Tag Archives: South Korea

Independence Day: ১৫ই অগাস্ট ভারত ছাড়া আর কোন কোন দেশে পালিত হয় স্বাধীনতা দিবস? জেনে নিন

১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে, জাতীয় সংগীতে গমগম করে উঠবে আসমুদ্রহিমাচল। কিন্তু, জানেন কী এই দিন ভারত ছাড়াও আরও কতগুলি দেশের স্বাধীনতা দিবস এই একই দিনে? ভারত ছাড়াও মোট পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস এই দিন পালিত হয়।
১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে ৭৮তম স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। প্যারেডে, জাতীয় সংগীতে গমগম করে উঠবে আসমুদ্রহিমাচল। কিন্তু, জানেন কী এই দিন ভারত ছাড়াও আরও কতগুলি দেশের স্বাধীনতা দিবস এই একই দিনে? ভারত ছাড়াও মোট পাঁচটি দেশেরও স্বাধীনতা দিবস এই দিন পালিত হয়।
দক্ষিণ কোরিয়া- এই দিনটি দুই কোরিয়ার পক্ষেই বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে ন্যাশনাল লিবারেশন ডে অফ কোরিয়া বলে অভিহিত করা হয়। এই দিনেই জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করে। ১৯৪৫ সালে স্বাধীন হয় তাঁরা।
দক্ষিণ কোরিয়া- এই দিনটি দুই কোরিয়ার পক্ষেই বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে ন্যাশনাল লিবারেশন ডে অফ কোরিয়া বলে অভিহিত করা হয়। এই দিনেই জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে নিজেদের স্বাধীনতা অর্জন করে। ১৯৪৫ সালে স্বাধীন হয় তাঁরা।
উত্তর কোরিয়া- দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়ে তাঁরা আলাদা হলেও, তাঁদের স্বাধীন হওয়ার দিনটা কিন্তু এখনও এক। তাই উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়াজাল বিস্তৃত থাকলেও দুই দেশের স্বাধীনতা দিবস কিন্তু সেই ১৫ই অগাস্ট।
উত্তর কোরিয়া- দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়ে তাঁরা আলাদা হলেও, তাঁদের স্বাধীন হওয়ার দিনটা কিন্তু এখনও এক। তাই উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কাঁটাতারের বেড়াজাল বিস্তৃত থাকলেও দুই দেশের স্বাধীনতা দিবস কিন্তু সেই ১৫ই অগাস্ট।
বাহারিন ভারতের মতই এই দেশও ব্রিটিশের শাসনে ছিল। এই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ১৯৭১ সালে। এই উপসাগরীয় দেশই প্রথম খনিজ তেল খুঁজে পায় এবং তা পরিশোধন করা শুরু করে। তা শুরু হয় ১৯৩১ সালে। ১৯৭১ সালের ১৪ই অগাস্ট স্বাধীনতা পেলেও স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ই অগাস্ট।
বাহারিন ভারতের মতই এই দেশও ব্রিটিশের শাসনে ছিল। এই দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ১৯৭১ সালে। এই উপসাগরীয় দেশই প্রথম খনিজ তেল খুঁজে পায় এবং তা পরিশোধন করা শুরু করে। তা শুরু হয় ১৯৩১ সালে। ১৯৭১ সালের ১৪ই অগাস্ট স্বাধীনতা পেলেও স্বাধীনতা দিবস পালিত হয় ১৫ই অগাস্ট।
রিপাবলিক অফ কঙ্গো এই দিন কঙ্গোকে কঙ্গোলেজ ন্যাশনাল ডে হিসাবে পালিত হয়। ফ্রান্সের থেকে এই দেশ স্বাধীনতা পায় ১৯৬০ সালের ১৫ই অগাস্ট।
রিপাবলিক অফ কঙ্গো এই দিন কঙ্গোকে কঙ্গোলেজ ন্যাশনাল ডে হিসাবে পালিত হয়। ফ্রান্সের থেকে এই দেশ স্বাধীনতা পায় ১৯৬০ সালের ১৫ই অগাস্ট।
লিকটেনস্টাইন পৃথিবীর ষষ্ঠ ছোট দেশ হল লিকটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই অগাস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশ। এই দিন আতসবাজির রোশনাইতে ভরে যায় এই দেশের আকাশ
লিকটেনস্টাইন পৃথিবীর ষষ্ঠ ছোট দেশ হল লিকটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই অগাস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশ। এই দিন আতসবাজির রোশনাইতে ভরে যায় এই দেশের আকাশ।

Robot destroys self: টানা ৯ ঘণ্টা কাজ, অবসাদে ‘আত্মহত্যা’ করল রোবট! চাপের কাছে হার মানল যন্ত্রও?

