Tag Archives: Somvati Amavasya

Zodiac Signs to be most affecetd on Solar Eclipse: আর্থিক লোকসান, বিবাহিত জীবনে টানাপড়েন, স্বাস্থ্যহানি! আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণে তছনছ এই ৫ রাশির জীবন, বিশেষ সতর্ক থাকুন

আজ, সোমবার বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়েছে সোমবতী অমাবস্যায়৷ ভারতে অদৃশ্য এই সূর্যগ্রহণ শুরু হবে সোমবার রাত ৯.১২ মিনিটে৷ গ্রহণ চলবে ১.২৫ মিনিট পর্যন্ত৷
আজ, সোমবার বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়েছে সোমবতী অমাবস্যায়৷ ভারতে অদৃশ্য এই সূর্যগ্রহণ শুরু হবে সোমবার রাত ৯.১২ মিনিটে৷ গ্রহণ চলবে ১.২৫ মিনিট পর্যন্ত৷

 

মহাজাগতিক এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে৷ কিছু রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে এই দিনে৷ বলছেন জ্যোতিষী তথা বাস্তুবিদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
মহাজাগতিক এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে৷ কিছু রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে এই দিনে৷ বলছেন জ্যোতিষী তথা বাস্তুবিদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার মতে এই তিথিতে সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের৷ সূর্যগ্রহণের প্রভাবে তাঁদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে৷ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷ এই দিনে বড় কোনও আর্থিক বিনিয়োগ করবেন না৷
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার মতে এই তিথিতে সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের৷ সূর্যগ্রহণের প্রভাবে তাঁদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে৷ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷ এই দিনে বড় কোনও আর্থিক বিনিয়োগ করবেন না৷

 

এই তিথিতে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের৷ অশুভ প্রভাবে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷
এই তিথিতে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের৷ অশুভ প্রভাবে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷

 

বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে টানাপড়েন আসতে পারে সূর্যগ্রহণে৷ এছাড়াও সতর্ক হতে হবে আর্থিক বিষয় আশয় নিয়েও৷ এই মুহূর্তে চাকরি পরিবর্তন করবেন না এই রাশির জাতক জাতিকারা৷
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে টানাপড়েন আসতে পারে সূর্যগ্রহণে৷ এছাড়াও সতর্ক হতে হবে আর্থিক বিষয় আশয় নিয়েও৷ এই মুহূর্তে চাকরি পরিবর্তন করবেন না এই রাশির জাতক জাতিকারা৷

 

ধনুরাশির জাতক জাতিকারা এই তিথিতে কাউকে অর্থ ধার দেওয়া নিয়ে সতর্ক হোন৷ কোথাও টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে নিয়ন্ত্রণ করুন৷ এখনই বিনিয়োগ করবেন না৷ বিবাহিত জীবনেও বড় সিদ্ধান্ত নেবেন না৷
ধনুরাশির জাতক জাতিকারা এই তিথিতে কাউকে অর্থ ধার দেওয়া নিয়ে সতর্ক হোন৷ কোথাও টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে নিয়ন্ত্রণ করুন৷ এখনই বিনিয়োগ করবেন না৷ বিবাহিত জীবনেও বড় সিদ্ধান্ত নেবেন না৷

 

মীনরাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি নিয়ে সতর্ক থাকুন৷ পুরনো কোনও মানসিক ক্ষত থেকেও নতুন করে রক্তপাত হতে পারে৷
মীনরাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি নিয়ে সতর্ক থাকুন৷ পুরনো কোনও মানসিক ক্ষত থেকেও নতুন করে রক্তপাত হতে পারে৷

Somvati Amavasya 2024 Lucky Zodiac Signs: প্রচুর অর্থলাভ, নতুন চাকরি, অফিসে প্রোমোশন, বিয়ের যোগ, বাধাহীন প্রেম…আজ সোমবতী অমাবস্যায় সৌভাগ্যের সূর্যোদয় এই ৪ রাশির

