Murshidabad News:বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু! অ্যাম্বুল্যান্স দেহ ফেলে রেখে গেল বাড়িতে

মুর্শিদাবাদ: বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে রানিনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম আইনুল হক। জানা গিয়েছ, রাতের অন্ধকারে একটি আমবাগানের মধ্যে চলছিল বোমা বাঁধার কাজ। সেখানেই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয় আইনুল হক। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

ভোররাতে একটি অ্যাম্বুল্যান্সে করে কেউ একজন মৃতদেহ বাড়িতে রেখে যায়। মৃতদেহ দেখতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। ঘটনাস্থলে বিস্ফোরণ ও রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে। জানাজানি হতেই ওই আমবাগানে ভিড় জমান স্থানীয়রা।

আরও পড়ুন: রাতটা কি শম্পারও ছিল না!,’ রক্তাক্ত-আহত মহিলাকর্মীর ছবি প্রকাশ্যে এনে প্রশ্ন পুলিশের

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানিনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানিনগর থানার পুলিশ।

আরও পড়ুন: ‘এটা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর পুলিশ নয়,’ উপ নির্বাচনের জন্যই সবকিছু? সন্দেশখালি মনে করালেন মমতা

জানা যায়, দিনমজুরের কাজ করতেন আইনুল হক। পরিবারে স্ত্রী, তিন ছেলে রয়েছে। তবে পরিবারের অভিযোগ ফোন করে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে আইনুল হককে। এলাকাবাসী গোলাম মর্তুজা বলেন, ‘‘রাতে একবার বোমা বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া গিয়েছিল। আমরা মনে করেছিলাম হয়ত বাজি ফাটানোর আওয়াজ। সকাল হতেই জানতে পারি এই ঘটনা ঘটেছে।’’

মৃতের দিদি পারভিন খাতুন বলেন, ‘‘রাতে একটা ফোন পেয়ে আমার ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই আমার ভাইকে খুন করা হয়েছে।’’

মৃতের দাদা নমাদি সেখ বলেন, ‘‘সারারাত ভাই বাড়ি না ফেরায় আমরা দুশ্চিন্তায় ছিলাম। ভোরের দিকে একটা অ্যাম্বুল্যান্স ভাইয়ের মৃতদেহ বাড়ি নিয়ে আসে। অ্যাম্বুল্যান্স চালক ছাড়া আর কেউ ছিল না। আমরা ভাইকে মৃত অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। তবে গাড়ির নম্বরটা না দেখে ভুল করে ফেলেছি। আমার ভাইকে খুন করা হয়েছে। আমি চাই পুলিশ তদন্ত করে খুনিদের গ্রেফতার করুক।’’