গুমি, দক্ষিণ কোরিয়া: কাজের চাপে কি ভেঙে পড়তে পারে রোবটরাও? শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তরটা হ্যাঁ৷ কারণ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়৷ সেখানকার গুমি সিটি কাউন্সিলে নাগরিক পরিষেবার কাজে নিযুক্ত একটি রোবট নাকি কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হয়েছে৷ এই ঘটনা সামনে আসার পর দাবি করা হচ্ছে, পৃথিবীতে এটিই প্রথম কোনও রোবটের আত্মহত্যার ঘটনা৷

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অজানা কারণে ওই রোবটটি ইচ্ছাকৃত ভাবে সিঁড়ির উপর থেকে নিজেকে ফেলে দেয়৷ গত ২৬ জুন এই ঘটনা ঘটে৷ গুমি সিটি কাউন্সিলের দফতরেই দোতলা এবং তিনতলার মধ্যে রোবটটির ভাঙাচোড়া অংশ উদ্ধার হয়৷

আরও পড়ুন: ভীমরুলের চাকে আগুন দিতে গিয়ে গৃহস্থের সর্বনাশ, ডাকতে হল দমকল! শিলিগুড়িতে আতঙ্ক

ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, রোবট সুপারভাইজার হিসেবে কর্মরত ওই রোবটটি খুবই পরিশ্রমী হিসেবে ওই অফিসে পরিচিত ছিল৷ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ডিউটি থাকত তার৷
ডেইলি মেল-এর ওই রিপোর্টে দাবি করা হয়েছে, কাজের অতিরিক্ত চাপের কারণেই আত্মঘাতী হয়েছে রোববটি৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সিঁড়ি থেকে নীচে ঝাঁপ দেওয়ার আগে রোবটটি এক জায়গায় বেশ কিছুক্ষণ চক্কর কাটতে থাকে৷ তার পরই সেটি নীচে ঝাঁপ দেয়৷ কেন এবং কী কারণে রোবটটি পড়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে৷

২০২৩ সালে এই রোবট অফিসারকে কাজে নিযুক্ত করা হয়েছিল৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল সে৷ নাগরিকদের বিভিন্ন ধরনের নথি পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের তথ্য দিয়েও সাহায্য করত সে৷
ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা ওই রোবটটিকে তৈরি করেছিল৷ রোবটটির ভাঙা অংশগুলি সংগ্রহের পর তথ্য বিশ্লেষণ করে ঘটনার কারণ খতিয়ে দেখছেন ওই সংস্থার বিশেষজ্ঞরা৷

Bamboo Salt: প্রাচীন কোরিয়ার সন্ন্যাসীদের তৈরি ‘ব্যাম্বু সল্ট’ এখন বাংলায়! এই উপকারী নুনের ক্ষমতা জানুন

দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট। প্রাচীন কোরিয়ায় ব্যবহৃত হতো এই উপকারী নুন। শুনতে অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, এটাই এখন বাস্তব।

দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠে তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট। নিমপীঠের নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া। কী এই জাইকম সল্ট? জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত ১০০০ বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার’রা তৈরি করতেন। উন্নত মানের বাঁশ এবং সামুদ্রিক লবন উচ্চ তাপমাত্রায় মিলিয়ে প্রস্তুত করা হয় এই বিশেষ ব্যাম্বু সল্ট।

আরও পড়ুন: কুকুরের তাড়া খেয়ে জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ তারপর যা হল

এই নুন মানব দেহের হজম শক্তি, রোগ প্রতিরোধ প্রক্রিয়া বৃদ্ধি করে। এই লবণে রয়েছে অধিক মাত্রায় মিনারেল, ম্যাগনেসিয়াম, ক্যালশিয়াম, আয়রন এবং পটাসিয়াম। যা হৃদযন্ত্রকে ভাল রাখে এবং চর্ম রোগ দূর করে। প্রতিদিন এই লবন ব্যাবহারে ব্যাকটেরিয়া, ছত্রাকের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। এই লবণে রয়েছে আলকালাইন, যা মানব দেহে পিএইচ মাত্রার সমতা বজায় রাখে।

কীভাবে তৈরি হয় এই লবন? সামুদ্রিক লবন এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ মূল উপকরণ এই লবন তৈরিতে। প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশ কাটা হয়। তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবন ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় আগুনে পড়ানো হয়। এতে বাঁশের সমস্ত উপাদান লবণের সঙ্গে মিশে যায়। এই প্রক্রিয়া ৩ বার করা হয়। তারপর এই লবন বেটে প্রস্তুত করা হয় এই ব্যাম্বু সল্ট। যদিও এই লবন ভারতের বাজারে দুষ্প্রাপ্য। এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া জানান, এই লবণ বহু মূল্যবান মানব দেহের জন্য, অত্যন্ত উপকারী। এই লবণ তৈরি করে তিনি বর্তমানে লাভের মুখ দেখেছেন। চান ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের সঙ্গে যুক্ত হোক। এতে কর্মসংস্থানের সমস্যা অনেকটাই দূর হবে।

সুমন সাহা

Singer Death: ৩০-এই সব শেষ! রহস্যমৃত্যু বিশ্বখ্যাত গায়িকার, বন্ধুদের সঙ্গে মদ্যপান করতে করতে হঠাৎ… মর্মান্তিক!

নামিয়াংজু: মাত্র ৩০-এই চলে গেলেন বিশ্ববিখ্যাত কোরিয়ান পপ গায়িকা। মর্মান্তিক ঘটনায় গতকাল ১১ এপ্রিল মৃত্যু হয় পার্ক বো রামের। দক্ষিণ কোরিয়া ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। কে-পপ ভক্তদেরা স্তম্ভিত। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা। এই বছর সঙ্গীতশিল্পে ১০ বছর পূর্ণ হত তাঁর। পাশাপাশি এই উপলক্ষে নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন পার্ক বো রাম।

আরও পড়ুন: শুরুতেই শেষ! পথদুর্ঘটনায় চলে গেলেন তরুণ নায়ক, জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যুতে কাঁদছে ইন্ডাস্ট্রি

তাঁর সংস্থার বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘XANADU এন্টারটেইনমেন্টের তরফে আমরা একটি খারাপ খবর দিতে চলেছি। পার্ক বো রাম ১১ এপ্রিল গভীর রাতে হঠাৎ মারা যান। XANADU এন্টারটেইনমেন্টের সমস্ত শিল্পী এবং নির্বাহীরা গভীর শোকে রয়েছি। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে আলোচনা করে শেষকৃত্য করা হবে। আমরা মৃত ব্যক্তির প্রতি গভীর সমবেদনা জানাই যাতে তিনি শান্তিতে বিশ্রাম নিতে পারেন।’

নামিয়াংজু থানার অফিসাররা দাবি করেছেন, পার্ক বো রাম মৃত্যুর কয়েক ঘণ্টা আগে বন্ধুদের পার্টিতে ছিলেন। তিনি আরও দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুসারে, গায়িকা রাত ৯:৫৫ নাগাদ ওয়াশরুমে যাওয়ার জন্য ওঠেন। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ফিরছেন না দেখে যখন তাঁর বন্ধুরা দেখতে যান, দেখা যায় অচেতন অবস্থায় সিঙ্কের কাছে পড়ে আছেন। অ্যাম্বুল্যান্স ডেকে তাঁর বন্ধুরা সিপিআর দিচ্ছিলেন। বো রামকে হানিয়াং ইউনিভার্সিটি গুরি হাসপাতালে নিয়ে যান যেখানে রাত ১১:১৭-এ তাঁকে মৃত ঘোষণা করা হয়।

ব্রাজিলকে কিন্তু সহজে ছেড়ে দেব না ! হুঙ্কার দিয়ে রাখলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সং

#দোহা: এই মুহূর্তে এশিয়ার সেরা ফুটবলার তাকে বলা যায় চোখ বন্ধ করে। দক্ষিণ কোরিয়া অধিনায়ক সং হিউ মিন নতুন স্বপ্ন দেখছেন কাতারের মাটিতে। শেষ ম্যাচে দুর্দান্ত খেলে রোনাল্ডোর পর্তুগালকে হারিয়েছে তারা। জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬ জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। তাই এক ইঞ্চি জমিও প্রতিপক্ষকে ছাড়তে চান না সং।

সোমবার সামনে ব্রাজিল। বলে দেওয়ার দরকার নেই ফুটবল পণ্ডিতরা এই খেলায় কোন দলকে ফেভারিট ধরবেন। নেইমার ফিরবেন মোটামুটি নিশ্চিত। তাছাড়াও রড্রিগো, ভিনি, রিচারলিসনদের মত বিশ্বের সেরা ফুটবলার রয়েছে হলুদ জার্সিতে। ফুটবল কৌলিন্যের বিচারে তুলনাই হয় না ব্রাজিলের সঙ্গে দক্ষিণ কোরিয়ার।

আরও পড়ুন – রোনাল্ডোকে অপমান কোরিয়ার ফুটবলারের! মাঠেই হতে পারত চরম হাতাহাতি

সং হিউ মিন কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন পর্তুগালকে হারানোর পর আমাদের আত্মবিশ্বাস চরমে। ব্রাজিলকে ছেড়ে দেব না সহজে। ওরা বিশ্বের সেরা দল। কিন্তু আমরা জেতার জন্যই নামব। দক্ষিণ কোরিয়া এখন আর পেছনে ফিরে তাকাতে চায় না। পাশাপাশি সং মনে করেন অধিনায়ক হিসেবে তিনি বিশ্বকাপে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরতে পারেনি এখনও পর্যন্ত।

তবে আশা করছেন ব্রাজিল ম্যাচে জ্বলে উঠবেন। দলের সতীর্থদের মরিয়া লড়াই এবং হার না মানা মনোভাবের প্রশংসা করেছেন টটেনহ্যাম তারকা। কিম, চো, হোওয়াং – এরা নিজেদের জীবন দিয়ে দিচ্ছেন। দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেনটো নিজে একজন পর্তুগিজ।

পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে কার্ড দেখার কারণে গ্যালারিতে ছিলেন। কিন্তু ছেলেদের লড়াই দেখে তিনি মুগ্ধ। প্রবল পরাক্রমশালী ব্রাজিলকে নকআউট ম্যাচে এশিয়ার বাঘেরা যে ১ ইঞ্চি জমি ছেড়ে দেবে না সেটা দর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তিনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সামনে। কিন্তু ভয় নেই দক্ষিণ কোরিয়ার। তাদের হারানোর কিছু নেই, সবটাই পাওয়ার আছে।

যেন ‘মৃত্যুর উৎসব’! কেউ পদপিষ্ট, কারও হার্ট অ্যাটাক হয়ে মৃত ১৫০-আহত ১৫০

#সিওল: হ্যালোউইন উৎসব নিমেষের মধ্যে হয়ে গেল মৃত্যুপুরী। দক্ষিণ কোরিয়ায় শনিবার অনুষ্ঠিত হ্যালোউইন উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ১৫০ জনের। গুরুতর আহত আরও ১৫০ জন। রাজধানী সিওলের ইতায়ুনের একটি সরু গলিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, উৎসবে ভিড়ের চাপেই এমন ঘটনা। উদ্ধারকাজ শুরুর পরও বহু মানুষ বিভিন্ন স্থানে আটকে ছিলেন বহু সময়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

ইতিমধ্যে ঘটনার পর জরুরি মিটিং ডেকেছেন দক্ষিণ কোরিয়ায় ইয়ুক সুক ইয়েওল৷ যে ক’জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অনেকেরই কার্ডিয়্যাক অ্যারেস্ট হয়েছে বলেও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে৷ বাকিরা পায়ের তলায় পিষে মারা গিয়েছেন। করোনার অতিমারির পরে প্রথমবার নো-মাস্ক হ্যালোইন পার্টিতে অংশ নিয়েছিলেন প্রায় ১ লক্ষ মানুষ৷

আরও পড়ুন: মাল নদীর ঘটনা ভুলে মহানন্দার বুকে ফের অস্থায়ী ছট-বেদী, ভাঙতেই তুমুল বিতর্ক শিলিগুড়িতে

৩১ অক্টোবর হ্যালোউইন। তা পালনের জন্য রাজধানী সিওলের প্রাণকেন্দ্রে একটি বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন মানুষজন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, শনিবার রাতে সেখানকার আইটেওন জেলায় ওই বাজারে প্রায় লক্ষ লোকের ভিড় হয়েছিল। একটি সরু গলিতে কয়েকশো দোকানের ভিতর বহু ক্রেতা ছিলেন। রাস্তায়ও জমায়েত ছিল। সে সময়ই এই বিপর্যয় ঘটে। শনিবার মাঝরাতের কিছু আগে ওই বাজারে ভিড়ের চাপ বাড়তে থাকে। তার জেরে একটি হোটেলের কাছে অনেকে জ্ঞান হারান।

আরও পড়ুন: ঘুম থেকে ওঠার পরই ক্লান্তি ঘিরে ধরে? সাবধান না হলে বড় বিপদ হতে পারে!

দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন, তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল জরুরি বৈঠক ডেকেছেন। কী ভাবে এমন ঘটল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।