আজ, সোমবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা। প্রাচীন বিশ্বাস মতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷
আজ, সোমবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা। প্রাচীন বিশ্বাস মতে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷

 

জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ এই দিনে কিছু রাশির ভাগ্য সুপ্রসন্ন। তাঁদের জীবন পাল্টে যাবে। সৌভাগ্যের সূর্যোদয় হবে। বলছেন জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞ মৃত্যু‍ঞ্জয় তিওয়ারি।
জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ এই দিনে কিছু রাশির ভাগ্য সুপ্রসন্ন। তাঁদের জীবন পাল্টে যাবে। সৌভাগ্যের সূর্যোদয় হবে। বলছেন জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞ মৃত্যু‍ঞ্জয় তিওয়ারি।

 

সোমবতী অমাবস্যায় সুখসমৃদ্ধিসৌভাগ্যে ভরে উঠবে বৃষরাশির জাতক জাতিকাদের জীবন। কেরিয়ারে খুলে যাবে নতুন পথ। আর্থিক অভাব কেটে যাবে। সংসারে অর্থাগম হবে। কর্মক্ষেত্রে বাধা কাটবে। সব কাজে আসবে বহু প্রতীক্ষিত সাফল্য।
সোমবতী অমাবস্যায় সুখসমৃদ্ধিসৌভাগ্যে ভরে উঠবে বৃষরাশির জাতক জাতিকাদের জীবন। কেরিয়ারে খুলে যাবে নতুন পথ। আর্থিক অভাব কেটে যাবে। সংসারে অর্থাগম হবে। কর্মক্ষেত্রে বাধা কাটবে। সব কাজে আসবে বহু প্রতীক্ষিত সাফল্য।

 

শুভ সংযোগে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আনবে বিশাল লাভ। প্রকট হবে বিয়ের যোগ। বিঘ্নহীন হবে প্রণয়পথ। ধনসম্পদ প্রাপ্তিযোগ রয়েছে ভাগ্যে। চাকরিজীবীদের প্রোমোশনের যোগ বাঁধা।
শুভ সংযোগে কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে আনবে বিশাল লাভ। প্রকট হবে বিয়ের যোগ। বিঘ্নহীন হবে প্রণয়পথ। ধনসম্পদ প্রাপ্তিযোগ রয়েছে ভাগ্যে। চাকরিজীবীদের প্রোমোশনের যোগ বাঁধা।

 

তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা থাকলে তাতে লাভের যোগ বেড়ে উঠবে সোমবতী অমাবস্যায়। প্রচুর ধনসম্পদ লাভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থলাভ আসন্ন জীবনে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হবে। সন্তানের তরফে সুখবর পাবেন।
তুলা রাশির জাতক জাতিকাদের ব্যবসা থাকলে তাতে লাভের যোগ বেড়ে উঠবে সোমবতী অমাবস্যায়। প্রচুর ধনসম্পদ লাভ হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। অর্থলাভ আসন্ন জীবনে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ হবে। সন্তানের তরফে সুখবর পাবেন।

 

এই দিনে আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে কুম্ভরাশির জাতক জাতিকাদের। ধনসম্পত্তি লাভের যোগ তীব্র হবে। স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিলবে সাফল্য। কেরিয়ারে আসবে সাফল্য। জীবনে আসবে লাভজনক বিশাল পরিবর্তন।
এই দিনে আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে কুম্ভরাশির জাতক জাতিকাদের। ধনসম্পত্তি লাভের যোগ তীব্র হবে। স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় মিলবে সাফল্য। কেরিয়ারে আসবে সাফল্য। জীবনে আসবে লাভজনক বিশাল পরিবর্তন।

Somvati Amavasya & Solar Eclipse: আজ একইসঙ্গে সূর্যগ্রহণ ও সোমবতী অমাবস্যা! এই কাজ করলে জীবনে ধনসম্পদের বৃষ্টি হবে

