বিনোদন Actress Divorce: ভাঙতে বসেছে নায়িকার ২১ বছরের সুখের সংসার, মুখ খুললেন তাঁর স্বামী Gallery October 23, 2024 Bangla Digital Desk কিছু সিনেমার তারকা বিবাহিত জীবন তিন বছরের মধ্যেই ডিভোর্সের দিকে এগিয়ে যায়৷ দম্পতি হিসেবে এক হতে না পেরে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এছাড়াও কয়েক দশক ধরে একসঙ্গে থাকা সেলিব্রিটি দম্পতিরা এখন আলাদা হয়ে যাচ্ছেন। মনে হচ্ছে এই তালিকায় যোগ দিয়েছেন সিনিয়র তেলুগু অভিনেত্রী রম্যা কৃষ্ণানও। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে যে তিনি ডিভোর্স করতে চলেছেন। তাঁর স্বামী, বিখ্যাত পরিচালক কৃষ্ণবংশী এ সম্পর্কে কী বলছেন। ৯এর দশকে রম্যা কৃষ্ণান ছিলেন একজন তারকা নায়িকা। সৌন্দর্যের পাশাপাশি ভাল অভিনয়ের জন্য তিনি পরিচিত৷ এর মাধ্যমে, তিনি একসময় তেলুগু এবং তামিল ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়িকা হিসেবে স্বীকৃত হন। এখনও চরিত্র শিল্পী হিসেবে অভিনয় করে তিনি চলচ্চিত্র জগতে নিজের জন্য একটি বিশেষ অর্জিত জায়গা ধরে রেখেছেন। ২০০৩ সালে, রাম্য কৃষ্ণান বিখ্যাত পরিচালক কৃষ্ণবংশীর প্রেমে পড়েন এবং বিয়ে করেন। তাদের একটি ছেলে আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রম্যা কৃষ্ণানের ডিভোর্সের গুঞ্জন। ইন্ডাস্ট্রিতে আলোচনা চলছে যে তিনি তাঁর স্বামী কৃষ্ণবংশীর থেকে আলাদা হয়ে যাবেন এবং শীঘ্রই বিবাহবিচ্ছেদ পাবেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ডিভোর্স ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক কৃষ্ণা ভামশি। একটি ছবির শুটিংয়ে হায়দরাবাদে রয়েছেন তিনি। রম্যা কৃষ্ণান চেন্নাইতে থাকেন। এ কারণে কেউ কেউ তারা আলাদা বসবাস করছেন এমন বাজে অপপ্রচার চালাচ্ছে। পরিবার নিয়ে এভাবে মিথ্যা অপপ্রচার চালানো দুঃখজনক। তিনি জানিয়েছেন যে এধরনের কথা তাঁদের হাসির খোরাক৷ ডিভোর্স হবে এমন খবরের কোনও সত্যতা নেই।’ কিন্তু রাম্যকৃষ্ণ এখন পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। ১৪ বছর বয়সে অভিনয়ে পা দেন রম্যা কৃষ্ণান৷ বাহুবলী সিরিজে শিবগামী চরিত্রে তাঁর অভিনয় গোটা দেশে সিনেমাপ্রেমীদের নজর কাড়েন। রম্যা কৃষ্ণান ১৪ বছর বয়সে তেলুগু ফিল্ম ‘পালে মিত্রলু’ দিয়ে তাঁর চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তারপর থেকে তিনি ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ‘ভেলদি মনসু’ ছবির মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। এরপর তেলুগু, কন্নড়, মালায়লাম ও তামিল সিনেমায় অভিনয় করে তারকা নায়িকা হয়ে ওঠেন। রম্যা কৃষ্ণান চারটি ফিল্মফেয়ার পুরস্কার, তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি নন্দী পুরস্কার জিতেছেন। টলিউডে তাঁর অনন্য ইমেজ রয়েছে। একজন নায়িকা হিসাবে, একজন মহিলা ভিলেন হিসাবে, একজন চরিত্র শিল্পী হিসাবে … তিনি যে কোনও চরিত্রে অভিনয় করতে পারেন।