উদ্ধার গাঁজাসহ অভিযুক্ত

Drug Smuggling: বাইক রাইডার সেজে মাদক পাচার! নতুন ছকেও অধরা সাফল্য

মালদহ: বাইক রাইডার সেজে মাদক পাচারের চেষ্টা! পুলিশের চোখে ধুলো দিতে এই অভিনব কায়দায় মাদক পাচারের পথ বেছে নিয়েছে পাচারকারীদের একাংশ। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ইতিমধ্যে পুলিশের জালে ধড়া পড়েছে বাইক রাইডার রূপী এক মাদক পাচারকারী।

ধৃত বাইক রাইডার সেজে শিলিগুড়ি থেকে মালদহে গাঁজা পাচার করছিল বলে অভিযোগ। যদিও শেষ পর্যন্ত মালদহ জেলা পুলিশের জালে ধড়া পড়ে। মালদহের গাজোল থানার পুলিশ অভিযুক্তকে গাঁজা সহ গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ হানা দেয় কদুবাড়ি মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর। সেখানে পুলিশের নাকা চেকিং চলছিল। সেখানেই সন্দেহ হওয়ায় মালদহগামী একটি বাইক আটক করে পুলিশ। বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্যাগের মধ্যে থাকা বিপুল পরিমাণ গাঁজা।

আর‌ও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তার পর ফুটপাত খালি করতে অতি তৎপর প্রশাসন, চোখে জল হকারদের

পুলিশ অভিযুক্তকে গাঁজা সহ আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নামসজল চৌধুরী। বাড়ি দার্জিলিং জেলার প্রধাননগর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ কেজি ৮৩০ গ্রাম গাঁজা। মালদহ জেলা পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত এই গাঁজা শিলিগুড়ি থেকে মালদহে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ‌। ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছ।

হরষিত সিংহ