জমা জল পেরিয়েই চলছে ‌যাতায়াত

Cyclone Remal Update: রিমল গেলেও দুর্ভোগ যেন কাটতে চাইছে না! জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ, আক্রান্ত ৩

হুগলি: একদিকে জমা জল, অন্য দিকে সাপের কামড় ঘুম কেড়েছে ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় রিমলের কারণে অতিবৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পৌরসভার একাধিক ওয়ার্ড। বৃষ্টি কেটে গেলেও দুর্ভোগ কাটেনি এখানকার বাসিন্দাদের। কারণ একদিকে ড্রেনের জল ঢুকেছে বাড়ির ভিতরে। অন্য দিকে, সেই জলেই ঘুরে বেড়াচ্ছে সাপ এবং সাপের কামড়ে চিকিৎসাধীন এক ব্যক্তি-সহ দুই মহিলা।

ঘূ‌র্ণিঝড় রিমলের প্রভাবে দু’দিনের বৃষ্টিতে জলমগ্ন ডানকুনি পুরসভার একাধিক ওয়ার্ড। ১৩,১৪,১৫ সহ একাধিক ওয়ার্ডে জমেছে জল। ‌এমনকি বাড়ির ভিতরেও প্রবেশ করেছে জল। মঙ্গলবার  ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডের তিন বাসিন্দাকে সর্পাঘাত করে। একজনের নাম দিনেশ পাসোয়ান, অন্যজন পূর্ণিমা কৌরি ও আরেক জন বৃষ্টি খাতুন। তিন জনকেই নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে। এখানে প্রাথমিক চিকিৎসার পর দু’জন বাড়ি ফিরলেও একজন এখনও চিকিৎসাধীন।

পূর্ণিমা কৈরীর বাড়ির লোক জানান, তাঁদের বাড়ির ভিতরে এক হাঁটু জল। তার মধ্যে তাঁরা বাস করছেন দু’দিন ধরে তারা। সকালে তাঁর ঠাকুমা ফুল তুলতে বেরিয়েছিলেন বাড়ির বাগানে। সেখানেই জলের মধ্যে কিছু একটা কামড়ায়। জল থেকে পায বার করে দেখেন সেখান থেকে রক্ত বেরচ্ছে। তৎক্ষণাৎ বাড়ির লোক দেখেন সেখান দিয়ে একটি সাপ চলে যায়। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে গিয়ে তাঁরা দেখেন যে, তাঁদেরই  প্রতিবেশী ঠিক একই কারণেই হাসপাতালে এসেছেন। তাঁকেও ঘরের পায়ে কিছু একটি কামড়ে চলে যায়। সাপটি বিষধর না হওয়ায় তাদের তেমন বড় কিছু ঘটেননি।

আরও পড়ুন: ফেলনা ডিমের খোসা দিয়েই কী আশ্চর্যজনক জিনিস! জানলে আর ফেলে দিতে পারবেন না

আরও পড়ুন: সপ্তাহ শেষে হুহু করে বইবে হাওয়া, সঙ্গে বৃষ্টি! দেখুন আবহাওয়ার আপডেট

তবে এই ঘটনার পর থেকে সাপের আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে পুরসভার পক্ষ থেকে জানানো হয়, হ্যান্ড পাম্প বসিয়ে সেখান থেকে জল নিকাশি ব্যবস্থা করবে পুরসভা। সাপ তাড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

রাহী হালদার