গাঁদা 

পছন্দের গাঁদা ফুল গাছে এই স্প্রে করলেই কেল্লাফতে! ধারে কাছে আসবে না পোকা

উত্তর দিনাজপুর: আপনার পছন্দের ফুল গাছে বেশিফুল আসছে না কিংবা গাছে কুঁড়ি আসতেই মরে যাচ্ছে। এই একটি মাত্র স্প্রে গাছে দিলেই হবে ম্যাজিক?

শুধু শীতকাল নয়, এখন সারা বছরই চাষ হয় গাঁদা ফুলের। একদিকে খরচ কম, অন্যদিকে গাছ থেকে ফুল তোলার পরও দীর্ঘ দিন রাখা যায়। ফলে যে কোনও পরিবেশে সহজভাবে চাষ করা যায়। তাই প্রতিদিন বাড়ছে গাঁদা ফুলের কদর।

আরও পড়ুন- জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন

মূলত দুরকম গাঁদা ফুল চাষ করা হয়। আফ্রিকান গাঁদা ও ফরাসী বা রক্ত গাঁদা ফুল। এই গাঁদা ফুল গরমকাল কিংবা বর্ষায় চাষ করতে গেলে প্রায় সময় বেশ কিছু রোগ পোকার আক্রমণ দেখা যায় গাঁদা ফুল গাছে।

গোড়া পচা, কুঁড়ি পচা এছাড়াও জাব পোকা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের উৎপাত দেখা যায় এই গাঁদা ফুল গাছে। তাই গাছের যত্ন নিতে অবশ্যই এই সময় ঘন ঘন স্প্রে ও কিছু ওষুধ ব্যবহার করুন।

আফ্রিকান গাঁদা হোক বা ফরাসী গাঁদা গরমকালে বা বর্ষায় চাষ করতে গেলেই নিতে হবে বিশেষ যত্ন। গাঁদা ফুল চাষী সন্দীপ সরকার জানান, গাঁদা ফুলের বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায়। এই সব থেকে বাঁচতে গাঁদা ফুল গাছে কেঁচো সার, নিমখোল, গোবরসার-সহ ব্যবহার করতে হবে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস ফ্লুওরেসেন্স এই দুটি জলের মধ্যে মিশিয়ে গাছে ব্যবহার করলেই ছত্রাক জনিত রোগ থেকে মুক্তি পাবেন।

আরও পড়ুন- বিশ্বজুড়ে বাঙালির জয়জয়কার! নিরলস গবেষণায় ৩৪ ‘দানব’ রেডিও গ্যালাক্সি আবিষ্কার

এছাড়াও রোগনাশক আঠা, ফেডার-সহ এই কিছু কিছু জিনিসও গাঁদা গাছের স্প্রে করলেই পাবেন রেজাল্ট। তা হলে আপনার গাঁদা গাছে ফুল না আসে বা ভাইরাস বা ছত্রাকের আক্রমণ দেখা যায়, সেক্ষেত্রে ব্যবহার করুন স্প্রে।

পিয়া গুপ্তা