ফোনের ‘এই’ ছোট ছিদ্রের কাজ কী? বছরের পর বছর ধরে জানেন না অনেকেই

কলকাতা: বর্তমান সময়ে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস। কারণ স্মার্টফোনের সাহায্যে এখন অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ করা হয়। এর জন্য স্মার্টফোনের প্রতিটি ফিচার সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। কারণ কোন কাজে কোন ফিচার ব্যবহার করতে হবে তা অনেকেরই অজানা।

আমরা অনেকেই বছরের পর বছর ধরে ফোন ব্যবহার করে আসছি। কিন্তু এটা বললে ভুল হবে যে আমরা সবাই এর সকল ফিচার বা বিশেষত্ব জানি। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বাজারে অনেক অপশন রয়েছে এবং অনেকেই আছেন যাঁরা শুধু ডিজাইন দেখেই নতুন মোবাইল কেনেন।

আরও পড়ুন- বিরাট কোহলি ছাড়া যে ক্রিকেটাররা এর মধ্যে বাবা হলেন! রয়েছে ‘বড় বড়’ তারকার নাম

কিন্তু কেউ কি কখনও লক্ষ্য করেছেন যে অনেক অ্যান্ড্রয়েড ফোনে একটি ছোট ছিদ্র থাকে? কিন্তু, অনেকেই সেই সম্পর্কে ভাল করে জানেন না। ফোনের সেই ছোট ছিদ্রের কাজ কী, সেই সম্পর্কে অনেকেই অবগত নন। আসলে এটা একটা মাইক।

এই ক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন যে, কিছু মোবাইলে দুটি মাইক্রোফোন থাকে। এখন মনে এই প্রশ্ন আসে যে যখন একটি মাইক থেকে আমাদের কণ্ঠস্বর রেকর্ড করা যায়, তখন অন্যটির কাজ কী?

দ্বিতীয় মাইক্রোফোন শব্দ বাতিলের জন্য ব্যবহৃত হয়। ফোন এটি ব্যবহার করে বাহ্যিক শব্দ শোনার জন্য (ইউজারদের ভয়েস সহ নয়) যাতে এটি প্রধান মাইক্রোফোন ব্যবহার করে শোনা শব্দটি ফিল্টার করতে পারে।

এইভাবে, এটি ইউজারদের ভয়েসের সঙ্গে নির্দিষ্ট আওয়াজ কমাতে পারে এবং ইউজারদের কলটিকে অন্য পক্ষের কাছে আরও শ্রবণযোগ্য করে তোলে। এই বিষয়ে সকলের জেনে রাখা প্রয়োজন যে, ফোনের একটি মাইক নিচের দিকে এবং অন্যটি আমাদের কানের কাছে উপরের দিকে থাকে।

আরও পড়ুন- মহম্মদ শামি গোটা আইপিএল থেকে বাদ! শরীরে যা হয়েছে, জানলে চোখে জল আসবে

কেউ যদি লক্ষ্য করেন, তাহলে সে দেখতে পাবেন যে ফোনের নিচে একটি খুব ছোট ছিদ্র রয়েছে। এর ভিতরে একটি মাইকের জায়গা আছে। এটি সর্বদা আমাদের ঠোঁটের কাছে থাকে যাতে আমাদের কণ্ঠস্বর অবিলম্বে ধরা যায়। নিচে দেওয়া মাইক আমাদের ভয়েস অন্য ব্যবহারকারীর কাছে প্রেরণ করে।

কেউ যখন ফোনে কথা বলেন, উভয় মাইক একই সঙ্গে সক্রিয় থাকে। নিচের মাইকটি ইউজারদের ভয়েস চিনতে পারে এবং উপরের মাইকটি আশেপাশের আওয়াজ কমিয়ে দেয়। এই ছোট মাইকটি না থাকলে প্রতিটি ব্যবহারকারী ফোনে কথা বলতে অনেক অসুবিধার সম্মুখীন হতেন।