খেলা বাংলার মহারাজ কেন সৌরভ, প্রমাণ করলেন মহাপঞ্চমীতে! ২০০ বাচ্চার জন্য যা করলেন ‘দাদা’… Gallery October 8, 2024 Bangla Digital Desk ২০০টি বাচ্চা, তাঁরা প্রত্য়েকেই বাবা-মায়ের থেকে দূরে। কেউ আবার বিশেষভাবে সক্ষম। আর তাই তাদের বাবা-মায়েরা সন্তানকে ছেড়ে গিয়েছে হাওড়া বা পার্ক সার্কাস স্টেশনে। তাঁদের পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। মহাপঞ্চমীতে ২০০টি বাচ্চার জন্য চকোলেট, খাতা, বাই, পেন, পেনসিল দিলেন বাংলার গর্ব সৌরভ। এমনকী অনেকটা সময়ও কাটালেন সেইসব বাচ্ছাদের সঙ্গে। বাচ্চাদের এই হোম-এর নাম আপনজন। এর আগেও সেখানে গিয়েছেন সৌরভ। বাচ্চাদের সঙ্গে কিছুটা সময়ও কাটিয়েছেন। এবার এই ২০০ বাচ্চার দায়িত্ব নিলেন সৌরভ। বাচ্চাদের পড়াশোনা-সহ যাবতীয় খরচের দায়ভার নিলেন সৌরভ। সোমবার হাওড়ার একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন সৌরভ। সেখানে গিয়ে জানান, তিনি দুর্গা পুজোর উদ্বোধন করেন না। এবারই করলেন প্রথম ও শেষবার। তার পর মহাপঞ্চমীতে সৌরভ হাজির বাচ্চাদের মাঝে। এর আগেও রাজ্যের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান সৌরভ। প্রবল বৃষ্টি সঙ্গে ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক জেলা। বাড়িঘর জলের তলায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে ত্রাণসামগ্রী নিয়ে দুটি দল হাজির হয় রাজ্যের দুই প্রান্তে।