এই ব্যাগ থেকেই উদ্ধার হয় ব্রাউন সুগার

North Bengal News: বাসযাত্রীর পিঠের ব্যাগ থেকে এ কী উদ্ধার করল পুলিশ, জানলে আপনিও আঁতকে উঠবেন

মালদহ: পিঠে ব্যাগ নিয়ে বাসে ওঠার জন্য এক ব্যাক্তি জাতীয় সড়কের ধারে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পুলিশ এসে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি করে। তারপর সেখান থেকে যা উদ্ধার হল রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ব্যাগের চেন খুলতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

কী এমন ছিল ব্যাগে? এই নিয়ে উপস্থিত সকলের মধ্যে জানার উৎসাহ জন্মায়। কিন্তু পুলিশ ওই ব্যাক্তিকে অন্যত্র নিয়ে যায়। সেখানে ব্যাগের ভেতর থেকে বের হয় একের পর এক মাদকের প্যাকেট, যা ব্রাউন সুগার নামে পরিচিত। মালদহ থেকে শিলিগুড়ির উদ্দেশে মাদক নিয়ে যাচ্ছিল ওই পাচারকারী। অভিযুক্ত পাচারকারীর বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকায়। গাজোল বাস স্ট্যান্ড থেকে বাস ধরার চেষ্টা করছিল ওই পাচারকারী। তবে গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হবে? শুনলে গায়ে কাঁটা দেবে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম শাহাজাহান শেখ (৩২)। বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথান গ্রামে। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় চার লক্ষ টাকার ব্রাউন সুগার। মোট ছয়টি প্যাকেটে ছিল ব্রাউন সুগার। একটি কালো প্ল্যাস্টিকে মোড়ানো ছিল প্যাকেটগুলি। এদিন রাতে গাজলের একটি বেসরকারি লজের সামনে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে অপেক্ষা করছিল সেই ব্যক্তি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ৩২১ গ্রাম। অভিযুক্তকে মালদহ জেলা আদালতে পেশ করে গাজোল থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।