সামনেই দুর্গাপুজো৷ কিন্ত অফিসের চাপ সামলে সালঁতে যাওয়ার সময় কই? উইক এন্ডে লম্বা ভিড় ঠেলে সেখানে যেতে ইচ্ছা করে না৷ কিন্তু তা বলে ত্বকের যত্ন নেব না৷ তা তো আর হয়না৷ তাই ভরসা বাড়ির রন্ধনশালা৷ কফি প্রেমি তো আমরা কম বেশি অনেকেই৷ সেই কফি কিন্তু আপনার ত্বকেরও ভালই পছন্দ

Skin Care Tips: চাই ঝকঝকে নিখুঁত ত্বক, এই ঘরোয়া ফেশপ্যাকেই কামাল, হয়ে উঠবেন পুজো রেডি

সামনেই দুর্গাপুজো৷ কিন্ত অফিসের চাপ সামলে সালঁতে যাওয়ার সময় কই? উইক এন্ডে লম্বা ভিড় ঠেলে সেখানে যেতে ইচ্ছা করে না৷ কিন্তু তা বলে ত্বকের যত্ন নেব না৷ তা তো আর হয়না৷ তাই ভরসা বাড়ির রন্ধনশালা৷ কফি প্রেমি তো আমরা কম বেশি অনেকেই৷ সেই কফি কিন্তু আপনার ত্বকেরও ভালই পছন্দ
সামনেই দুর্গাপুজো৷ কিন্ত অফিসের চাপ সামলে সালঁতে যাওয়ার সময় কই? উইক এন্ডে লম্বা ভিড় ঠেলে সেখানে যেতে ইচ্ছা করে না৷ কিন্তু তা বলে ত্বকের যত্ন নেব না৷ তা তো আর হয়না৷ তাই ভরসা বাড়ির রন্ধনশালা৷ কফি প্রেমি তো আমরা কম বেশি অনেকেই৷ সেই কফি কিন্তু আপনার ত্বকেরও ভালই পছন্দ
কফি ও হলুদের ফেশপ্যাকএক টেবলচামচ কফির সঙ্গে এক চিমটের মতো হলুদ মিশিয়ে নিন৷ এতে আপনার ত্বক উজ্জ্বল হবে৷ অ্যাকনে-সহ নানা সমস্যায় এই প্যাক ম্যজিকের মতো কাজ করবে৷
কফি ও হলুদের ফেশপ্যাক
এক টেবলচামচ কফির সঙ্গে এক চিমটের মতো হলুদ মিশিয়ে নিন৷ এতে আপনার ত্বক উজ্জ্বল হবে৷ অ্যাকনে-সহ নানা সমস্যায় এই প্যাক ম্যজিকের মতো কাজ করবে৷
কফি ও দইয়ের ফেশপ্যাককফি ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে৷ আর দই ত্বককে হাইড্রেট করে৷ এই দুইয়ের কম্বিনেশনে ত্বকে ব্ল্যাক হেডের সমস্যা মিটবে৷ ত্বক মোলায়েম হয়ে উঠবে৷
কফি ও দইয়ের ফেশপ্যাক
কফি ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে৷ আর দই ত্বককে হাইড্রেট করে৷ এই দুইয়ের কম্বিনেশনে ত্বকে ব্ল্যাক হেডের সমস্যা মিটবে৷ ত্বক মোলায়েম হয়ে উঠবে৷
কফি ও কুমড়োর ফেশপ্যাক ১ টেবল চামচ কফির সঙ্গে কিছুটা কুমড়ো থেঁতো করে লাগিয়ে নিন৷ ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন৷ পিগমেন্টেশনে এই প্যাক ম্যাজিকের মতো কাজ করে৷
কফি ও কুমড়োর ফেশপ্যাক
১ টেবল চামচ কফির সঙ্গে কিছুটা কুমড়ো থেঁতো করে লাগিয়ে নিন৷ ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন৷ পিগমেন্টেশনে এই প্যাক ম্যাজিকের মতো কাজ করে৷
কফি, মধু, লেবুর ফেশপ্যাক সালঁতে যাওয়া সম্ভব হচ্ছে না৷ অথচ ত্বকের উজ্জ্বলতার সঙ্গে কোনও রকম আপোস করতে রাজি নন৷ সে ক্ষেত্রে ১ টেবলচামচ কফি, ১ চা-চামচ লেবুর রস ও মধু মিশিয়ে লাগান৷ ১৫ থেকে ২০ মিনিট পর অল্প উষ্ণ জলে প্যাকটি ধুয়ে ফেলুন৷ ট্যান দূর করতে এর জুড়ি নেই৷
কফি, মধু, লেবুর ফেশপ্যাক
সালঁতে যাওয়া সম্ভব হচ্ছে না৷ অথচ ত্বকের উজ্জ্বলতার সঙ্গে কোনও রকম আপোস করতে রাজি নন৷ সে ক্ষেত্রে ১ টেবলচামচ কফি, ১ চা-চামচ লেবুর রস ও মধু মিশিয়ে লাগান৷ ১৫ থেকে ২০ মিনিট পর অল্প উষ্ণ জলে প্যাকটি ধুয়ে ফেলুন৷ ট্যান দূর করতে এর জুড়ি নেই৷
কফি ও অ্যালোভেরার জুটিঅ্যালোভেরাকে তো এমনিতেই ত্বকের বেস্টফ্রেন্ড বলা হয়৷ এই দুইয়ের জুড়িতে ত্বক আর্দ্রতা যেমন ফিরবে, তেমন সুস্থ হয়ে উঠবে৷ ত্বকে শীতলতা প্রদান করবে৷
কফি ও অ্যালোভেরার জুটি
অ্যালোভেরাকে তো এমনিতেই ত্বকের বেস্টফ্রেন্ড বলা হয়৷ এই দুইয়ের জুড়িতে ত্বক আর্দ্রতা যেমন ফিরবে, তেমন সুস্থ হয়ে উঠবে৷ ত্বকে শীতলতা প্রদান করবে৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন৷