Euro 2024: ৯০ বছরে যা হয়নি তাই ঘটল এবার, একইসঙ্গে ইউরোর ইতিহাসে প্রথম হল এমন রেকর্ড

স্টুটগার্ট: ইতিহাসের সাক্ষী থাকল ইউরো ২০২৪-এর স্পেন বনাম জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে আয়োজক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল স্প্যানিশ আর্মাডারা। ম্যাচ জিতে শুধু সেমিফাইনালের টিকিট পাকা করা নয়, ইউরো কাপের ইতিহাসে একাধিক রেকর্ড তৈরি করল স্পেন।

স্টুটগার্টে ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় স্পেন ও জার্মানির। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও জালে বল জড়ায়নি। প্রথমার্ধে স্পেনের দাপট যদিও বেশি ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্প্যনিশ আর্মাডারা। ইয়ামালের পাস থেকে গোল করে দলকে এগিয়ে ড্যানি ওলমো।

গোল হজম করার পর খোলস ছেড়ে বেরোয় জার্মানরা। তারপর ৯০ মিনিট পর্যন্ত চলে জার্মান ঝড়। একটা সময় জার্মান অ্যাটাকে নড়বড়ে দেখাচ্ছিল স্প্যানিশ রক্ষণকে। ম্যাচের ৮৯ মিনিটে গোল করে জার্মানিকে সমতায় ফেরান রিটজ। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা চলে। একটি সময় মনে হচ্ছিল টাইব্রেকার নিশ্চিত। কিন্তু ১১৯ মিনিটে মাইকেল মেরিনো হেড থেকে গোল করে স্পেনের জয় নিশ্চিত করে দেন।

আরও পড়ুনঃ Rohit Sharma: টিম ইন্ডিয়া পেয়ে গেল দ্বিতীয় রোহিত শর্মা! কে সেই ক্রিকেটার? জানলে অবাক হবেন

এই জয়ের ফলে তিনটি বড় রেকর্ড গড়ল স্পেন। স্পেনের কাছে হেরে প্রথমবার ইউরো কাপের ইতিহাসে কোনও আয়োজক দেশ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। একই সঙ্গে ১৯৩৫ সালের পর প্রথমবার জার্মানির মাটিতে জার্মানকে হারাল স্পেন। এর পাশাপাশি ২০১৬ থেকে টানা এখনও পর্যন্ত ২৬ ম্যাচ প্রথমে গোল করলে ম্যাচ না হারার রেকর্ডও গড়ল স্প্যানিশ আর্মাডারা।