তমলুক শহরে রাত দখল আন্দোলন

East Medinipur News: শুধু কলকাতা নয়, আন্দোলনের রেশ গোটা বাংলায়… গান ও শপথে ইতিহাস লিখল রাতের তমলুক

তমলুক:  ১৪ অগস্টের রাত জাগল সারা বাংলা। কলকাতা-শহর তথা সারা বাংলা জুড়ে রাস্তায় নামলেন মেয়েরা। স্বাধীনতা দিবসের প্রাক-লগ্নে সারা বাংলা জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল। আরজি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ করে নৃশংস খুনের সঠিক তদন্ত এবং বিচার চেয়ে জমায়েত করেন মহিলা। সেই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘মেয়েরা, রাত দখল করো’। প্রাথমিক ভাবে যাদবপুর, অ্যাকাডেমি এবং কলেজস্ট্রিটে এই কর্মসূচী রাখা হলেও বর্তমানে তা ছড়িয়ে পড়ে সারা বাংলায়। বাদ পড়েনি তমলুক। গান গেয়ে প্রতিবাদ ও মিছিল শেষে শপথ নেয় নতুন দিন আনার।

প্রথমে কলকাতার বিভিন্ন স্থানে এই কর্মসূচি কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কর্মসূচি ছড়িয়ে পড়ে। রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন জায়গায় রাত দখল  কর্মসূচি গৃহীত হয়। যেখানে মূলত মহিলারাই এগিয়ে আসেন।

আন্দোলনের পুরো ভাগে নেতৃত্ব দেন মহিলারা। মহিলাদের সংখ্যাধিক্য ছিল চোখে পড়ার মতো। শহরের হসপিটাল মোড়ে থেকে এই রাত দখল কর্মসূচি সূচনা হয়। গানের মাধ্যমেই শুরু হয় কর্মসূচি। তমলুক শহরের স্টিমার ঘাট পর্যন্ত মিছিল হয়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি হয়। সমাপ্তির আগে তমলুক শহর সহ পার্শ্ববর্তী এলাকায় নারী সুরক্ষা ও নারী স্বাধীনতার বিষয়ে শপথ বাক্য পাঠ করেন আন্দোলনে পা মেলানো নারী ও পুরুষেরা। শহরের পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকেও মহিলারা এসে রাত দখল মিছিলে শামিল হন। রাস্তার পাশে সাধারণ মানুষ শঙ্খ বাজিয়ে ও মোমবাতি জ্বালিয়ে মহিলাদের রাত দখল কর্মসূচির সমর্থন জানান।