অমাবস্যা তিথি সোমবার পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা৷ সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আজ, সোমবার পালিত হবে চৈত্রমাসের অমাবস্যা তিথি৷
অমাবস্যা তিথি সোমবার পড়লে তাকে বলা হয় সোমবতী অমাবস্যা৷ সনাতনী বিশ্বাস মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ আজ, সোমবার পালিত হবে চৈত্রমাসের অমাবস্যা তিথি৷

 

একই দিনে সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা পড়লে কী করবেন, কী করবেন না সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷ জ্যোতিষশাস্ত্রে তাৎপর্যপূর্ণ এই তিথি সঠিকভাবে পালন করলে জীবনে ধনসম্পদ ও সম্মানের অভাব হবে না৷
একই দিনে সূর্যগ্রহণ এবং সোমবতী অমাবস্যা পড়লে কী করবেন, কী করবেন না সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷ জ্যোতিষশাস্ত্রে তাৎপর্যপূর্ণ এই তিথি সঠিকভাবে পালন করলে জীবনে ধনসম্পদ ও সম্মানের অভাব হবে না৷

 

দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷
দৃকসিদ্ধ পঞ্জিকা মতে আজ রাত্রি ১১.৫১ পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে৷ অন্য পঞ্জিকা অনুযায়ী, এই তিথি থাকবে রাত ১২.১১ পর্যন্ত৷

 

আজ একদিকে সোমবতী অমাবস্যা, অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ যদিও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য৷
আজ একদিকে সোমবতী অমাবস্যা, অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ৷ যদিও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য৷

 

চলতি বছরের এটাই প্রথম সোমবতী অমাবস্যা৷ পিতৃদোষ কাটিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করার তিথি বলা হয় সোমবতী অমাবস্যাকে৷
চলতি বছরের এটাই প্রথম সোমবতী অমাবস্যা৷ পিতৃদোষ কাটিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করার তিথি বলা হয় সোমবতী অমাবস্যাকে৷

 

এই তিথিতে শুভ অনুষ্ঠান নিষিদ্ধ৷ তবে পূর্বপুরুষদের উদ্দেশে যজ্ঞ করা হয়৷ নিবেদন করা হয় তর্পণ৷
এই তিথিতে শুভ অনুষ্ঠান নিষিদ্ধ৷ তবে পূর্বপুরুষদের উদ্দেশে যজ্ঞ করা হয়৷ নিবেদন করা হয় তর্পণ৷

 

এই শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে পুণ্যনদীতে স্নান করেন ব্রতীরা৷ পিতৃতর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দান করা হয়৷
এই শুভ তিথিতে ভোরে ঘুম থেকে উঠে পুণ্যনদীতে স্নান করেন ব্রতীরা৷ পিতৃতর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দান করা হয়৷

 

এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই বিধেয়৷ পিতৃদোষ কাটাতে যজ্ঞ ও দানের পাশাপাশি পাঠ ও শ্রবণ করা হয় ধর্মীয় গ্রন্থ৷
এই তিথিতে সাত্তিক আহার গ্রহণ করাই বিধেয়৷ পিতৃদোষ কাটাতে যজ্ঞ ও দানের পাশাপাশি পাঠ ও শ্রবণ করা হয় ধর্মীয় গ্রন্থ৷

 

তবে আজ সোমবতী অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণও পড়েছে একইদিনে৷ গ্রহণ সমাপ্ত হলে পুজো এবং পিতৃতর্পণ করুন৷
তবে আজ সোমবতী অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণও পড়েছে একইদিনে৷ গ্রহণ সমাপ্ত হলে পুজো এবং পিতৃতর্পণ করুন৷

 

গ্রহণ চলাকালীন পালনীয় রীতিনীতি ও আচার আচরণ অনুসরণ করে পালন করুন সোমবতী অমাবস্যা৷
গ্রহণ চলাকালীন পালনীয় রীতিনীতি ও আচার আচরণ অনুসরণ করে পালন করুন সোমবতী অমাবস্যা৷

Somvati Amavasya Astro Tips: পিতৃপুরুষ রুষ্ট হলে সংসারে অশান্তি হবেই, সোমবতী অমাবস্যায় করে ফেলুন এই কাজ, সমৃদ্ধি উপচে পড়বে

