কালী প্রতিমা

Kali Puja 2024: দয়রামপুরে বিশালাকার কালী প্রতিমা! উচ্চতা তাক লাগাবে আপনাকেও

মন্দিরবাজার: দয়রামপুরে বিশালাকার কালীপ্রতিমার উচ্চতা তাক লাগাবে আপনাকেও। এখানে প্রতিমা ১৪ হাত বা ৬৫ ফুট লম্বা। আগে এখানে এর থেকেও বড় ১৬ হাত লম্বা প্রতিমার পুজো হত। আগে মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া ঘরে কয়েক বছর অন্তর পুজো হত।

এরপর বিসর্জন দেওয়া হত মায়ের। কিন্তু পরবর্তী সময়ে বিদ্যুতের তার, টেলিফোনের তার পাতায় এই প্রতিমাকে বিসর্জন দেওয়া নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এরপর উচ্চতা কমানো হয় প্রতিমার বর্তমানে এই কালীপ্রতিমার উচ্চতা ১৪ হাত। ৭৯ বছর আগে এই প্রতিমাকে ঘিরে স্থায়ী মন্দির নির্মাণ করা হয়। এখন সেখানে রয়েছে সিমেন্টের কালী মূর্তি।

আরও পড়ুন: কলকাতায় কত থাকবে ঝড়ের গতি? দানার কেমন প্রভাব পড়বে পাশের জেলাগুলিতে? বিরাট আপডেট

এক সময় গ্রামে কোনও বড় উৎসব পালন করা হত না। দুর্গাপুজো করার রেওয়াজ ছিল না। প্রতিমা দর্শন করতে গ্রামবাসীদের কয়েক কিলোমিটার দূরের গ্রামে যেতে হত। সে সময় গ্রামের মানুষ জন গ্রামেই কালীপুজো উপলক্ষে আনন্দ উৎসবে মাততেন। বর্তমানে কালীপুজোর রাতে এখানে প্রচুর পরিমাণে পূণ্যার্থী আসেন। প্রায় তিন থেকে চার হাজার মানুষ এখানে ভিড় করেন‌। প্রতি বছর কালীপুজোর আগে প্রতিমার গায়ে নতুন করে রঙের প্রলেপ লাগানো হয়, পড়ানো হয় অলঙ্কার। এখানে খুব ধুমধাম করে পুজো হয়। চলে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা, এবছরও তার কোন ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।