পুজোর ছুটিতে দারুণ উপহার রেলের!

Special Train in Pujo: পুজোর ছুটিতে দারুণ উপহার রেলের! ৬৩০০ নতুন বার্থ, ঘুরতে যাওয়ার টিকিট হাতের মুঠোয়

কলকাতা: ভ্রমণপিপাসু বাঙালির জন্য দারুণ সুখবর। পুজো উপলক্ষে মালদহ থেকে দিঘা স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। অতিরিক্ত ৬৩০০ বার্থ পাওয়া যাবে পুজোর সময়। দিঘার সমুদ্রসৈকত বরাবরই বাঙালির প্রিয়। পুজোর সময় ভ্রমণপ্রিয় বাঙালির যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে পূর্ব রেল আগামী ৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে চালাবে এই স্পেশাল ট্রেন।

প্রতি শনিবার (৯ ট্রিপ) মালদহ থেকে দিঘা পর্যন্ত এবং ৬ অক্টোবর থেকে ১ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের প্রতি রবিবার (৯ ট্রিপ) দিঘা থেকে মালদহ পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে। এর ফলে, মালদহ থেকে সরাসরি দিঘা যাওয়া আরও সহজ হল। আসন্ন দূর্গাপূজা, কালীপূজা ও ছট পুজোয় নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন আপামর বাঙালি।

আরও পড়ুন- সাবধান! সোশ্যাল মিডিয়ায় আরজি কর ধর্ষিতার ছবি-তথ্য পোস্ট করা যাবে না, কড়া নির্দেশ হাইকোর্টের

03465 এই স্পেশাল ট্রেনটি অক্টোবর মাসের ৫, ১২, ১৯ ও ২৬ তারিখ এবং নভেম্বর মাসের ২, ৯, ১৬, ২৩ ও ৩০ তারিখ প্রত্যেকটি শনিবার দুপুর ১টা বেজে ২৫ মিনিটে মালদহ থেকে ছেড়ে পরের দিন ভোর ৪টের সময় দিঘায় পৌঁছবে।

অন্য দিকে, 03466 স্পেশাল ট্রেনটি অক্টোবর মাসের ৬, ১৩, ২০ ও ২৭ তারিখ এবং নভেম্বর মাসের ৩, ১০, ১৭ ও ২৪ তারিখ প্রতি রবিবার দিঘা থেকে ভোর ৫টার সময় যাত্রা শুরু করবে এবং ওই দিন সন্ধ্যা ৬টায় মালদহে পৌঁছবে। ট্রেনটি উভয় দিকের যাত্রাপথে রামপুরহাট, সাঁইথিয়া, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে। এই স্পেশাল ট্রেনের বুকিং শুরু হয়েছে।