হাঁটছেন বিজলী দেবী

We Want Justice: ভাল করে হাঁটতে পারেন না তবুও তিনি রাতের পথে! বিজলী দেবী ‌যে একজন মা!

দক্ষিণ দিনাজপুর: হাঁটার ক্ষমতা সেভাবে নেই,কিন্তু ইচ্ছা শক্তিকে পাথেয়করে গভীর রাতে মহিলাদের রাত জাগো আন্দোলনে শামিল এক প্রবীণ মহিলা। ৮ থেকে ৮০ কয়েক হাজার মহিলা গলা মেলান “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানে। আর এই শ্লোগানেই মুখরিত হয়ে উঠল বালুরঘাট শহরের থানা মোড় চত্বর। এর আগে কখনও মধ্যরাতে এত মহিলার জমায়েত বালুরঘাটের মানুষ কখনও দেখেনি। দলহীন, পতাকাহীন অরাজনৈতিক সমাবেশে হাজারো মহিলার জমায়েত বালুরঘাট থানা মোড়ে।

বড় মশাল জ্বালিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বিক্ষোভ সমাবেশে সামিল হন বালুরঘাটের মহিলা। সেখানেই তালে তাল মিলিয়ে উচ্চস্বরে তীব্র প্রতিবাদ করতে দেখা গেল ভাল করে চলতে না পারা লাঠি হাতে প্রবীণ মহিলা বিজলী দেবীকে। এতটুকুও ধার কমেনি প্রতিবাদের ভাষার। বরং যত রাত বেড়েছে ততই তাঁর আন্দোলনের তীব্রতা বেড়েছে জমায়েতের মধ্যে থেকে।প্রসঙ্গত, রাজ্যের রাজধানী কলকাতার মূলত তিনটি জায়গায় ‘প্রতীকী’ আন্দোলনের ডাক দেওয়া হয়। কিন্তু সেই আন্দোলন আস্তে আস্তে গোটা রাজ্য জুড়েই বিস্তার লাভ করতে হয় শুরু করে।

আরও পড়ুন: আজও অধরা শিল্প পার্ক! কর্মসংস্থানের স্বপ্ন অথৈ জলে!

বিগত দুইদিন যাবত শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যাপক প্রচারের মাধ্যমে আজকের এই অভাবনীয় জমায়েত। বিক্ষোভের পর রাত ঠিক ১২:০০ টায় জাতীয় সংগীত গেয়ে উপস্থিত জমায়েত প্রতিবাদ মিছিল শুরু করে থানা মোড় থেকে। ব্যাপক বৃষ্টিতেও তাল কাটেনি জমায়েতের। শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে এই জামায়েত। পাশাপাশি এই দিনের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার সঙ্গে যুক্ত দের শাস্তির দাবিতে মহিলাদের কাঁধে কাঁধ মিলাতে দেখা যায় পুরুষদেরকেও।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী