হার ভারতের।

India vs Sri Lanka: শ্রীলঙ্কার স্পিনারদের কাছে মুখ থুবড়ে পড়লেন রোহিতরা! লজ্জার হার ভারতের

কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হার ভারতের। আশালঙ্কা এবং ভ্যান্ডারসের স্পিনের কাছে অসহায় আত্মসমর্পণ করল বিরাট, রোহিত সমৃদ্ধ ভারতীয় ব্যাটিং লাইন আপ। শ্রীলঙ্কার ২৪০ রানের জবাবে ২০৮ রানেই শেষ হয়ে গেল ভারতের ইনিংস, ৩২ রানে হারলেন রোহিতরা।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৭৪ রানের উল্লেখযোগ্য পার্টনারশিপ করে শ্রীলঙ্কা। তারপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। পরে দুনিথ ওয়ালালাগে ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে করে ২০০ পার করে শ্রীলঙ্কা।

আরও পড়ুন: সেমিফাইনালে গতবারের সোনাজয়ীর কাছে হার লক্ষ্য সেনের! লড়বেন ব্রোঞ্জের জন্য

দলগত ব্যাটিংয়ে ভর করেই ২৪০ রানে পৌছোয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪০ রান করেন আভিস্কা ফার্নান্ডো ও কামিন্ডু মেন্ডিস। এছাড়া ৩৯ রান করেন ওয়াসালাগে, কুশল মেন্ডিস ৩০ ও চারিথ আসলঙ্কা ২৫ রান করেন। ভারতের হয়ে এদিন সর্বোচ্চ ৩টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া কুলদীপ যাদব ২টি, একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

পরে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিলের ব্যাটে ভর করে মাত্র ১৩.২ ওভারেই ৯৭ রান তোলে ভারত। ৪৪ বলে ৬৪ রানের মাথায় রোহিত শর্মা আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ২৩.১ ওভারে ১৪৭ রানের মাথায় ৬ উইকেট পড়ে যায় ভারতের। শূন্য রানে সাজঘরে ফেরেন কেএল রাহুল এবং শিবম দুবে। পরে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই করেন| অক্ষর প্যাটেল ৪৪ বলে ৪৪ করে আউট হন, তার পরে ১৫ রানে ওয়াশিংটন আউট হতেই আরও চাপে পড়ে যায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বল করেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। তিনি একাই  ৬টি উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে ভেঙে দেন। পরে আশালঙ্কা ৩টি উইকেট নিয়ে ভারতের আশাভঙ্গ করেন। শেষ পর্যন্ত ২০৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। কোচ গম্ভীরের অধীনে প্রথম ম্যাচ হারল ভারত।