SRH vs DC: রশিদের ভেল্কিতে কুপোকাৎ দিল্লি ! ১৫ রানে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ: ১৬২/৪ (২০ ওভার)

দিল্লি ক্যাপিটালস: ১৪৭/৭ (২০ ওভার)

১৫ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ

ম্যান অফ দ্য ম্যাচ- রশিদ খান

#আবুধাবি: চলতি আইপিএলে এখনও পর্যন্ত অধিকাংশ দলের যা পারফরম্যান্স ৷ তাতে প্রায় বেশির ভাগ ম্যাচেই লড়াই হয়েছে একেবারে খেলা শেষ হওয়া পর্যন্ত ৷ আবু ধাবিতে মঙ্গলবারের ম্যাচে হয়তো ততটা জমজমাট লড়াই দেখা যায়নি ৷ কিন্তু পরীক্ষায় ঠিকঠাক ভাবে উতরে যেতে সফল সানরাইজার্স হায়দরাবাদ ৷ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এদিন ১৫ রানে ম্যাচ জিতল ডেভিড ওয়ার্নারের দল ৷ এবারের আইপিএলে এটাই তাঁদের প্রথম জয় ৷

নিজেদের প্রথম দুই ম্যাচে হারার পর মঙ্গলবারের ম্যাচ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সানরাইজার্স হায়দরাবাদের জন্য ৷ অবশেষে নিজেদের কাজে সফল ডেভিড ওয়ার্নারের দল ৷ ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দিল্লির ইনিংস শেষ হল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রানে ৷ রশিদ খান-ভুবনেশ্বর কুমারদের দাপটে এদিন ব্যাটিংয়ে বিশেষ সুবিধা করে উঠতে পারেনি শ্রেয়স আইয়ারের দিল্লি ৷

দিল্লির ব্যাটসম্যানদের মধ্যে এদিন সর্বোচ্চ রান ওপেনার শিখর ধাওয়ানের ৷ ৩১ বলে ৩৪ রান করেন তিনি ৷ ঋষভ পন্থ করেন ২৭ বলে ২৮ রান ৷ অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৭), হেটমায়ার (২১), স্টয়নিস (১১) রান পাননি কেউই ৷ মিডল ওভারগুলোতে শ্রেয়সদের মন্থর ব্যাটিংই এদিন ডোবাল দিল্লিকে ৷ ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন সানরাইজার্সের আফগান তারকা রশিদ খান ৷ পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ৷

টস হেরে এদিন আগে ব্যাট করে দিল্লির সামনে জয়ের জন্য ১৬৩ রানের টার্গেট রাখে সানরাইজার্স হায়দরাবাদ ৷ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল ৷

আগের দু’ ম্যাচের ব্যর্থতা কাটিয়ে এ দিন অবশ্য ওপেনিং জুটিতে বড় রান তোলে ডেভিড ওয়ার্নার- জনি বেয়ারস্টো জুটি ৷ প্রথম উইকেটে ৭৭ রান তোলেন তাঁরা ৷ তবে ডেভিড ওয়ার্নার যখন বিপজ্জনক লাগতে শুরু করেছেন, তখনই তাঁকে ফিরিয়ে দেন অমিত মিশ্র ৷ ৩৩ বলে ৪৫ রান করেন সানরাইজার্স অধিনায়ক ৷ তিন নম্বরে নামা মনীশ পান্ডেকেও দ্রুত ফিরিয়ে দেন অমিত ৷ অর্ধশতরান করেন জনি বেয়ারস্টো ৷ ৪৮ বলে ৫৩ করেন তিনি ৷

তবে এ দিনই প্রথম এগারোয় সুযোগ পেয়ে ফের একবার নিজের জাত চেনালেন কেন উইলিয়ামসন ৷ প্রথম দু’ম্যাচে তাঁকে বাইরে রেখেই দল সাজিয়েছিল হায়দরাবাদ ৷ এ দিন অবশ্য সেই ভুল করেনি তারা ৷ দলে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ৷ ২৬ বলে ৪১ রান করেন তিনি ৷

দিল্লির হয়ে এ দিনও বল হাতে সবথেকে সফল কাগিসো রাবাদা ৷ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি৷ ৩৫ রানে ২ উইকেট নেন অমিত মিশ্রও ৷