Slovakia PM Shooting: আপাতত বিপন্মুক্ত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় ফাঁস; ভোটের আগে তীব্র চাঞ্চল্য গোটা দেশে

নয়াদিল্লি্: বন্দুকবাজের হামলায় বুধবার গুলিবিদ্ধ হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে এখন তিনি বিপন্মুক্ত বলে খবর। ইউরোপীয় এই দেশে ৫৯ বছর বয়সী ফিকো যখন নিজের সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, তখনই তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। আর নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

দেশের রাজধানী শহরের প্রায় ১৪০ কিলোমিটার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরতলির কালচারাল সেন্টারের বাইরে এই ঘটনা ঘটেছে। আসলে ওই সেন্টারে নিজের সরকারের এক বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাঁকে লক্ষ্য করে বন্দুকবাজ পরপর ৫টি গুলি চালায়। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার হয় ফিকোর। জানা গিয়েছে, একটা গুলি লাগে ফিকোর পেটে আর দ্বিতীয় গুলিটা লাগে একটি জয়েন্টে।

বুধবার অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলায় ৭১ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একাধিক বার ফিকোকে গুলি করার কিছু পরেই দেখা যায় ঘটনাস্থলেই পাকা চুলওয়ালা এক ব্যক্তিকে হাতকড়া পরানো হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ওই সন্দেহভাজন আসলে ডিইউএইচএ লিটারারি ক্লাবের প্রতিষ্ঠাতা। এমনকী ওই প্রতিবেদনে অভিযুক্তের নামও প্রকাশ করা হয়েছিল। ওই ব্যক্তির লেখা তিনটি কবিতা সংগ্রহও রয়েছে। এমনকী তিনি স্লোভাকিয়ার লেখকদের অফিসিয়াল সংগঠনেরও সদস্য।

বুধবার রাতের দিকে স্লোভাকিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী এবং পরিবেশমন্ত্রী থমাস তারাবা বিবিসি-র নিউজহাওয়ারকে জানিয়েছেন যে, “আমি তো তাজ্জব হয়ে গিয়েছিলাম। ভাগ্যক্রমে আমি যত দূর জানি, অস্ত্রোপচার ভালই হয়েছে। আর আমার মনে হয়, শেষ পর্যন্ত উনি বেঁচে যাবেন… আর এই মুহূর্তে তাঁর জীবনহানির আশঙ্কা নেই।”

স্লোভাকিয়ার সংবাদমাধ্যম aktuality.sk-কে সন্দেহভাজনের পুত্র জানিয়েছেন যে, তাঁর বাবা কী ভাবছেন, আর এমনটা কেন হল, সেই বিষয়ে তাঁর কোনও রকম ধারণা ছিল না। তিনি আরও জানান যে, আইনসঙ্গত ভাবেই তাঁর বাবার কাছে বন্দুক ছিল। এমনকী সন্দেহভাজনের পুত্রকে এই প্রশ্নও করা হয়েছে যে, ফিকোর বিরুদ্ধে কি তাঁর বাবার কোনও ক্ষোভ ছিল না! জবাবে তিনি বলেন, “আমি শুধু এটুকুই জানি যে, বাবা ফিকোকে ভোট দিতেন না। আমি শুধু এটুকুই বলতে পারি।”