সোনাক্ষী বলেন, “আমি মায়ের শা়ড়ি পরেই বিয়ে করতে চেয়েছিলাম। সেটাই করেছি।”

Sonakshi Sinha: অবাক কাণ্ড! কোটি টাকার নতুন শাড়ি নয়, পুরনো শাড়িতেই বিয়ে করেছিলেন সোনাক্ষী… কিন্তু কেন?

সদ্য জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। আর দাম্পত্যজীবন বেশ উপভোগ করছেন এই জুটি।
সদ্য জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা। আর দাম্পত্যজীবন বেশ উপভোগ করছেন এই জুটি।
শুরুর দিকে সোনাক্ষী এবং জাহিরের বিয়ে নিয়ে পরিবারের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলে শোনা যায়। যদিও পরে  সব সমস্যা মিটে গিয়েছে।
শুরুর দিকে সোনাক্ষী এবং জাহিরের বিয়ে নিয়ে পরিবারের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল বলে শোনা যায়। যদিও পরে সব সমস্যা মিটে গিয়েছে।
বিয়ের পরে নিজের ব্যক্তিগত জীবনের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী সিনহা। ETimes-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, জাহিরকে বিয়ে করার পর মনে হচ্ছে যেন, ঘরে ফিরেছেন তিনি। আর জাহিরের সঙ্গে আরও বেশি সময় কাটানোরও সুযোগ পাচ্ছেন।
বিয়ের পরে নিজের ব্যক্তিগত জীবনের কথা সম্প্রতি প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী সিনহা। ETimes-এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, জাহিরকে বিয়ে করার পর মনে হচ্ছে যেন, ঘরে ফিরেছেন তিনি। আর জাহিরের সঙ্গে আরও বেশি সময় কাটানোরও সুযোগ পাচ্ছেন।
সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়ের  ছবি এবং ভিডিওগুলি সামনে এসেছে। তবে একটা কথা অনেকেই জানেন না। নতুন না, বরং একেবারেই পুরনো শাড়ি পরে বিয়ে করেছেন সোনাক্ষী।
সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের বিয়ের  ছবি এবং ভিডিওগুলি সামনে এসেছে। তবে একটা কথা অনেকেই জানেন না। নতুন না, বরং একেবারেই পুরনো শাড়ি পরে বিয়ে করেছেন সোনাক্ষী।
বিয়ের দিন সকালে তিনি পরেছিলেন মা পুনম সিন্‌হার বিয়ের সময়ের লক্ষ্ণৌ চিকন। সন্ধ্যায় তিনি পরেছিলেন লাল বেনরাসি, সঙ্গে কুন্দনের গহনা।
বিয়ের দিন সকালে তিনি পরেছিলেন মা পুনম সিন্‌হার বিয়ের সময়ের লক্ষ্ণৌ চিকন। সন্ধ্যায় তিনি পরেছিলেন লাল বেনরাসি, সঙ্গে কুন্দনের গহনা।
সোনাক্ষী বলেন, “আমি মায়ের শা়ড়ি পরেই বিয়ে করতে চেয়েছিলাম। সেটাই করেছি।”
সোনাক্ষী বলেন, “আমি মায়ের শা়ড়ি পরেই বিয়ে করতে চেয়েছিলাম। সেটাই করেছি।”
দাবাং, হলিডে, 'লুটেরা', 'ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা', 'বুলেট রাজা', 'আর রাজকুমার', 'অ্যাকশন জ্যাকসন', 'তেভর', 'আকিরা', 'ফোর্স ২', 'নূর', 'ইত্তেফাক', 'ওয়েলকাম টু নিউইয়র্ক', 'হ্যাপি ফির ভাগ যায়েগি', 'কলঙ্ক', 'খান্দানি শাফাখানা', 'লাল কাপ্তান' এবং 'দাবাং ৩ ছবিতে দেখা গিয়েছে তাঁকে৷ সম্প্রতি হীরামান্ডি ওয়েব সিরিজে নজর কাড়েন নায়িকা।
দাবাং, হলিডে, ‘লুটেরা’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই দোবারা’, ‘বুলেট রাজা’, ‘আর রাজকুমার’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘তেভর’, ‘আকিরা’, ‘ফোর্স ২’, ‘নূর’, ‘ইত্তেফাক’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’, ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’, ‘কলঙ্ক’, ‘খান্দানি শাফাখানা’, ‘লাল কাপ্তান’ এবং ‘দাবাং ৩ ছবিতে দেখা গিয়েছে তাঁকে৷ সম্প্রতি হীরামান্ডি ওয়েব সিরিজে নজর কাড়েন নায়িকা।
প্রসঙ্গত, সোনাক্ষীর বিয়ের পরপরই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। যার জেরে তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে।
প্রসঙ্গত, সোনাক্ষীর বিয়ের পরপরই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁর বাবা তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। যার জেরে তাঁকে ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে।
শত্রুঘ্ন জানান, “আমার বার্ষিক রুটিন ফুল-বডি চেক-আপ হয়েছে। আমি তো ষাটোর্ধ্ব সকলকেই এই পরামর্শ দিয়ে থাকি। ভোটের প্রচারের জন্য আমাকে তিন মাস ধরে টানা ছোটাছুটি করতে হয়েছে। এরপরেই আমার মেয়ের বিয়ে হল। আমি তো আর এখন সেই তরুণ নেই, যাঁর রক্ত টগবগ করে সারাক্ষণ ফুটবে। যিনি এক দিনে তিন শিফটে কাজ করেও সারা রাত পার্টি করার এনার্জি পেয়ে যাবেন। আমায় তো গতি কমাতেই হবে।”
শত্রুঘ্ন জানান, “আমার বার্ষিক রুটিন ফুল-বডি চেক-আপ হয়েছে। আমি তো ষাটোর্ধ্ব সকলকেই এই পরামর্শ দিয়ে থাকি। ভোটের প্রচারের জন্য আমাকে তিন মাস ধরে টানা ছোটাছুটি করতে হয়েছে। এরপরেই আমার মেয়ের বিয়ে হল। আমি তো আর এখন সেই তরুণ নেই, যাঁর রক্ত টগবগ করে সারাক্ষণ ফুটবে। যিনি এক দিনে তিন শিফটে কাজ করেও সারা রাত পার্টি করার এনার্জি পেয়ে যাবেন। আমায় তো গতি কমাতেই হবে।”