১০‍%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব‍্যাটারির

Phone Charging: ১০‍%, ৩০% নাকি ৫০%, ফোন কখন চার্জে বসানো উচিত? এই ভুলেই বারোটা বাজছে ব‍্যাটারির

কখন ফোন চার্জ দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই ঘন ঘন ফোন চার্জে বসান। তবে সেটা কিন্তু একেবারেই ভুল। আসলে মোবাইলের ব্যাটারি কম থাকলে ফোনের উন্নত ফিচার ব্যবহার কী ভাবে সম্ভব?

কখন ফোন চার্জ দিতে হবে, সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই বিভ্রান্তি রয়েছে। অনেকেই ঘন ঘন ফোন চার্জে বসান। তবে সেটা কিন্তু একেবারেই ভুল। আসলে মোবাইলের ব্যাটারি কম থাকলে ফোনের উন্নত ফিচার ব্যবহার কী ভাবে সম্ভব?
আজকাল ফোনের প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে, ব্যবহারকারীরা চান না, ফোনের চার্জ ফুরিয়ে যাক। আর সেই কারণে বহু মানুষ বারবার ফোন চার্জে বসাতে থাকেন। যেটা একেবারেই ঠিক নয়। তাহলে কত শতাংশ চার্জ থাকাকালীন ফোন চার্জে বসানো উচিত? সেটাই বিশদে জেনে নেওয়া যাক।
আজকাল ফোনের প্রয়োজনীয়তা এতটাই বেড়েছে যে, ব্যবহারকারীরা চান না, ফোনের চার্জ ফুরিয়ে যাক। আর সেই কারণে বহু মানুষ বারবার ফোন চার্জে বসাতে থাকেন। যেটা একেবারেই ঠিক নয়। তাহলে কত শতাংশ চার্জ থাকাকালীন ফোন চার্জে বসানো উচিত? সেটাই বিশদে জেনে নেওয়া যাক।
আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।
আসলে ফোনের ব্যাটারি হেলথ বজায় রাখার সবথেকে ভাল উপায় হল, ফোনের চার্জ ২০ শতাংশ থাকাকালীন তা চার্জে বসানো উচিত। এরপর সেটা ৮০-৯০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে নিতে হবে।
যাঁদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।
যাঁদের ফোনের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, তাঁদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ০ শতাংশ থেকে চার্জ করলে ব্যাটারি খুবই গরম হয়ে যায়। আবার ৮০ শতাংশের উপরে থাকাকালীন চার্জে বসালে ফোনের ফাস্ট চার্জিং কম কার্যকর হয়ে যায়।
যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনও ঝুঁকি থাকে না। মনে করা হয় যে, আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে। ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
যদিও ব্যাটারির ওভার চার্জিংয়ের কোনও ঝুঁকি থাকে না। মনে করা হয় যে, আজকাল ব্যাটারি হেলথের জন্য ফোনে একাধিক বিল্ট-ইন ফিচার থাকে।
ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
ফোনের চার্জ ০ শতাংশে চলে যাওয়ার আগেই তা বন্ধ করে দেওয়া ভাল।আবার ধরা যাক, কারওর দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার না করার পরিকল্পনা রয়েছে।
সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে। আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
সেক্ষেত্রে অর্ধেক চার্জ করাটাই সবথেকে ভাল বিকল্প। অ্যাপলের পরামর্শ, প্রতি ৬ মাসে অন্তত ১ বার ফোন চালু করতে হবে।
আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।
আর ৫০ শতাংশ পর্যন্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি ক্ষতি এড়ানোর জন্য মোবাইল ফোনের ব্যাটারি ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে।