গাড়ি থেকে দুধ সংগ্রহ করতে হুড়োহুড়ি

Milk Van: হঠাৎ বালতি-বোতল নিয়ে দৌড়, গাড়ি ফুটো হয়ে চুঁইয়ে পড়া দুধ নিতে সে কী হুড়োহুড়ি

হুগলি: কেউ হাতে নিয়ে বালতি, কেউ আবার বোতল হাতে হাজির। সকলের একটাই উদ্দেশ্য দুধ নেওয়া! তার জন্য সে কী হুড়োহুড়ি। তবে পয়সা দিয়ে কিনে নয়, বরং দুধের গাড়ি ফুটো হয়ে সেখান থেকে লিক করে পড়া দুধ নিতেই এই হুড়োহুড়ি পড়ে যায় চন্ডীতলায়।

মঙ্গলবার সকালে চন্ডীতলায় দুধের ট্যাঙ্কার লিক করে ঘটে বিপত্তি। তারপর দুধের ট্যাঙ্কার থেকে দুধ সংগ্রহ করতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, মঙ্গলবার সকালে হুগলি থেকে কলকাতার যাচ্ছিল ওই দুধের ট্যাঙ্কার। চন্ডীতলার কাছে আচমকা দুধের ট্যাঙ্কারটি লিক করে। চালক বুঝতে পেরে চন্ডীতলা বাজারের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে দেয়। টপ টপ করে ট্যাঙ্কার থেকে দুধ পড়তে দেখে স্থানীয়রা বোতল-বালতি নিয়ে হাজির হয়ে যান। তবে এই দুধ সঠিকভাবে প্রক্রিয়াকরণ না হওয়ার আগে খেলে শারীরিক ক্ষতি হবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকে।

আর‌ও পড়ুন: নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হাত মৃৎশিল্পীদের, থমকে প্রতিমা গড়ার কাজ

এই বিশ্বাস স্থানীয় বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, সকালবেলায় দুধের গাড়ি বেরিয়েছিল কলকাতা যাওয়ার জন্য। তবে মাঝ রাস্তায় গাড়ির লিক করে কাত হয়ে যায়। তারপর থেকে রাস্তায় পড়তে থাকে দুধ। তাই দেখেই এলাকাবাসীরা, বোতল বালতি হাতে জড়ো হয়েছেন দুধ সংগ্রহ করার জন্য। যদি তাঁরা দুধ নিজেরা না নিতেন তাহলে তা পুরোটাই রাস্তায় পড়ে নষ্ট হয়ে যেত। সেই কারণে তাঁরা এই দুধ সংগ্রহ করে বাড়ি নিয়ে যান।

রাহী হালদার