আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷

Medical council decision on Sandip Ghosh: ডাক্তার বলেও আর চিনবেন না কেউ, সন্দীপ ঘোষকে নিয়ে বৃহস্পতিবারই বড় সিদ্ধান্ত ঘোষণা

কলকাতা: বৃহস্পতিবারই চিকিৎসকের পরিচয় হারাতে পারেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরেই আলোচনায় বসেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ সূত্রের খবর, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ সদস্য মত দিয়েছেন৷ বৃহস্পতিবার এই নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে মেডিক্যাল কাউন্সিল৷

গত ২ সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পাঁচ দিন পরে সন্দীপকে শোকজ় করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ গত ৭ সেপ্টেম্বর সেই চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল,  কেন চিকিৎসক হিসেবে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না? ৭২ ঘণ্টার মধ্যে সন্দীপের জবাব তলব করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷

আরও পড়ুন: গন্তব্য ছিল অমৃতসর, ভুল পথে চলে গেল কলকাতা থেকে ছেড়ে যাওয়া ট্রেন! আধ ঘণ্টা পর হুঁশ ফিরল চালকের

এর পর আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই৷ তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে৷

মেডিক্যাল কাউন্সিলের ব্যাখ্যা ছিল, কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন স্বতঃপ্রণোদিত হয়ে বাতিল করতে হলে দু’টি কারণে তা করা সম্ভব৷

প্রথমত, কেউ যদি কোনও অপরাধমূলক কাজের চক্রান্ত কিংবা তাতে সরাসরি যুক্ত থাকার অপরাধে আদালতে দোষী প্রমাণিত হন৷ দ্বিতীয়ত,  কোনও অপরাধমূলক কাজে নাম জড়ানোর ফলে জনসমাজে যদি তাঁর বদনাম হয়৷ তবে দু’টি ক্ষেত্রেই শোকজ় না করে রেজিস্ট্রেশন বাতিল করা নিয়মবিরুদ্ধ৷ তাই সন্দীপ ঘোষকে প্রথমে শোকজ় করা হয়৷