সামনেই সোমবতী অমাবস্যা৷  এ বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সোমবার পড়ছে, তাই ওই দিনেই পালিত হচ্ছে সোমবতী অমাবস্যা। বছরের প্রথম সোমবতী অমাবস্যা ৮ এপ্রিল। সোমবতী অমাবস্যায় স্নান, দান এবং পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, এদিনের এই উপাচারে কূপিত পূর্বপুরুষদের খুশি করার সুযোগও রয়েছে। Photo- Representative Image
সামনেই সোমবতী অমাবস্যা৷  এ বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সোমবার পড়ছে, তাই ওই দিনেই পালিত হচ্ছে সোমবতী অমাবস্যা। বছরের প্রথম সোমবতী অমাবস্যা ৮ এপ্রিল। সোমবতী অমাবস্যায় স্নান, দান এবং পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে, এদিনের এই উপাচারে কূপিত পূর্বপুরুষদের খুশি করার সুযোগও রয়েছে। Photo- Representative Image
যাদের পূর্বপুরুষেরা পিতৃদোষে ক্ষুব্ধ, তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের উন্নতি আটকে থাকে। আসুন জেনে নিই শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে, সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের খুশি করার উপায় কী কী? Photo- Representative Image
যাদের পূর্বপুরুষেরা পিতৃদোষে ক্ষুব্ধ, তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং তাদের উন্নতি আটকে থাকে। আসুন জেনে নিই শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারির কাছ থেকে, সোমবতী অমাবস্যায় পূর্বপুরুষদের খুশি করার উপায় কী কী? Photo- Representative Image
সোমবতী অমাবস্যা ২০২৪-র  মুহুর্তসোমবতী অমাবস্যা তিথির সূচনা: ৮ এপ্রিল, সোমবার ভোর ০৩:১১ সোমবতী অমাবস্যা তিথির সমাপ্তি: ৮ এপ্রিল, সোমবার, রাত ১১:৫০ মিনিটে সোমবতী অমাবস্যায় স্নানের সময়: সোমবার ০৪:৩২  থেকে ব্রাহ্ম মুহুর্তা সোমবতী অমাবস্যায় রাগান্বিত পূর্বপুরুষদের খুশি করার উপায় Photo- Representative Image
সোমবতী অমাবস্যা ২০২৪-র  মুহুর্ত
সোমবতী অমাবস্যা তিথির সূচনা: ৮ এপ্রিল, সোমবার ভোর ০৩:১১
সোমবতী অমাবস্যা তিথির সমাপ্তি: ৮ এপ্রিল, সোমবার, রাত ১১:৫০ মিনিটে
সোমবতী অমাবস্যায় স্নানের সময়: সোমবার ০৪:৩২  থেকে ব্রাহ্ম মুহুর্তা
সোমবতী অমাবস্যায় রাগান্বিত পূর্বপুরুষদের খুশি করার উপায় Photo- Representative Image
১ সোমবতী অমাবস্যায় সকালে স্নান করুন। এরপরে, আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাঁদের উদ্দেশ্যে জল নিবেদন করুন। তর্পণে কালো তিল, সাদা ফুল ও কুশ ব্যবহার করুন। তর্পণ নিবেদন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তাঁরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাঁর কৃপায় বংশ, সম্পদ, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। Photo- Representative Image
১ সোমবতী অমাবস্যায় সকালে স্নান করুন। এরপরে, আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাঁদের উদ্দেশ্যে জল নিবেদন করুন। তর্পণে কালো তিল, সাদা ফুল ও কুশ ব্যবহার করুন। তর্পণ নিবেদন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তাঁরা খুশি হন এবং আশীর্বাদ করেন। তাঁর কৃপায় বংশ, সম্পদ, সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। Photo- Representative Image
