এবার ক্যারামের গুটি তৈরি করে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা। ক্যারাম আমাদের রাজ্য তথা দেশে জনপ্রিয় একটি খেলা। সেই ক্যারাম খেলতে গেলে ঘুটির প্রয়োজন হয়। এই গুটিগুলি সাধারণত তেঁতুল কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে। এই তেঁতুল কাঠ সংগ্রহ করে সেগুলি শুকিয়ে মেশিনে ছোট বড় গুটির আকারে কাটতে হয়। এরপর আবার সেগুলিকে শুকনো করতে হয়। শুকনো করার পর সেগুলি পালিশ ও রঙ করে বাজারজাত করা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক সপ্তাহ সময় লাগে। এমন কথা জানিয়েছেন এক বিশিষ্ট ক্যারামের গুটি প্রস্তুতকারক উত্তম নাইয়া। ক্যারামের গুটি বক্স হিসাবে বিক্রি হয় ৫০ টাকা থেকে ২৫০ টাকা বক্সে পাওয়া যায় এই ক্যারামের ঘুঁটিগুলি। প্রাথমিকভাবে এই ব্যবসা শুরু করতে চাইলে মেশিন ও অন্যান্য যন্ত্রাংশ কিনতে প্রায় ১ লক্ষ টাকার মত খরচ পড়বে।