াতে টুথপেস্ট ভীষণ কার্যকরী। রাতে ঘুমোনোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমোতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব ও কালো দাগ কমে গিয়েছে। লেখা-- পিয়া গুপ্তা

Skin Care Tips: মুখে ব্রণ? বলিরেখা? দাগ-ছোপ? এইভাবে ব্যবহার করুন টুথপেস্ট, একরাতেই কামাল দেখতে পাবেন, যা বলছেন চিকিৎসক

ত্বকে ব্রণর সমস্যা? চিন্তা নেই! ঘরে থাকা এই উপাদান দিয়েই সারবে ব্রণ। ত্বকের যত্নে কাজে দেবে টুথপেস্ট। দাঁত মাজার টুথপেস্ট দিয়ে করুন রূপচর্চা আর দেখুন ম্যাজিক।লেখা-- পিয়া গুপ্তা
ত্বকে ব্রণর সমস্যা? চিন্তা নেই! ঘরে থাকা এই উপাদান দিয়েই সারবে ব্রণ। ত্বকের যত্নে কাজে দেবে টুথপেস্ট। দাঁত মাজার টুথপেস্ট দিয়ে করুন রূপচর্চা আর দেখুন ম্যাজিক।
লেখা– পিয়া গুপ্তা
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহরায় জানান, ব্রণ তাড়াতে টুথপেস্ট ভীষণ কার্যকরী। রাতে ঘুমোনোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমোতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব ও কালো দাগ কমে গিয়েছে।
লেখা-- পিয়া গুপ্তা

বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহরায় জানান, ব্রণ তাড়াতে টুথপেস্ট ভীষণ কার্যকরী। রাতে ঘুমোনোর আগে ব্রণর উপর টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমোতে যান। সকালে উঠে দেখবেন ব্রণর ফোলা ভাব ও কালো দাগ কমে গিয়েছে।
লেখা– পিয়া গুপ্তা
ত্বকে ধুলোবালি জমে অনেক সময় মেকআপের কারণে মুখে ব্রণর সমস্যা দেখা যায়। ব্রণর সমস্যাতে টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। কীভাবে ব্যবহার করবেন? টুথপেস্ট জলে মিশিয়ে পাতলা করে নিন। এবার মুখ, গলায়, ঘাড়ে এটির প্রলেপ লাগান। না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পেস্ট শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এ ভাবে টুথপেস্ট ব্যবহার করুন।
ত্বকে ধুলোবালি জমে অনেক সময় মেকআপের কারণে মুখে ব্রণর সমস্যা দেখা যায়। ব্রণর সমস্যাতে টুথপেস্ট দারুন কার্যকরী। বিশেষ করে ব্যথাযুক্ত ব্রণর ক্ষেত্রে। কীভাবে ব্যবহার করবেন? টুথপেস্ট জলে মিশিয়ে পাতলা করে নিন। এবার মুখ, গলায়, ঘাড়ে এটির প্রলেপ লাগান। না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। পেস্ট শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এ ভাবে টুথপেস্ট ব্যবহার করুন।
বলিরেখার থেকে মুখে ব্রণ...সমস্ত সমস্যার সমাধান টুথপেস্টে। এছাড়া ত্বক পুড়ে গেলেও টুথপেস্ট ভীষণ কার্যকরী। একটা বাটিতে সাদা যে কোনও টুথপেস্ট খুব সামান্য নিয়ে ওর মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিন। এই দুই উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিন। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে, হালকা মুছেই এই ক্রিম টা লাগিয়ে নিতে হবে।
বলিরেখার থেকে মুখে ব্রণ…সমস্ত সমস্যার সমাধান টুথপেস্টে। এছাড়া ত্বক পুড়ে গেলেও টুথপেস্ট ভীষণ কার্যকরী। একটা বাটিতে সাদা যে কোনও টুথপেস্ট খুব সামান্য নিয়ে ওর মধ্যে ছোট চামচের হাফ চামচ পেট্রোলিয়াম জেলি নিন। এই দুই উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিন। এবার জল দিয়ে মুখ ধুয়ে নিয়ে, হালকা মুছেই এই ক্রিম টা লাগিয়ে নিতে হবে।
হঠাৎ করে কোনও কারণে হাত পুড়ে গেলে কিংবা ছ্যাঁকা লাগলে ঘরোয়া সমাধান হিসেবে এই পেস্ট লাগান। পেস্ট লাগানোর মূল কারণ হল যাতে ফোসকা না পড়ে আর পেস্ট লাগালে পোড়া জায়গায় ঠান্ডা ভাবও থাকে।
হঠাৎ করে কোনও কারণে হাত পুড়ে গেলে কিংবা ছ্যাঁকা লাগলে ঘরোয়া সমাধান হিসেবে এই পেস্ট লাগান। পেস্ট লাগানোর মূল কারণ হল যাতে ফোসকা না পড়ে আর পেস্ট লাগালে পোড়া জায়গায় ঠান্ডা ভাবও থাকে।