২ সোমবতী অমাবস্যা উপলক্ষে, স্নান এবং দান করার পরে, অশ্বত্থ গাছের মূলে জল দিয়ে সেচ দিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অশ্বত্থ  গাছে ভগবান বিষ্ণু, শিব ও ব্রহ্মা দেবের অধিবাস। অশ্বত্থ গাছের সেবা ও পুজো করলে আপনার পূর্বপুরুষরা তৃপ্ত হবেন। মৃত্যুর পরের তাদের কষ্টের অবসান হবে এবং তাঁরা মোক্ষলাভ করতে সক্ষম হবে। Photo- Representative Image
২ সোমবতী অমাবস্যা উপলক্ষে, স্নান এবং দান করার পরে, অশ্বত্থ গাছের মূলে জল দিয়ে সেচ দিন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অশ্বত্থ  গাছে ভগবান বিষ্ণু, শিব ও ব্রহ্মা দেবের অধিবাস। অশ্বত্থ গাছের সেবা ও পুজো করলে আপনার পূর্বপুরুষরা তৃপ্ত হবেন। মৃত্যুর পরের তাদের কষ্টের অবসান হবে এবং তাঁরা মোক্ষলাভ করতে সক্ষম হবে। Photo- Representative Image
৩ সোমবতী অমাবস্যার দিন, স্নান এবং দান করার পরে, একটি অশোক গাছ লাগান এবং প্রতিদিন এটি পরিবেশন করুন। কথিত আছে অশোক গাছ ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রিয়। তাঁর কৃপাতেই মানুষ মোক্ষ লাভ করে। পূর্বপুরুষদের খুশি করতে সোমবতী অমাবস্যায় একটি অশোক গাছ লাগান। পিতৃপক্ষের সময় এই সহজ  প্রতিকার করা উচিত। Photo- Representative Image
৩ সোমবতী অমাবস্যার দিন, স্নান এবং দান করার পরে, একটি অশোক গাছ লাগান এবং প্রতিদিন এটি পরিবেশন করুন। কথিত আছে অশোক গাছ ভগবান শ্রী হরি বিষ্ণুর প্রিয়। তাঁর কৃপাতেই মানুষ মোক্ষ লাভ করে। পূর্বপুরুষদের খুশি করতে সোমবতী অমাবস্যায় একটি অশোক গাছ লাগান। পিতৃপক্ষের সময় এই সহজ  প্রতিকার করা উচিত। Photo- Representative Image
৪ সোমবতী অমাবস্যায়, আমরা ভগবান শিব এবং মা পার্বতীর উপাসনা করি, কিন্তু এই দিনে, আমাদের পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদানের জন্য, আমরা ভগবান বিষ্ণুর পূজা করি এবং তাঁর মন্ত্র জপ করি ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এর পরে, এটি থেকে প্রাপ্ত পুণ্য আপনার পূর্বপুরুষদের কাছে নিবেদন করুন। এটি তাদের খুশি করবে এবং আপনাকে আশীর্বাদ করবে। Photo- Representative Image
৪ সোমবতী অমাবস্যায়, আমরা ভগবান শিব এবং মা পার্বতীর উপাসনা করি, কিন্তু এই দিনে, আমাদের পূর্বপুরুষদের পরিত্রাণ প্রদানের জন্য, আমরা ভগবান বিষ্ণুর পূজা করি এবং তাঁর মন্ত্র জপ করি ওঁ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এর পরে, এটি থেকে প্রাপ্ত পুণ্য আপনার পূর্বপুরুষদের কাছে নিবেদন করুন। এটি তাদের খুশি করবে এবং আপনাকে আশীর্বাদ করবে। Photo- Representative Image
৫ সোমবতী অমাবস্যায়, ভগবান শিবকে বেলপত্র নিবেদন করুন এবং শিবলিঙ্গের জলাভিষেক করুন।  এই প্রতিকারে পিতৃদোষ দূর করা যায়। Photo- Representative Image
৫ সোমবতী অমাবস্যায়, ভগবান শিবকে বেলপত্র নিবেদন করুন এবং শিবলিঙ্গের জলাভিষেক করুন।  এই প্রতিকারে পিতৃদোষ দূর করা যায়। Photo- Representative Image