ছাত্র-ছাত্রী

Bangla Video: বিশেষভাবে সক্ষমদের জন্য বিনামূল্যে পাঠদান ও কর্মসংস্থানের উদ্যোগ নিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

উত্তর দিনাজপুর: কেউ কানে শুনতে পারে না, কেউ আবার কথা বলতে পারে না ,আবার কেউ আবার চোখে দেখতে পারে না । সদ্য স্কুল বা কলেজে ভর্তি হলেও আর পাঁচ জন ছাত্রছাত্রীদের সঙ্গে ক্লাস করতে তীব্র অনিহা। এসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের এবার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃ আয় হয়না তেমন, তবুও রীতি মেনেই ডাকের সাজ বানাতে ব্যস্ত শিল্পীরা!

প্রতি রবিবার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে বিনামূল্যেই হচ্ছে বিশেষ সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য পাঠদান। শুধু গতানুগতিক পাঠদানই নয় এই বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের নৃত্য ,সংগীত, আবৃত্তি শেখানো হচ্ছে একেবারেই বিনামূল্যে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: দেবাশীষ বিশ্বাস জানান, প্রায় এক বছর আগে বিশ্ববিদ্যালয়েরসক্ষম সংস্থার উদ্যোগে এই বিশেষ পাঠদানের কর্মসূচি চালু করা হয়।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদ্যোগে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিশুদের যে সমস্ত বিষয় অসুবিধে হচ্ছে সে সমস্ত বিষয়ে হাতে-কলমে ধরে শেখানো হচ্ছে । শুধু জেলা নয় জেলের বাইরে থেকেও ৪০ থেকে ৫০ জন ছাত্র ছাত্রী দূরদূরান্ত থেকে এখানে এই বিশেষ ক্লাসে অংশগ্রহণ করেন। আগামীতে যাতে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানের সুযোগ পায় সেদিকে চেষ্টা করা হবে বলে জানা যায়।

পিয়া গুপ্তা