Tag Archives: Agnimitra Paul

BJP: ফ্যাশন ছেড়ে এখন ব্যস্ত ‘নেশনে’, তুখোড় নেত্রী অগ্নিমিত্রা ঠিক কতটা বড়লোক? হইহই রব চারিদিকে

*বয়স ৫১ হলেও তিনি তুখোড় নেত্রী। কখনও পুলিশকে চোখ রাঙানি, আবার কখনও পায়ে হেঁটে প্রচার। ভোটের আগে নতুন কেন্দ্রে যেন চেনা ছন্দে দেখা গেছে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। সম্প্রতি তিনি তার মনোনয়ন দাখিল করেছেন মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে। মনোনয়ন পত্রে জমা দিয়েছেন তার সম্পত্তির হিসেব নিকেশ। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি। 
*বয়স ৫১ হলেও তিনি তুখোড় নেত্রী। কখনও পুলিশকে চোখ রাঙানি, আবার কখনও পায়ে হেঁটে প্রচার। ভোটের আগে নতুন কেন্দ্রে যেন চেনা ছন্দে দেখা গেছে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। সম্প্রতি তিনি তার মনোনয়ন দাখিল করেছেন মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে। মনোনয়ন পত্রে জমা দিয়েছেন তার সম্পত্তির হিসেব নিকেশ। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি।
*অগ্নিমিত্রা লাখপতি নাকি কোটিপতি? আসানসোল দক্ষিণের বিধায়কের উপর ভরসা রেখেছে বিজেপি। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের জয়ী আসনে অগ্নিমিত্রাকে মনোনীত করে জুনের বিরুদ্ধে লড়তে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। জেনে নিন তার আয় ব্যয়ের খুঁটিনাটি। ফাইল ছবি। 
*অগ্নিমিত্রা লাখপতি নাকি কোটিপতি? আসানসোল দক্ষিণের বিধায়কের উপর ভরসা রেখেছে বিজেপি। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের জয়ী আসনে অগ্নিমিত্রাকে মনোনীত করে জুনের বিরুদ্ধে লড়তে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। জেনে নিন তার আয় ব্যয়ের খুঁটিনাটি। ফাইল ছবি।
*অগ্নিমিত্রা পালের ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১৭ লক্ষ ৬৮ হাজার ৫৬০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর এ কমে হয় ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে কমে তার আয়ের পরিমাণ দাঁড়ায় ৬ লক্ষ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা। ফাইল ছবি। 
*অগ্নিমিত্রা পালের ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১৭ লক্ষ ৬৮ হাজার ৫৬০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর এ কমে হয় ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে কমে তার আয়ের পরিমাণ দাঁড়ায় ৬ লক্ষ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা। ফাইল ছবি।
*তাঁর স্বামী পার্থ পাল অবশ্য কোটিপতি মানুষ। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অগ্নিমিত্রার স্বামীর ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। অগ্নিমিত্রা পালের দুই ছেলে বিঘ্নেশ পাল এবং সিদ্ধেশ পাল। ফাইল ছবি। 
*তাঁর স্বামী পার্থ পাল অবশ্য কোটিপতি মানুষ। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অগ্নিমিত্রার স্বামীর ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। অগ্নিমিত্রা পালের দুই ছেলে বিঘ্নেশ পাল এবং সিদ্ধেশ পাল। ফাইল ছবি।
*নির্বাচনী হলফনামা অনুযায়ী, অগ্নিমিত্রা পালের নামে এগরা থানা, মেদিনীপুর কোতোয়ালি থানা, বিষ্ণুপুর থানা, বারাসাত থানা, আসানসোল দক্ষিণ থানা, বারাবানি থানা, হিরাপুর, ময়না, বীরভূম সাইবার ক্রাইম, তমলুক, তালতলা থানায় একাধিক কেস রয়েছে। ফাইল ছবি। 
*নির্বাচনী হলফনামা অনুযায়ী, অগ্নিমিত্রা পালের নামে এগরা থানা, মেদিনীপুর কোতোয়ালি থানা, বিষ্ণুপুর থানা, বারাসাত থানা, আসানসোল দক্ষিণ থানা, বারাবানি থানা, হিরাপুর, ময়না, বীরভূম সাইবার ক্রাইম, তমলুক, তালতলা থানায় একাধিক কেস রয়েছে। ফাইল ছবি।
*বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হলফনামায় জানানো হয়েছে, তাঁর হাতে রয়েছে ৪৩ হাজার ৩৯১ টাকা। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেভিংস ব্যালেন্স, গোল্ড বন্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ারে ইনভেস্ট, লাইফ ইন্সুরেন্স, মেডিকেল ইন্সুরেন্স এবং ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকার গয়না সবমিলিয়ে প্রার্থী অগ্নিমিত্রা পালের রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকার সম্পত্তি। ফাইল ছবি। 
*বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হলফনামায় জানানো হয়েছে, তাঁর হাতে রয়েছে ৪৩ হাজার ৩৯১ টাকা। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেভিংস ব্যালেন্স, গোল্ড বন্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ারে ইনভেস্ট, লাইফ ইন্সুরেন্স, মেডিকেল ইন্সুরেন্স এবং ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকার গয়না সবমিলিয়ে প্রার্থী অগ্নিমিত্রা পালের রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকার সম্পত্তি। ফাইল ছবি।
*অগ্নিমিত্রা পালের নামে নিউটাউনে রয়েছে একটি ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। এছাড়াও তাকে পরিশোধ করতে হবে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা। যদিও অগ্নিমিত্রার নেই কোনও ব্যক্তিগত গাড়ি। ফাইল ছবি। 
*অগ্নিমিত্রা পালের নামে নিউটাউনে রয়েছে একটি ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। এছাড়াও তাকে পরিশোধ করতে হবে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা। যদিও অগ্নিমিত্রার নেই কোনও ব্যক্তিগত গাড়ি। ফাইল ছবি।
*দিলীপ ঘোষের জয়ী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। লোকসভা নির্বাচনে জয়লাভ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রনরেন্দ্র মোদীকে উপহার দিতে চান তিনি। কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।
*দিলীপ ঘোষের জয়ী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। লোকসভা নির্বাচনে জয়লাভ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রনরেন্দ্র মোদীকে উপহার দিতে চান তিনি। কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।

Lok Sabha Elections 2024: একচুলও মাটি ছাড়তে নারাজ, লোকসভায় নরেন্দ্র মোদিকে বিরাট উপহার দিতে চান অগ্নিমিত্রা! কী জানেন?

পশ্চিম মেদিনীপুর: নাম ঘোষণার পর যেন এক চুলও মাটি ছাড়তে নারাজ কোনও রাজনৈতিক দলের প্রার্থীই। বিধানসভা এবং লোকসভা দু’টি ক্ষেত্রে নির্বাচিত দিলীপ ঘোষের আসনে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে।

অন্যদিকে, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের জুন মালিয়া। স্বাভাবিক ভাবে দুই প্রতিপক্ষই জোর টক্কর দিতে প্রস্তুত লোকসভা নির্বাচনে। তাই নাম ঘোষণার পর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন তিনি।

মঙ্গলবার সকাল থেকে তিনি খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন, উদ্বোধন করেন দলীয় কার্যালয়ও। বক্তব্য রাখতে গিয়ে মানুষের নানা সমস্যার সমাধানেরও আশ্বাস দেন অগ্নিমিত্রা। এদিন প্রথমে তিনি ২৪ নম্বর ওয়ার্ডে পুরাতন বাজার এলাকায় একটি মন্দিরের পুজো দিয়ে তার প্রচার কাজ শুরু করেন। পরে তিনি হুডখোলা জিপে চড়ে আবার কখনও পায়ে হেঁটে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন।

আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

শুধু তাই নয়, এদিন অগ্নিমিত্রা পালের প্রচারে দেখা গেল অভিনবত্ব। হাতে পদ্মফুল নিয়ে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী। এরপর তিনি খড়গপুরের ভবানীপুরে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এরপর তিনি খড়গপুর পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের অলি গলিতে প্রচার চালান। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের নানা অভাব অভিযোগের কথা।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

পাশাপাশি, তিনি পৌর এলাকায় বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাসও দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গ থেকে ৩৫ টার বেশি আসন নরেন্দ্র মোদিকে উপহার দিতে হবে শুধু তাই নয় মেদিনীপুর লোকসভার আসনটিও উপহার দিতে হবে প্রধানমন্ত্রীকে। তবে নির্বাচনে দিলীপ ঘোষের পুরানো কেন্দ্রে কোন ফুল ফোটে তা এখন দেখার।

রঞ্জন চন্দ

Agnimitra Paul: লড়াই কঠিন, জুনে জুনকে রুখতে বড় পরিকল্পনা অগ্নিমিত্রার! যা করলেন, চমকে উঠল সকলে

পশ্চিম মেদিনীপুর: মাঝে মাত্র তিনটে সপ্তাহ। তারপর নির্বাচন। তাই প্রবল গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। কখনও পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে পৌঁছে জনসংযোগ আবার কখনও টোটোতে কিংবা হুড খোলা গাড়িতে চেপে প্রচার সারছেন প্রার্থীরা। এবার এক অভিনবভাবে ভোট প্রচার করতে দেখা গেল বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। লোকাল ট্রেনে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি এলেন অন্যত্র। সেখানে এসে একটি গ্রামীণ হাটে সাধারণ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

স্পেশ্যাল কোনও ট্রেন বা এসি গাড়ি নয়, সাধারণ যাত্রীদের মতলোকাল ট্রেনে খড়গপুর থেকে দাঁতন এলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থী। ট্রেনে যাত্রীদের মধ্যে ভোটের প্রচারের পাশাপাশি শুনলেন তাদের অভাব অভিযোগের কথা।ভোটের প্রচারে সরগরম রাজ্য রাজনীতি। মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের।এবার ট্রেনকে প্রচারের হাতিয়ার করে এক রকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ২৫মে। হাতে রয়েছে মাত্র ২৩-২৪ টা দিন। তাই এবার প্রচারের একটু ভিন্নমাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান

এদিন তিনি খড়গপুর লোকাল ট্রেনে উঠেন সকাল ১০ টা নাগাদ এবং সেখান থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত আসেন। এরপর সোনাকুনিয়া হাটে গিয়ে জনসংযোগের কর্মসূচি সারেন। তাই এদিন সকাল দশটা নাগাদ খড়গপুর থেকে ট্রেনে ওঠেন বিজেপি প্রার্থী সহ তার কর্মীরা।ট্রেনে উঠেই তিনি যাত্রীদের সঙ্গে জনসংযোগ শুরু করেন।

এদিন তিনি লোকাল ট্রেনের সওয়ারি হয়ে মুখোমুখি হয়েছিলেন লোকাল ১৮ বাংলার। ভোটের নানা দিক আলোচনা করেন তিনি স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগেই দম ফেলার সময় নিয়ে প্রার্থীদের। বিভিন্নভাবে জনসংযোগে তারা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়।

—- রঞ্জন চন্দ

ভোট বড় বালাই! আগুন ঝরানো দুপুরেও প্রচারের কাজে খামতি নেই অগ্নিমিত্রার

ভোট বড় বালাই। তাপমাত্রা যেন ব্যাপার না। দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করেও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচারে তিনি।
ভোট বড় বালাই। তাপপ্রবাহ কোনও ব্যাপার নয়! দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করেও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচারে তিনি।
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন তিনি।
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন তিনি।
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির সংলগ্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভাব অভিযোগ।
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের অভাব অভিযোগ।
শুধু প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।
শুধু ভোটের প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।

Agnimitra Paul on RamNabami: রামনবমীতে বিশেষ রীতি পালন অগ্নিমিত্রা পালের, সারাদিন কী কী করলেন তিনি?

পশ্চিম মেদিনীপুর: বুধবার রামনবমী। আর সেই রামনবমী উপলক্ষ্যে জেলার বিভিন্ন জায়গায় রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনেও আয়োজন করা হয়েছিল রামনবমীর মিছিল। সেই মিছিলে অংশ নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন দাঁতন শ্যামলেশ্বর মন্দির থেকে শুরু হয় রামনবমীর সুসজ্জিত মিছিল।

বাসন্তী নবমীতে জেলার খড়গপুর, মেদিনীপুর, বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় রাম-হনুমানের পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। দাঁতনের শ্যামলেশ্বর মন্দির থেকে জাতীয় সড়ক হয়ে হুডখোলা গাড়িতে ঘুরলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বেশ কয়েকটি বাইকে যুবকেরা গেরুয়া ধ্বজা হাতে সুসজ্জিত শোভাযাত্রা করে। রামনবমী উপলক্ষ্যে অনেকেই ব্রত রেখেছেন। রামনবমী দিন একাধিক কর্মসূচির পাশাপাশি সারাদিন নিরামিষ খাবার খেয়েই থাকছেন অগ্নিমিত্রা।

আরও পড়ুনLok Sabha Election 2024: ভোট প্রচারের মাঝে পান্তা ভাত-ভাজা লঙ্কা খেলেন কোন প্রার্থী?

যেহেতু এদিন রামের পুজো তাই এই রীতিই মানছেন তিনি। তপ্ত গরমেও সারাদিন একাধিক কর্মসূচিতে অংশ নিলেন প্রার্থী। মেদিনীপুরে গিয়ে করলেন আরতিও। এদিন সকালে তিনি খড়্গপুরে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে চা চক্রে যোগ দেন। এরপর তিনি বেলা সাড়ে দশটা নাগাদ আসেন দাঁতনে। শ্যামলেশ্বর মন্দির সংলগ্ন হনুমানের মূর্তিতে মালা দিয়ে, নারকেল ফাটিয়ে তিনি সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন।

এরপর দুপুরে মেদিনীপুর এবং বিকেলে ফের দাঁতন ২ ব্লকে কর্মসূচিতে যোগ দেন। তবে স্বাভাবিকভাবে রামনবমী উপলক্ষ্যে একাধিক কর্মসূচি প্রার্থী অগ্নিমিত্রার। স্বাভাবিকভাবেই রামনবমীর দিন বিরতি নেই তাঁর। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ধর্মীয় নানান উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্য জনসংযোগে বিজেপি সাংসদ পদপ্রার্থী অগ্নিমিত্রা পালের।

রঞ্জন চন্দ

BJP: প্রচারে বেরিয়েছিলেন অগ্নিমিত্রা, নীল ষষ্ঠীর দিনে শিব ভক্তদের সঙ্গে যা করলেন, হতবাক সকলেই

পাঁচখুরি: প্রচারে গিয়ে শিব ভক্তদের সঙ্গে নাচে পা মেলালেন বিজেপি প্রার্থী। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় গানের তালে পা মেলালেন তিনি। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর সব জায়গায় প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। বিভিন্ন প্রান্তিক এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় আচার পালন এবং জনসংযোগে প্রার্থীরা। আন্দামান থেকে প্রচার শেষ করে ফিরে এসে নিজের লোকসভা কেন্দ্রের খড়্গপুরে প্রচার করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

শুক্রবার খড়গপুর শহরে প্রচার সারেন অগ্নিমিত্রা। পাশাপাশি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহরে ঘোরেন তিনি। বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের স্টাইলেই প্রচার করছেন অগ্নিমিত্রা। লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। প্রার্থী ঘোষণার পরেই বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন।

আরও পড়ুনঃ এসির সঙ্গে পাখা চালালে ঠিক কী হয়? বিল বাড়ে নাকি কমে? নিয়ম জানলেই বাঁচবে পকেট

শুক্রবার সকালে একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি, গাজন উপলক্ষে ব্রত রাখা সাধারণ ব্রতীদের সঙ্গে কথা বলেন তিনি। এ ছাড়াও খড়গপুর গ্রামীণ এলাকায় একটি শিবের মন্দিরে পুজো দেন তিনি। সকাল থেকেই খড়গপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকায় একটি মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি জনসংযোগ করেন। শুধু তাই নয়, ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ ছাড়াও পথ চলতি মানুষদের কাছে শোনেন তাঁদের নানা অভাব অভিযোগের কথা।

চৈত্র মাসে নীল ষষ্ঠীতে মাতলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য শুক্রবার নীল ষষ্ঠী। রাজ্যজুড়ে এই নীল ষষ্ঠী উপলক্ষে মাতোয়ারা শিব ভক্তরা। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নীল ষষ্ঠীতে মেতে উঠলেন অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর সদরের পাঁচখুরি সংলগ্ন বালিপদা শিবমন্দিরে গাজন উৎসব উপলক্ষে ভক্তদের সঙ্গে উৎসবে মাতলেন অগ্নিমিত্রা।ভক্তদের নাচের তালে পা মেলালেন প্রার্থীও।

এ ছাড়াও তিনি এক কর্মীর বাইকে বসে খড়গপুর শহরে ঘুরেন। স্বাভাবিকভাবে নির্বাচনের দিন যত কাছে আসছে, প্রচারে মরিয়া সব রাজনৈতিক দল। সকাল থেকেই সময় নষ্ট করতে চান না তারা, বিজেপির পাশাপাশি দিনভর প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা। তবে শেষ হাসি কে হাসে তা বলবে সময়।

রঞ্জন চন্দ

BJP: তপ্ত দুপুরে পুড়ছে শহর! প্রচারে বেরিয়ে মন্দিরের সামনে কী করলেন অগ্নিমিত্রা? দেখে হাঁ সকলে

মেদিনীপুর: প্রচারে অভিনবত্ব বরাবরই আকর্ষণ করে সাধারণ ভোটারদের। কখনও লোকের বাড়িতে ঢুকে রান্না করা, কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ভোটে প্রার্থী পদ ঘোষণা হলেই এমন কিছু ঘটনা অহরহ ঘটতে থাকে। তবে প্রচারে এসে অন্য মুডে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ঢাক বাজালেন তিনি। মন্দিরের বারান্দায় বেশ কিছুক্ষণ ঢাক বাজান। তপ্ত দুপুরেও সাধারণ মানুষের সঙ্গে চলে জনসংযোগ।

সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রচারে সব প্রার্থী। তবে প্রচারে বেশ কিছু নিয়ম মানছেন প্রার্থীরা। একদিকে যেমন প্রচারের সময় বদল অন্যদিকে খাবারেও বেশ কিছু বদল এনেছেন প্রার্থীরা। ফল, দই এর পাশাপাশি ভারী খাবার হিসেবে হাতে গোনা কয়েকটি রুটি এবং দইয়ে ভরসা রাখছেন বিজেপি প্রার্থী।

আরও পড়ুনঃ গুণে ঠাসা লিচু ২ মাসই মেলে, রসে টইটম্বুর এই ফল গরমে আরাম! কাদের জন্য ‘বিষ’ লিচু?

বিজেপি কর্মকর্তা নেতৃত্বদের পাশাপাশি সাধারণ মানুষকে দিচ্ছেন হিট ওয়েভ বা তাপপ্রবাহ থেকে বাঁচার উপায়। সামনেই লোকসভা নির্বাচন এর আগে জোর কদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। তবে অন্যদিকে বেশ তাপপ্রবাহ শুরু হয়েছে জেলা জুড়ে। গরমকে উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় প্রচার সারছেন প্রার্থীরা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল। শনিবার একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে কোতাইগড় বাজারে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী।

স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দিয়ে এক কর্মীর বাইকে বসে পাশের একটি মনসা মন্দিরে পুজো দিতে যান প্রার্থী। পুজোর পর তিনি ঢাকও বাজান। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। শোনেন তাদের নানা অভাব-অভিযোগের কথা। পাশাপাশি সাধারণ ভোটারদের থেকে ভোট প্রার্থনাও জানান তিনি। তবে এই গরমের সময়ে অবশ্য স্বাস্থ্য সচেতন অগ্নিমিত্রা। গরমে হালকা খাবার, দই, হাতেগোনা দুটি রুটি, ফলের রসকে তিনি বেশি পছন্দ করছেন।

প্রচন্ড গরমে সাধারণত দুপুর বারো’টা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রচার রাখছেন না। এই গরমে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি প্রার্থী। এ দিন দুপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারেন । মকরামপুর এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দেন। স্বাভাবিকভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসে তা সময় বলবে।

রঞ্জন চন্দ

Agnimitra Paul BJP: ‘দিলীপ দা’র আশীর্বাদ নিয়ে আসরে অগ্নিমিত্রা! জুন মাসে জুনকে হারালে কী করবেন? স্পষ্ট করলেন সব

পশ্চিম মেদিনীপুর: দিলীপ ঘোষের গড়ে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করেছে বিজেপি। স্বাভাবিকভাবে বাড়তি দায়িত্ব অগ্নিমিত্রার ঘাড়ে। বিজেপির রাজ্য সম্পাদিকা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে, দিলীপ ঘোষের জয়ী কেন্দ্র মেদিনীপুরে, তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে মনোনীত করেছে ভারতীয় জনতা পার্টি।

নাম ঘোষণার পর মঙ্গলবার থেকেই জেলায় প্রচার শুরু করেছেন অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার জেলায় একাধিক কর্মসূচির পর বুধবারও সকাল থেকে তিনি তার কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার রাত্রে জেলায় রাত্রিযাপনের পর বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক সহ একাধিক কর্মসূচিতে আসেন অগ্নিমিত্রা পাল। এদিন নারায়ণগড়ের বেলদাতে একটি গেস্ট হাউসে তিনি জেলার কার্যকর্তা মোর্চা নেতৃত্বদের নিয়ে বৈঠক সারেন। বিকালেও প্রচার কর্মসূচি চালান তিনি।

আরও পড়ুন: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী ‘বউমা’-কে নিয়ে ছবি ভাইরাল

মানুষের নানা উন্নয়ন করাই তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, উন্নয়নমূলক রাজনীতি করতে পছন্দ করেন। মানুষের মধ্যে উন্নয়ন, যুব প্রজন্মের কাজ এবং আইআইটি ও রেল নিয়ে কাজ করতে আগ্রহী। বিতর্কিত মন্তব্য, কাউকে খারাপ মন্তব্য করে রাজনীতি নয়, উন্নয়ন করতে চান। দিলীপ ঘোষের সাজানো ঘরকে আরও সাজিয়ে তুলতে চাই।

আরও পড়ুন: বিতর্কে জেরবার, ‘প্রার্থনা’য় প্রার্থী দিলীপ ঘোষ! যা চাইলেন, শুনে তাজ্জব হয়ে যাবেন

এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিপক্ষ হিসেবে ভোটে লড়ছেন তিনি। স্বাভাবিকভাবে বাড়তি চ্যালেঞ্জ অগ্নিমিত্রার কাছে।
তবে নির্বাচনে কী হয়, তাই এখন দেখার। ইতিমধ্যে প্রচারে জোর দিচ্ছেন প্রার্থী সহ নেতৃত্বরা।

রঞ্জন চন্দ

Agnimitra Paul BJP Candidate: দিলীপের ‘মাটি’-তে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা, মেদিনীপুরে বড় লড়াইয়ের ডাক

কলকাতা: জল্পনা জোর হয়ে উঠেছিল রবিবার বিকেল থেকে। আর সন্ধে গড়াতেই সেই জল্পনায় সিলমোহর। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের গড়ে এবার পদ্মপ্রার্থী হলেন অগ্নিমিত্রা পাল। প্রতিপক্ষে তৃণমূলের হয়ে রয়েছেন জুন মালিয়া। অন্যদিকে, দিলীপ ঘোষ এবার আসন বদলে প্রার্থী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে।

আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে রবিবার বিকেলে দেখা করতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানে গিয়ে তিনি বলেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, তমলুকে বিজেপির হয়ে লড়বেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আর রাতে বিজেপির বাংলায় দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করতেই সমস্তটা পরিষ্কার হয়ে যায়। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পালের উপরেই ভরসা রেখেছে বিজেপি শিবির। প্রথম দফায় ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর রবিবার দ্বিতীয় দফায় ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

আসানসোল কেন্দ্র থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন প্রার্থী পবন সিং। স্বাভাবিকভাবেই, এই কেন্দ্রটিতে নতুন প্রার্থী দেওয়ার জায়গা তৈরি হয়। উল্লেখ্য, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৪২টি প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের বাকি ২৩টি আসনেও বিজেপির প্রার্থী তালিকায় দেখা গিয়েছে একের পর এক চমক। তবে চার আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি।

BJP Candidate in Medinipur: মেদিনীপুরে বিজেপি প্রার্থী কে, জোর জল্পনার মধ্যেই দিলীপ ঘোষের কাছে অগ্নিমিত্রা পাল! কেন?

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচন ২০২৪-এ বাংলার প্রার্থী তালিকা নিয়ে টানাপোড়েনের মাঝেই দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এলেন অগ্নিমিত্রা পল। বললেন, ‘দিলীপ দার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ দার সঙ্গে দেখা করতে আসতে পারি না? প্রার্থী তালিকা তো এখনও ঘোষণা হয়নি। দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই দাঁড়াব’।

মেদিনীপুরে বিজেপি প্রার্থী হিসেবে ভারতী ঘোষের নামও ভাসছে। বিজেপির অন্দরে জোর গুঞ্জন, এবার মেদিনীপুরে দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হিসেবে থাকতে পারে অগ্নিমিত্রার নাম। তাই প্রার্থীপদ ঘোষণা হওয়ার আগেই কি পূর্বতনের সঙ্গে দেখা করতে আসা? রবিবার বিকেল থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন: পেইনকিলার থেকে অ্যান্টিবায়োটিক, দাম বাড়বে ৮০০ অতি প্রয়োজনীয় ওষুধের! কবে থেকে জানুন

মেদিনীপুর লোকসভায় বিজেপি প্রার্থী কে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার মধ্যেই রবিবার সকালে পদ্ম-প্রার্থী হিসেবে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের নামে দেওয়াল লিখনের ছবি পোস্ট করা হয় সমাজমাধ্যমে। যা শুনে দিলীপ ঘোষ জানালেন, অতি উৎসাহিত হয়ে কর্মীরা এই কাজ করে ফেলেছে, ঠিক হয়নি। এবার বিকেলে অগ্নিমিত্রা পাল গেলেন তাঁর কাছে।

আরও পড়ুন: হোলি মাটি হবে বৃষ্টিতে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে! আবহাওয়ার বড় খবর

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর আসনের প্রার্থী হিসাবে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। ‘নিমরাজি’ দিলীপকে অন্য আসন থেকে লড়ানোর সিদ্ধান্তও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত করে নিয়েছেন বলেও জানা গিয়েছে। সেটা বাস্তবায়িত হলে দিলীপকে প্রার্থী করার কথা বর্ধমান-দুর্গাপুর আসন থেকে। সে ক্ষেত্রে সুতোয় ঝুলছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়ার ভাগ্য। তাঁকে আদৌ প্রার্থী করা হবে, না কি অন্য কোনও আসন দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

মৈত্রেয়ী ভট্টাচার্য