Bhatar Hospital Incident: ‘আর জি করে কী হয়েছে জানেন তো?, ’ চাকরি খোয়ালো ভাতার হাসপাতালে হুমকি দেওয়া সিভিক ভলান্টিয়ার

দক্ষিণবঙ্গ: আর জি কর কাণ্ডে তরুণীকে খুন ও ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই পুলিশের জালে এক সিভিক ভলান্টিয়ার৷ আর ঠিক সেই সময়েই আরেক সিভিক ভলান্টিয়ারের তাণ্ডবের সাক্ষী হল ভাতার স্টেট জেনারেল হাসপাতাল৷ অভিযোগ, হাসপাতালের এক মহিলা চিকিৎসককে মত্ত অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার নাকি হুমকি দিয়েছে, ‘‘আর জি করে কী হয়েছে জানেন তো?’’

ঘটনাটি সামনে আসার পরেই গত শনিবার বিকেলে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ৷ রবিবারই চাকরি থেকে বরখাস্ত করা হয় সুশান্ত রায় নামের ওই সিভিক ভলান্টিয়ারকে৷ তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ৷ রবিবার ধৃতকে তোলা হয় বর্ধমান আদালতে৷ আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে৷

আরও পড়ুন: ঘটনার ৪৮ ঘণ্টা পরে পদক্ষেপ! সরানো হল আর জি কর হাসপাতালের সুপারকে

সূত্রের খবর, সুশান্ত রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারের ডিউটি ছিল ভাতার হাসপাতালে। কিন্তু, গভীর রাতে ওই সিভিক ভলান্টিয়ার মত্ত অবস্থায় হাসপাতালের এক মহিলা চিকিৎসকের কাছে যায় বলে অভিযোগ।

উপস্থিত অন্য রোগীদের ছেড়ে তার চিকিৎসা করার জন্য জোরাজুরি করতে শুরু করে সে৷ চিকিৎসক বিনয়ের সঙ্গে অপেক্ষা করতে বললেও সে থামে না৷ উল্টে ওই মহিলা চিকিৎসককে হুমকি দেয়, ‘‘আর জি করে কী হয়েছে জানেন তো?’’

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

এর পরেই হাসপাতালে উপস্থিত অন্যান্য সিভিক ভলান্টিয়ারদের ডেকে পাঠান ওই চিকিৎসক৷ খবর দেন থানায়৷ শনিবার বিকেলে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়৷

Saradindu/ sandip, Burdwan