Skin Care

Skin CareTips: ব্রণ-বলিরেখা থেকে সান-ট্যান…ত্বকের সব সমস্যা মেটাবে টক দই, তবে ব্যবহার করতে হবে এই নিয়ম মেনেই

মুখের হারানো জেল্লা ফেরাতে চান? মুক্তি পেতে চান সান-ট্যান, পিগমেন্টেশন বা কালো দাগ-ছোপ, বলিরেখা বা ব্রণর সমস্যা থেকে? আপনার বাড়িতেই আছে এর ওষুধ। টক দই।  টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে, ত্বকের বিভিন্ন সমস্যা-ও দূর হবে, এমনটাই দাবি বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের।
মুখের হারানো জেল্লা ফেরাতে চান? মুক্তি পেতে চান সান-ট্যান, পিগমেন্টেশন বা কালো দাগ-ছোপ, বলিরেখা বা ব্রণর সমস্যা থেকে? আপনার বাড়িতেই আছে এর ওষুধ। টক দই। টক দই মাখলে ত্বকের জেল্লা বাড়বে, ত্বকের বিভিন্ন সমস্যা-ও দূর হবে, এমনটাই দাবি বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়ের।
যাঁরা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কার্যকরী টক দই। এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা মেটে। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।
যাঁরা দীর্ঘদিন ব্রণের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কার্যকরী টক দই। এক টেবিল চামচ টক দই নিয়ে তুলো দিয়ে ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। দিনে লাগালে ঘণ্টা দুয়েক লাগিয়ে রাখুন, তার পর ধুয়ে নিন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের সংক্রমণ দূর করে। ব্রণর সমস্যা মেটে। তবে নিয়মিত ব্যবহার করলে তবেই কাজ হবে।
ডার্ক সার্কল? বা টেনশনে চোখের নীচে কালি পড়েছে? টক দইয়ে তুলো ডুবিয়ে চোখের নীচে আলতো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন কালো দাগ উধাও।
ডার্ক সার্কল? বা টেনশনে চোখের নীচে কালি পড়েছে? টক দইয়ে তুলো ডুবিয়ে চোখের নীচে আলতো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন কালো দাগ উধাও।
দই চোখের নীচের ফোলাভাব কমায়, ল্যাকটিক অ্যাসিড দূর করে ত্বকের কালো দাগ-ছোপ। টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন। টক দই দই মাখলে খুব সহজেই উজ্জ্বল, মসৃণ ত্বক মেলে। মুখের ব্রণ, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্তভাবের সমস্যা থেকেও রেহাই পাবেন।
দই চোখের নীচের ফোলাভাব কমায়, ল্যাকটিক অ্যাসিড দূর করে ত্বকের কালো দাগ-ছোপ।
টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং প্রোটিন। টক দই দই মাখলে খুব সহজেই উজ্জ্বল, মসৃণ ত্বক মেলে। মুখের ব্রণ, রুক্ষতা, অতিরিক্ত তৈলাক্তভাবের সমস্যা থেকেও রেহাই পাবেন।
টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি খুব ভাল ক্লিনজার। এছাড়াও আধ কাপ দইয়ে আধ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখ, কপাল ও গলায় লাগিয়ে নিন। ভাল করে ঘষে ২ থেকে ৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে।
টক দইয়ের সঙ্গে এক টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি খুব ভাল ক্লিনজার। এছাড়াও আধ কাপ দইয়ে আধ চা চামচ মধু ভাল করে মিশিয়ে মুখ, কপাল ও গলায় লাগিয়ে নিন। ভাল করে ঘষে ২ থেকে ৩ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে।
টক দই ও বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন। দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো ও দু ফোঁটা সর্ষের তেল মিশিয়েও মুখে লাগাতে পারেন। যাঁরা ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন।
টক দই ও বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিন। দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো ও দু ফোঁটা সর্ষের তেল মিশিয়েও মুখে লাগাতে পারেন। যাঁরা ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন।