এবার করোনা আক্রান্ত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল!

#কলকাতা: করোনায় আক্রান্ত বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

শনিবার সকালেই অগ্নিমিত্রার করোনা পরীক্ষা হয়। সন্ধেয় রিপোর্ট পজিটিভ আসে। রবিবার সকালে হাসপাতালে ভর্তি হওয়াক কথাও জানান।

রবিবার সকালে ট্যুইটারে অগ্নিমিত্রা লেখেন, আমার করোনা ধরা পড়েছে। যাঁরা গত পাঁচ দিনে আমার সংসর্গে এসেছেন, তাঁদের অনুরোধ করব করোনা পরীক্ষা করাতে।

পরবর্তী ট্যুইটে তিনি আবার লেখেন, “কোনও রোগ কিছুদিনের জন্য আমার শরীরটাকে কাবু করতে পারলেও আমার অন্যায়ের বিরূদ্ধে প্রতিবাদ করার মনোভাবকে আক্রান্ত করতে পারবে না… এ লড়াই চলছে, চলবে।”

মাস কয়েক আগেই বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব পেয়েছেন অগ্নিমিত্রা। দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁকে নানা বিক্ষোভে-মিছিলে সামনের সারিতে দেখা গিয়েছে। কখনও থানার সামনে ধর্না দিয়েছেন। কখনও আবার সংবাদমাধ্যমের সামনে নিজের বক্তব্য জোরালো ভাবে তুলে ধরতে দেখা গিয়েছে তাঁকে। বিশ্বভারতী পাঁচিল কাণ্ডে সরব হয়ে বিতর্কেও জড়িয়েছেন তিনি। কিন্তু থেমে থাকেনি কর্মতৎপরতা। মনে করা হচ্ছে এই বারবার নানা জায়গায় ছোটাছুটির ফলে রোগীর সংস্পর্শে এসেই তিনি আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের বহু হেভিওয়েট নেতা। আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। ভোটের মুখে যখন একে একে ঘুঁটি সাজাচ্ছে বিজেপির বঙ্গব্রিগেড তখন অগ্নিমিত্রার খবর, নেতাদের কপালে ভাঁজ বাড়াল ।