অমাবস্যা তিথি সোমবার পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা৷ সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আজ, সোমবার পালিত হবে চৈত্রমাসের অমাবস্যা তিথি৷

Somvati Amavasya & Solar Eclipse: আজ একইসঙ্গে সূর্যগ্রহণ ও সোমবতী অমাবস্যা! এই কাজ করলে জীবনে ধনসম্পদের বৃষ্টি হবে

অমাবস্যা তিথি সোমবার পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা৷ সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আজ, সোমবার পালিত হবে চৈত্রমাসের অমাবস্যা তিথি৷
অমাবস্যা তিথি সোমবার পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা৷ সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আজ, সোমবার পালিত হবে চৈত্রমাসের অমাবস্যা তিথি৷

 

একই দিনে সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা পড়লে কী করবেন, কী করবেন না সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷ জ্যোতিষশাস্ত্রে তাৎপর্যপূর্ণ এই তিথি সঠিকভাবে পালন করলে জীবনে ধনসম্পদ ও সম্মানের অভাব হবে না৷
একই দিনে সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা পড়লে কী করবেন, কী করবেন না সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷ জ্যোতিষশাস্ত্রে তাৎপর্যপূর্ণ এই তিথি সঠিকভাবে পালন করলে জীবনে ধনসম্পদ ও সম্মানের অভাব হবে না৷

 

দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷
দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷

 

আজ একদিকে সোমবতী অমাবস্যা, অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ যদিও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য৷
আজ একদিকে সোমবতী অমাবস্যা, অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ যদিও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য৷

 

চলতি বছরের এটাই প্রথম সোমবতী অমাবস্যা৷ পিতৃদোষ কাটিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করার তিথি বলা হয় সোমবতী অমাবস্যাকে৷
চলতি বছরের এটাই প্রথম সোমবতী অমাবস্যা৷ পিতৃদোষ কাটিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করার তিথি বলা হয় সোমবতী অমাবস্যাকে৷

 

এই তিথিতে শুভ অনুষ্ঠান নিষিদ্ধ৷ তবে পূর্বপুরুষদের উদ্দেশে যজ্ঞ করা হয়৷ নিবেদন করা হয় তর্পণ৷
এই তিথিতে শুভ অনুষ্ঠান নিষিদ্ধ৷ তবে পূর্বপুরুষদের উদ্দেশে যজ্ঞ করা হয়৷ নিবেদন করা হয় তর্পণ৷

 

এই শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে পুণ্যনদীতে স্নান করেন ব্রতীরা৷ পিতৃতর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দান করা হয়৷
এই শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে পুণ্যনদীতে স্নান করেন ব্রতীরা৷ পিতৃতর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দান করা হয়৷

 

এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই বিধেয়৷ পিতৃদোষ কাটাতে যজ্ঞ ও দানের পাশাপাশি পাঠ ও শ্রবণ করা হয় ধর্মীয় গ্রন্থ৷
এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই বিধেয়৷ পিতৃদোষ কাটাতে যজ্ঞ ও দানের পাশাপাশি পাঠ ও শ্রবণ করা হয় ধর্মীয় গ্রন্থ৷

 

তবে আজ সোমবতী অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণও পড়েছে একইদিনে৷ গ্রহণ সমাপ্ত হলে পুজো এবং পিতৃতর্পণ করুন৷
তবে আজ সোমবতী অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণও পড়েছে একইদিনে৷ গ্রহণ সমাপ্ত হলে পুজো এবং পিতৃতর্পণ করুন৷

 

গ্রহণ চলাকালীন পালনীয় রীতিনীতি ও আচার আচরণ অনুসরণ করে পালন করুন সোমবতী অমাবস্যা৷
গ্রহণ চলাকালীন পালনীয় রীতিনীতি ও আচার আচরণ অনুসরণ করে পালন করুন সোমবতী অমাবস্যা৷