সরুপনগরে নদীরকুল ছাপিয়ে জল 

North 24 Parganas News: বিপদসীমার উপরে বইছে ইছামতি কালিন্দি! আতঙ্কে নদী পাড়ের মানুষ

উত্তর ২৪ পরগনা : ইছামতি কালিন্দির জল বিপদসীমার উপরে, আতঙ্কে নদী পাড়ের মানুষ। নিম্নচাপের জের সুন্দরবনের বিভিন্ন নদীর জল বাড়ায় বিপদের আশঙ্কা দেখছেন বাঁধের পাড়ের মানুষরা। শহর এবং শহরতলীতে জলবন্ধী হয়ে পড়ছে মানুষ বসিরহাট, বাদুড়িয়া, টাকি তিনটে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল বন্দী হয়ে পড়েছে পৌর নাগরিকরা। উত্তর ২৪ পরগনা বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইছামতির জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে ভেঁড়িবাঁধ ভেঙে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারে‌।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে রাস্তার জল উঠেছে ঘরের ভিতরে! ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

ইছামতির জল ঢুকে শাঁড়াপুল, পান্তাপাড়া, দুর্গাপুর খর্দ্দসিং, কাটাবাগান ও নিশ্চিন্তপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় চলে যেতে পারে। ইতিমধ্যে ধানের খেতে জল ঢুকছে। ধান থেকে শুরু করে সবজি ফসল চলে গিয়েছে জলের তলায়। স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ সন্দেশখালি হাসনাবাদ কালিন্দি, রায়মঙ্গল, বেদনি, ছোট কলাগাছি নদীর জল বাড়ছে। বিপদের প্রহর গুনছে সুন্দর বনের মানুষ। লাগাতার বৃষ্টি নিম্নচাপের জের আকাশের মুখ ভার। এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনোঋও রকম ভাবে ব্যবস্থার গ্রহণ করা হয়নি বলে অভি‌যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জুলফিকার মোল্যা