বকখালিতে চলছে প্রচার

South 24 Pargana News: আছড়ে পড়ছে ঢেউ…! সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা উপকূলে! বকখালিতে অশনি সঙ্কেত

দক্ষিণ ২৪ পরগনা: ধীরে ধীরে আবহাওয়া প্রতিকূল হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায়। নদী ও সমুদ্রে বাড়ছে জলস্তর। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। যদিও আগে থেকেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। যারপর বকখালি সমুদ্র সৈকতে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে মাইকে প্রচার করা হয়। পর্যটকদের সমুদ্রে না নামার জন্য অনুরোধ করা হয়েছে।

সমুদ্রতীরবর্তী এলাকা মৌসুনী দ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগর-সহ একাধিক এলাকায় যে বাঁধ রয়েছে সেখানে জল আঘাত করছে। এই জলোচ্ছ্বাসের সতর্কতার পর বাঁধ সংস্কারের দাবিতে আবারও সরব হয়েছে স্থানীয়রা। বৈশাখ মাসেই নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে শুনে আতঙ্কিত স্থানীয়রা। বর্ষাকালে তাহলে কি হবে সেদিকে তাকিয়ে সকলে। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জলের স্তর বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে শক্তিশালী দক্ষিণ-পশ্চিমী বায়ু…, ৭ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা! আগামী তিনদিন কী হবে বাংলায়? IMD-র মেগা আপডেট

এদিকে বকখালিতে এই মাইক প্রচারের পরই পর্যটকদের আনাগোনাও কমেছে। স্থানীয় ফ্রেজারগঞ্জের বেশ কিছু এলাকায় স্থানীয় বাসিন্দারা বাঁধ পাহারা দিচ্ছেন। সবাই এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। জলোচ্ছ্বাস হলে তা ভয়ানক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

নবাব মল্লিক