রাজার মতো এলেন তিনি, ইডেনে রাসেল-ঝড় দেখতে হাজির ‘বিশেষ অতিথি’

কলকাতা: প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই ইডেনে হাজির কিং খান।

শনিবারের ইডেন দেখল রাসেল ঝড়। ২৫ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন আন্দ্রে রাসেল। তাঁর এমন অতিমানবিক ইনিংসের দৌলতে কেকেআর সাত উইকেটে ২০০ রান করল।

ব্রায়ান লারা ভবিষ্যদ্বাণী করেছেন, কেকেআর এবার আইপিএল চ্যাম্পিয়ন। কেন তিনি এমন দাবি করেছেন, তার ঝলক প্রথম ম্যাচেই দেখিয়ে দিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হয়ে ফিরেছেন নাইট শিবিরে। তার পর থেকেই যেন কলকাতা আরও বেশি চাঙ্গা।

আরও পড়ুন- কী ছিল, কী হল! কেকেআর ক্যাপ্টেনের ‘এই’ ছবিতে তোলপাড়! লোকে বলছে, জঘন্য

শনিবারের ইডেন দেখল কিং খানকে। তিনি এলেন চেনা ভঙ্গিতে। সেই রাজার মতো চালচলন। সেই সম্রাটসুলভ চাহনি। দলের ভাল-মন্দে যিনি সব সময় পাশে থেকেছেন ক্রিকেটারদের। কখনও ভালবেসে জড়িয়ে ধরেছেন রিঙ্কু সিংদের, কখনও আবার মাথায় হাত বুলিয়ে হারের জ্বালা জুড়িয়েছেন। সেই কিং খান এবার মরশুমের শুরু থেকেই দলের পাশে।

এতগুলো বছর ধরে কেকেআরের প্রতি শাহরুখ খানের ভালবাসা এতটুকু কমেনি। তিনি আগেও যতটা দলের জন্য আকুল ছিলেন, এখনও ততটাই আছেন। সেটা যেন শনিবার আরও একবার প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুন- KKR News: কেটে গেল সব চিন্তা? বড় সুখবর পেল কেকেআর! জেনে নিন বিস্তারিত

কিং খান মাঠে থাকা মানে তিনিই যেন আলাদা আকর্ষণ। এমনিতেই এনার্জিতে ভরপুর একজন মানুষ তিনি। মাঠে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে। শনিবারও তাই হল। শাহরুখ খানের জন্য গ্যালারি গলা ফাটাল। রাসেলের ছক্কা ছক্কা গ্যালারিতে গিয়ে পড়তেই চেনা ছন্দে ধরা দিলেন কিং খান। ঠিক আগের মতোই।