ইলেকট্রিক গাড়িতে বসে শম্ভু দাস

Electric Van: বিশেষ ভাবে সক্ষমদের এই গাড়ি কমিয়ে দিচ্ছে কষ্ট! মুখে হাসি ফুটছে এই মানুষদের

কোচবিহার: রাস্তা দিয়ে ছুটে চলেছে এক নতুন ইলেকট্রিক ভ্যান। ভ্যানের সামনে গিয়ে যা দেখতে পাওয়া গেল এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি এই ভ্যান চালাচ্ছেন। একটা সময় পর্যন্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এই ধরনের ভ্যান হাতের মাধ্যমে চালাতে হতো। তবে বর্তমান সময়ে এই বিশেষ ভ্যান ইতিমধ্যেই বহু মানুষের পছন্দের হয়ে উঠেছে। ব্যাটারিচালিতএই ভ্যানেটি একবার সম্পূর্ণ চার্জ করলে আনুমানিক ১০০ কিলোমিটার পর্যন্ত চলাচল করা সম্ভব। এছাড়াও এই ভ্যানের মধ্যে হেডলাইট ও ইন্ডিকেটর এবং একটি ক্যারিয়ারও রয়েছে।

কোচবিহারে এক ব্যক্তি এক মারাত্মক অসুস্থতার কারণে বিশেষভাবে সক্ষম হয়ে পড়েন। শম্ভু দাস জানান,”পায়ের ইনফেকশনের কারণে চিকিৎসকরা তার দুটি পা বাদ দিয়েছেন। তারপর থেকে তার এই যাত্রাপথ। তবে হাতে চালানো ভ্যান ব্যবহার করে অনেকটাই সমস্যায় পড়তে হতো। বর্তমান সময়ে এই বিশেষ ভ্যান তিনি রীতিমতো খুশি। এই ভ্যানের মাধ্যমে চলাফেরা করতে বিন্দুমাত্র সমস্যায় পড়তে হয় না তাঁকে।”

তিনি আরও জানান,তাঁর মতন আরও বহু মানুষ যাতে এই ধরনের ভ্যান ব্যবহার করতে পারেন। সেজন্য তিনি সরকারের কাছে অনুরোধ রেখেছেন। বিশেষভাবে সক্ষমদের এই ভ্যান ব্যবহারের মাধ্যমে জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে।” জেলায় ইতিমধ্যে কয়েকটি ভ্যান বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে দেওয়া হয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Sarthak Pandit